ভাইরাল ভিডিও: প্রকাশ্যে বিরাট-রোহিতের সম্পর্ক, বৈরিতা নাকি বন্ধুতা?

গত সোমবার ছিল এই টেস্টের তৃতীয় দিন। আর এই দিনে ভারতীয় বোলারদের আগুনে পারফরম্য়ান্সের থেকেও চোখ কেড়েছে টিমের দুই স্টার ক্রিকেটারের নিজেদের মধ্য়ে সম্পর্কের রসায়ন।

গত সোমবার ছিল এই টেস্টের তৃতীয় দিন। আর এই দিনে ভারতীয় বোলারদের আগুনে পারফরম্য়ান্সের থেকেও চোখ কেড়েছে টিমের দুই স্টার ক্রিকেটারের নিজেদের মধ্য়ে সম্পর্কের রসায়ন।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli, Rohit Sharma's camaraderie from Ranchi Test goes viral

ভাইরাল ভিডিও: প্রকাশ্যে বিরাট-রোহিতের সম্পর্কের রসায়ন, বৈরিতা নাকি বন্ধুতা?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ হোয়াইটওয়াশ থেকে দু'উইকেট দূরে ভারত। রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে চলছে ভারত-দক্ষিণ আফ্রিকা চলতি সিরিজের তৃতীয় ও শেষ ম্য়াচ।

Advertisment

গত সোমবার ছিল এই টেস্টের তৃতীয় দিন। আর এই দিনে ভারতীয় বোলারদের আগুনে পারফরম্য়ান্সের থেকেও চোখ কেড়েছে টিমের দুই স্টার ক্রিকেটারের নিজেদের মধ্য়ে সম্পর্কের রসায়ন। ম্য়াচ চলাকালীন বিরাট কোহলি আর রোহিত শর্মাকে ফিল্ডিং করার সময় ভীষণ প্রাণবন্ত মেজাজেই পাওয়া গেল। হাসাহাসিতে মেতে উঠলেন তাঁরা।

আরও পড়ুন: ফের ইনিংস হারের সামনে প্রোটিয়াজরা, বিরাট পেরোলেন আজাহারকে

Advertisment

আর এই দৃশ্য় দেখা মাত্রই ফ্য়ানেরা নিজেদের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি। মুহূর্তের মধ্য়ে ভিডিও ভাইরাল হয়ে যায়।বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরেই প্রকাশ্যে এসেছিল টিম ইন্ডিয়ায় বিভাজনের চিত্র। ভারতীয় ড্রেসিংরুমে বিরাট কোহলি ও রোহিত শর্মার আলাদা আলাদ লবি তৈরি হয়েছে বলেও জানা গিয়েছিল। বিরাট-বনাম রোহিতের অন্তর্কলহের কথাও বারবার উঠে এসেছিল মিডিয়াতে।

আরও পড়ুন: ঋদ্ধির চোটে দলে ঋষভ, কনকাশন পরিবর্তন প্রোটিয়াজ স্কোয়াডেও

টিম ইন্ডিয়ার হেডস্য়ার  রবি শাস্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন যে, ভারতীয় দল সুখী পরিবার। তাঁর কথায় বিরাট-রোহিতের মতভেদের কথা উঠে আসলেও বিরোধীতার নেই। আর এই ঘটনা ফের একবার প্রমাণ করে দিল যে, বিরাট-রোহিতের মধ্য়ে সম্পর্ক ঠিক আগের মতোই রয়েছে।

Virat Kohli BCCI Rohit Sharma