ক্যাপ্টেন বিরাটের ব্যাটে ডাবল সেঞ্চুরি মাতিয়ে দিয়েছিল পুণে। ধোনির শহরে এবার হিটম্যাটের ব্যাটে দ্বিশতরান। প্রথম দিনেই তিন অঙ্কের রানে পৌঁছে গিয়েছিলেন রোহিত। দ্বিতীয় দিনে পূর্ণ করে ফেললেন দ্বিশতরান। ২৪৯ বলে রোহিত দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে গেলেন। কেরিয়ারে প্রথমবার। ওপেনার হিসেবে রোহিতই প্রথম ব্য়াটসম্যান যিনি একই টেস্ট সিরিজে দু-দু'বার ১৫০ প্লাস রান করলেন। সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বিশতরান রান করলেন মুম্বইকর।
মধ্যাহ্নভোজের আগে প্রতিবেদন লেখা পর্যন্ত রোহিতের ব্য়াটে ভর করে ভারত ইতিমধ্যেই ছয় উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৪০০ প্লাস রান তুলে ফেলেছে। ডাবল সেঞ্চুরি করার পরে বেশিক্ষণ টেকেননি রোহিত। রাবাদার বলে এনগিডির হাতে ক্যাচ তুলে ব্যক্তিগত ২১২ রানে বিদায় নিয়েছেন তিনি। ক্রিজে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন।
Brought up his 200 with a 6 ????????
Well Played @ImRo45 ???????? #INDvSA pic.twitter.com/umdDwTcN0A— Rohit Sharma Vidoes (@RohitsVideos) October 20, 2019
আরও পড়ুন IND vs SA: রোহিত-রাহানের দাপটে ভারত ২২৪/৩, খারাপ আলোয় আগেই দিন শেষ
যাইহোক, এদিন লুঙ্গি এনগিডির বলে ছক্কা হাকিয়ে ডাবল সেঞ্চুরিতে পৌঁছন তিনি। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়লেন তিনি। তাঁর ইনিংস সাজানো ২৮টি বাউন্ডারি এবং ছটা ছক্কায়। ঘটনাচক্রে, এই ইনিংসেই ডেন পিয়েতের বলে ওভার বাউন্ডারিতে হাকিয়ে ১০০ রান পূর্ণ করেছিলেন তিনি। দ্বিশতরান করার পরে আপাতত একগুচ্ছ রেকর্ডের অধিকারী হয়ে গিয়েছেন। ৩২ বছরের তারকা প্রথম ভারতীয় ব্য়াটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ৫০০ প্লাস রান করে ফেললেন এদিন। এর আগে এই তালিকার শীর্ষে ছিলেন স্বয়ং মহম্মদ আজাহারউদ্দিন। ১৯৯৬-৯৭ সিরিজে ৩৮৮ রান করেছিলেন তিনি।
100 ✔
150 ✔
200 ✔@ImRo45 you beauty ???? pic.twitter.com/FDMXsjlwcr— BCCI (@BCCI) October 20, 2019
Take a bow, HITMAN ????????
An absolutely sensational innings from @ImRo45 as he brings up his double ton here in Ranchi. pic.twitter.com/zqLCCfQzqX
— BCCI (@BCCI) October 20, 2019
আরও পড়ুন টেস্ট কেরিয়ারে হাফ ডজন সেঞ্চুরি রোহিতের, গাভাস্করের পর দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসাবে অনন্য় নজির
রোহিত শর্মা অজিঙ্কা রাহানের সঙ্গে পার্টনারশিপে ২৬৭ রান যোগ করে দলকে প্রাথমিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চম উইকেটে এটাই ভারতীয় সর্বোচ্চ রানের পার্টনারশিপ। সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটি পঞ্চম সর্বোচ্চ রানের জুড়ি। রাহানে নিজেও পরে ১১৫ রান করে আউট হয়ে যান। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিত শর্মা আগেই সর্বোচ্চ রানের মালিক হওয়ার দৌঁড়ে শীর্ষে রয়েছেন। একটি টেস্ট সিরিজে সর্বাধিক ছক্কা মারার নিরিখে রোহিত পেরিয়ে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ারকেও।
ভারত বর্তমানে ছয় উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে ৪১৭ রান। লিন্ডের বলে বোল্ড হয়ে সদ্য আউট হয়েছেন ঋদ্ধিমান সাহা। জাদেজা ৩২ রানে ক্রিজে ব্যাটিং করছেন।
Read the full article in ENGLISH