Rohit Sharma Retirement Controversy: গম্ভীরের কলকাঠিতেই টেস্ট থেকে অবসর রোহিতের? অবশেষে ফাঁস গোপন কথা

Rohit Sharma Retirement: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে রোহিতের পারফরম্য়ান্স যে যথেষ্ট নজরকাড়া ছিল, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

Rohit Sharma Retirement: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে রোহিতের পারফরম্য়ান্স যে যথেষ্ট নজরকাড়া ছিল, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir and Rohit Sharma

গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা

Rohit Sharma: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে রোহিতের পারফরম্য়ান্স যে যথেষ্ট নজরকাড়া ছিল, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। কিন্তু, গত বর্ডার-গাভাসকার ট্রফিতে (Border-Gavaskar Trophy) তিনি একেবারে রান করতে পারেননি। তখনও তিনি অবসরের ঘোষণা করেননি। কিন্তু, পরবর্তীকালে তাঁর এই সিদ্ধান্ত সবাইকে কার্যত চমকে দিয়েছে। অনেকেই মনে করেন, ভারতীয় ক্রিকেট বোর্ডই (BCCI) রোহিতকে অবসর গ্রহণ করতে বাধ্য করেছেন। যাতে তরুণ ক্রিকেটারদের নিয়ে একটা নতুন শুরুয়াত করা যেতে পারে। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ম্যানেজার। ফাঁস করে দিলেন সেই গোপন কথা।

Advertisment

Rohit Sharma Surgery: দেশের স্বার্থে শরীর জলাঞ্জলি, এখন অপারেশন ছাড়া উপায় নেই রোহিতের!

অবসর গ্রহণের জন্য বাধ্য করা হয়েছিল রোহিত শর্মাকে?

Advertisment

বর্ডার-গাভাসকার ট্রফিতে টিম ইন্ডিয়ার ম্যানেজার ছিলেন জয়দেব শাহ। সম্প্রতি তিনি অর্জুন মিরানির পডকাস্ট শো'য়ে এসেছিলেন। রোহিত শর্মার অবসর নিয়ে মুখ খুলেছেন জয়দেব। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে রয়েছেন জয়দেব শাহ। তিনি বলেন, 'ওই সময় রোহিতের দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছিল। এরপর তিনি টিম ইন্ডিয়ায় যোগ দেন। কিন্তু, রান করতে পারেননি। একেবারেই ফর্মে ছিলেন না। শেষ টেস্ট ম্য়াচে রোহিতকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেন। আমার মনে হয়, রোহিত হয়ত ভেবেছিল যে লাল বলের তুলনায় সাদা বলেই বেশি করে মনোঃসংযোগ করা দরকার। আর বাকি ক্রিকেটারদেরও এবার সুযোগ দেওয়া উচিত।'

Rohit Sharma wife: পিছু নিতে নিতে সোজা বাড়ির ভিতরে! চটে লাল রোহিত শর্মার স্ত্রী, রেগেমেগে কী করলেন জানেন?

জয়দেব আরও যোগ করেন, 'আমার মনে হয় যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড গোটা ব্যাপারটাই নজরে রেখেছিল। পাশাপাশি, আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপে কেমন দলগঠণ করা হবে, সেটা নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছিল। রোহিত যে আগামী ২ বছর টেস্ট ক্রিকেট খেলতে পারবেন, সেটা মনে হচ্ছিল না। পাশাপাশি চোটও লেগেছিল। সেকারণে আইপিএল টুর্নামেন্টেও বেশ কয়েকটা ম্য়াচ খেলতে পারেননি। আমার মনে হয়, এই পরিস্থিতিতে নতুন চক্রে ভারতীয় ক্রিকেট দলকে প্রস্তুত হওয়ার জন্য নিজের জায়গাটাই ও ছেড়ে দিয়েছে। এমন সিদ্ধান্তে রোহিতের মতো বড় ক্রিকেটাররা নিজেরাই গ্রহণ করেন।'

এবার ওয়ানডে ক্রিকেটে ফোকাস করবেন রোহিত শর্মা

গত বছর টি-২০ বিশ্বকাপ জয় করার পর রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্য়াট থেকে অবসর গ্রহণ করেন। এবার টেস্ট ক্রিকেটকেও তিনি বিদায় জানিয়েছেন। যদিও ওয়ানডে ক্রিকেটে এখনও পর্যন্ত তাঁকে দেখতে পাওয়া যাবে। সমর্থকরা আশা, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে হয়ত রোহিত শর্মাকে দেখা যাবে। তবে আগামী আড়াই বছর ওয়ানডে ক্রিকেটে তাঁকে ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্স করতে হবে। 

BCCI Rohit Sharma Border-Gavaskar Trophy