Advertisment

ছয়ের রাজা রোহিত শর্মা, বলছে পরিসংখ্য়ান

বিষ্য়ুদবার রাজকোট দেখেছে 'ওয়ান ম্য়ান শো'। রোহিত শর্মার একক দক্ষতায় ভারত হেসেখেলে বাংলাদেশের বিরুদ্ধে আট উইকেটে জিতে সিরিজে সমতায় ফিরিয়ে আনে।

author-image
IE Bangla Web Desk
New Update
Rohit Sharma: The ‘King of Sixes’

ছয়ের রাজা রোহিত শর্মা, বলছে পরিসংখ্য়ান (ছবি-বিসিসিআইয়ের টুইটার থেকে)

বিষ্য়ুদবার রাজকোট দেখেছে 'ওয়ান ম্য়ান শো'। রোহিত শর্মার একক দক্ষতায় ভারত হেসেখেলে বাংলাদেশের বিরুদ্ধে আট উইকেটে জিতে সিরিজে সমতায় ফিরিয়ে আনে। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচটিকে স্মরণীয় করে রাখেন হিটম্য়ান।

Advertisment

বাংলাদেশের ১৫৩ রান তাড়া করতে নেমে আগুনে মেজাজে ব্য়াটিং করেন রোহিত। ৪৩ বলের ইনিংসে ৬টি চার ও ৬টি ছয়ের সৌজন্যে রোহিত করেন ৮৫। রোহিতের ওপেনিং পার্টনার শিখর ধাওয়ান করেন ২৭ বলে ৩১। প্রথম উইকেটেই ভারতকে জয়ের রাস্তায় নিয়ে যান রোহিত। তাঁদের ব্য়াটে ১১৮ রান ওঠে স্কোরবোর্ড। রোহিত এদিন ছ'টি ছক্কা হাঁকিয়ে প্রমাণ করে দিলেন যে, বাইশ গজে ছয়ের রাজা তিনি। ছক্কার একাধিক রেকর্ডে লেখালেন নিজের নাম।

আরও পড়ুন- রাজকোটে সাইক্লোন রোহিত, সিরিজে সমতায় ফিরল ভারত

একক ক্য়ালেন্ডার বর্ষে সর্বাধিক ৬

৬৬-রোহিত শর্মা (২০১৯)

৭৪- রোহিত শর্মা (২০১৮)

৬৫-রোহিত শর্মা (২০১৭)

৬৩- এবি ডিভিলিয়ার্স (২০১৫)

৫৯- ক্রিস গেইল (২০১২)

টি-২০ ফর্ম্য়াটে সর্বাধিক ছক্কা হাঁকানো ভারতীয়

রোহিত শর্মা-৩৪৪

সুরেশ রায়না-৩১১

এমএস ধোনি-২৯৫

অধিনায়ক হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্য়াচে সর্বাধিক ছয়

৩৭- রোহিত শর্মা (১৭ ইনিংস)

৩৪- এমএস ধোনি (৬২ ইনিংস)

২৬- বিরাট কোহলি (২৬ ইনিংস)

আরও পড়ুন- সিধুর রেকর্ড ভাঙলেন রোহিত, দেশের হয়ে একক টেস্টে সর্বোচ্চ ছক্কা হিটম্য়ানের

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছয়ের মালিক

ক্রিস গেইল- ৫৩০ ইনিংসে ৫৩৪টি ছয়

শহিদ আফ্রিদি- ৫০৮ ইনিংসে ৪৭৬টি ছয়

রোহিত শর্মা- ৩৫৪ ইনিংসে ৩৯৮টি ছয়

ব্রেন্ডন ম্য়াকালাম- ৪৭৪ ইনিংসে ৩৯৮টি ছয়

Rohit Sharma
Advertisment