/indian-express-bangla/media/media_files/2025/11/03/rohit-sharma-16-2025-11-03-02-57-47.jpg)
টিম ইন্ডিয়া জিততেই আবেগে ভাসলেন রোহিত শর্মা
IND W vs SA W: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের (Women’s ODI World Cup 2025) ফাইনালে ভারত এবং দক্ষিণ আফ্রিকা একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team) ৫২ রানে জয়লাভ করছে। গোটা দেশ ইতিমধ্য়ে শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছে। শুভেচ্ছা জানাচ্ছেন দেশের প্রাক্তন ক্রিকেটাররাও। ফাইনাল ম্য়াচ দেখার জন্য ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সস্ত্রীক নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গিয়েছিলেন। ভারত জিততে না জিততেই তিনি আবেগপ্রবণ হয়ে পড়লেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।
Indian Women Cricket Team: কোন পথে বিশ্ব চ্যাম্পিয়ন হল ভারত? দেখে নিন টিম ইন্ডিয়ার 'সফরনামা'
জয় উদযাপন করলেন রোহিত শর্মা
টিম ইন্ডিয়াকে সাপোর্ট করার জন্য ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গিয়েছিলেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার জয় তিনিও উদযাপন করেন এবং যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি বছরই টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা। সম্প্রতি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের ঠিক আগেই ৫০ ওভারের ফরম্য়াাট থেকে কেড়ে নেওয়া হয় অধিনায়কত্ব। যদিও এই সিরিজে রোহিতই সর্বাধিক রান করেছিলেন।
দেখে নিন, রোহিত শর্মার ভাইরাল প্রতিক্রিয়া
We live for this moment,
— Sohamdave (@sohamdave45) November 2, 2025
we live to see Rohit Sharma. 💙🥹🇮🇳pic.twitter.com/N5roDeFFjp
বিরাট কোহলিও করলেন আবেগঘন পোস্ট
টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের পর শুভেচ্ছা জানালেন দেশের তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। তিনি লিখেছেন, ভারতীয় মহিলা ক্রিকেটাররা এক নয়া ইতিহাস রচনা করেছে। একজন ভারতীয় হিসেবে এত বছরের পরিশ্রম অবশেষে সাফল্যের মুখ দেখতে পেয়েছে। আর এটা দেখেই আমি অত্যন্ত গর্বিত। প্রত্যেক ক্রিকেটারের পারফরম্য়ান্স যথেষ্ট প্রশংসনীয়। এই ঐতিহাসিক সাফল্য অর্জনের জন্য হরমন এবং গোটা দলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই টিম ম্য়ানেজমেন্টকেও। কারণ তাঁরা পর্দার পিছনে থেকে নিজেদের দায়িত্ব পালন করে গিয়েছেন। শাবাশ ভারত। এই আনন্দের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করো। আমাদের দেশের মহিলা ক্রিকেটারদের এই সাফল্য আগামী প্রজন্মকে অবশ্যই অনুপ্রাণিত করবে। ক্রিকেট খেলার প্রতি আরও বেশি করে আকর্ষিত করবে। জয় হিন্দ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us