/indian-express-bangla/media/media_files/2025/08/08/rohit-sharma-and-labubu-doll-2025-08-08-12-24-22.jpg)
রোহিত শর্মা এবং লাবুবু পুতুল
Rohit Sharma: লাবুবু পুতুল। বছর খানেক আগেও এই পুতুলের ব্যাপারে কেউ সেভাবে জানত না। জনপ্রিয়তা তো অনেক দুরের কথা। তবে সম্প্রতি এই পুতুলই গোটা বিশ্বে 'বিলাসবহুল খেলনা' হয়ে উঠেছে। অনেকে আবার এই পুতুলকে 'ভুতুড়ে' বলেও উল্লেখ করেছেন। যদিও তা দেখতে অত্যন্ত মিষ্টি! বিশ্বের একাধিক সেলিব্রিটির কাছে এমন পুতুল হামেশাই দেখতে পাওয়া যাচ্ছে।
বর্তমানে এই পুতুলের জনপ্রিয়তা যে কতখানি, সেটা একটা ছোট্ট উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। সম্প্রতি চিনে একটি লাবুবু স্ট্যাচুর নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে এই পুতুলের দাম ১.২০ কোটি টাকা পর্যন্ত উঠেছিল। ব্লাইন্ড বক্স টয়ের দুনিয়ায় এই পুতুল যে ইতিমধ্যে এক অনন্য ইতিহাস কায়েম করেছে, তা বলাই বাহুল্য।
ভারতেও এই লাবুবু পুতুলের জনপ্রিয়তা ক্রমশ বাড়তে শুরু করেছে। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক (ওয়ানডে) রোহিত শর্মার বাড়িতেও এই জনপ্রিয়তা ইতিমধ্যে হানা দিয়েছে। সম্প্রতি রোহিত তাঁর ইনস্টাগ্রামে একটি স্টোরি আপলোড করেছিলেন। সেখানেই তিনি শেয়ার করেছিলেন যে তাঁর মেয়ে সামাইরা এবং স্ত্রী রিতিকা এই লাবুবু পুতুলের জন্য বায়না জুড়েছিলেন। ছবির ক্যাপশনে রোহিত মজা করে লিখেছিলেন, 'আমার মেয়ে এই ব্যাপারে বোঝাতে এসেছিল। তবুও আমি কিছুই বুঝতে পারলাম না...।' রোহিত শর্মার ওই ছবি দেখার পর তাঁর ফ্যানেরাও মজাদার কমেন্ট করতে শুরু করেছিলেন।
জেনে নিন, এই লাবুবু পুতুলের আসল পরিচয়
২০১৫ সালে 'দ্য মনস্টার' নামে একটি বই প্রকাশিত হয়েছিল। এই বইয়ের একটি কাল্পনিক চরিত্রের নাম হল লাবুবু। হংকংয়ের শিল্পী কাসিং লুঙ্গা নোর্ডিক পরীর কথা মাথায় রেখে এই পুতুলটি তৈরি করেছিলেন। এরপর চিনের বেশ কয়েকটি সংস্থা পুতুলটিকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে। চৈনিক সংস্থা পপ মার্ট ইন্টারন্যাশনাল এই লাবুবু চরিত্রটি প্রথমবার পুতুল হিসেবে বাজারে নিয়ে এসেছিল। তারপর থেকে পুতুলটি যুব সমাজের কাছে শুধুমাত্র জনপ্রিয় হয়ে ওঠেনি, যথেষ্ট ট্রেন্ডিংও হয়েছে।