সীমিত ওভারে রাজত্ব করে এসেছেন এতদিন। এবার রোহিত শাসন করতে শুরু করলেন টেস্ট ক্রিকেটেও। বিশ্বকাপের পরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে নামার সুযোগ জোটেনি। তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ পেয়েই বাজিমাত। গোটা সিরিজে চারটে মাত্র ইনিংসে ব্যাট করেছেন। তার মধ্যেই দুটো শতরান সহ একটি দ্বিশতরান করেছেন। সিরিজে ৫২৯ রান করে তিনিই সিরিজের সেরা।
যাইহোক, রাঁচিতে ২১২ রানের ইনিংসের সৌজন্যে রোহিত শর্মা টেস্টের ক্রমতালিকায় ১২ ধাপ এগিয়ে ১০ নম্বরে পৌঁছে গিয়েছেন। এর ফলে তিন ফর্ম্যাটের ক্রিকেটের র্যাঙ্কিংয়েই রোহিত প্রথম দশে পৌঁছে গেলেন। তৃতীয় ভারতীয় হিসেবে রোহিত শর্মা তিন ধরনের ক্রিকেটেই শীর্ষ দশে পৌঁছলেন। এর আগে ক্যাপ্টেন বিরাট কোহলি, গৌতম গম্ভীর এই কীর্তি গড়েছিলেন।
রোহিত বাদে অন্য ভারতীয় ব্যাটসম্যানরাও ক্রমতালিকায় উল্লেখযোগ্য অগ্রগমন ঘটিয়েছেন। অজিঙ্কা রাহানেই যেমন। সদ্য বাবা হয়েছেন। তারপরেই সেঞ্চুরি হাকিয়েছিলেন রাঁচিতে। এর ফলে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে উঠে গেলেন তিনি। এটাই তাঁর টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ র্যাঙ্কিং। ২০১৬ সালে নভেম্বরে পঞ্চম স্থানেই পৌঁছেছিলেন তিনি। টেস্ট র্যাঙ্কিংয়ের বিচারে তিনি আপাতত ভারতের তৃতীয় সেরা ব্যাটসম্যান। র্যাঙ্কিংয়ে রাহানের আগে রয়েছেন কোহলি ও চেতেশ্বর পূজারা।
পাশাপাশি, মায়াঙ্ক আগারওয়াল ১৮ নম্বরে উঠে এসেছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে প্রথম কুড়ির মধ্যে ভারতেরই পাঁচ ব্য়াটসম্যান। বিরাট কোহলি যথারীতি তিন ফর্ম্যাটেই শীর্ষে। কোহলির কাছাকাছি এই কীর্তি গড়েছিলেন গৌতম গম্ভীর। টেস্ট ও টি টোয়েন্টিতে গম্ভীর একসময় শীর্ষে ছিলেন। সেই সময় অবশ্য একদিনের ক্রিকেটে গম্ভীরের র্যাঙ্কিং ছিল অষ্টম।
Read the full article in ENGLISH