/indian-express-bangla/media/media_files/2025/05/14/ybwaH803iL80OMtMyCFs.jpg)
Rohit Sharma meets Devendra Fadnavis: রোহিত শর্মা কি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন?
Rohit Sharma political entry: T20 ফর্ম্যাটের পর সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন ভারতের ক্রিকেটার রোহিত শর্মা। এবার ফের শিরোনামে রোহিত শর্মা। অবসরের কয়েকদিন পরই তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে দেখা করতে পৌঁছে যান মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ‘বর্ষা’য়। এই সাক্ষাতের পর থেকেই জল্পনার পারদ চড়েছে। অনেকেই অনুমান করছেন, রোহিত শর্মা কি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন?
শুরু হয়েছে জল্পনা-কল্পনা
আসলে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দেওয়ার উদাহরণ নতুন কিছু নয়। মহম্মদ আজহারউদ্দিন, বিনোদ কাম্বলি থেকে শুরু করে নবজ্যোত সিং সিধুর মতো অনেক প্রাক্তন ক্রিকেটারই তাঁদের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন রাজনীতির ময়দানে।
আরও পড়ুন অবসর নিয়ে একাধিক বিতর্ক, দেশের হয়ে ফের কবে খেলবেন রোহিত শর্মা?
ফড়নবিস নিজেই শেয়ার করলেন ছবি
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস নিজেই তাঁদের সাক্ষাতের ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মাকে আমার সরকারি বাসভবনে স্বাগত জানাতে পেরে আপ্লুত। ওঁর সঙ্গে কথা বলে দারুণ লেগেছে। আমি ওঁকে টেস্ট ক্রিকেট থেকে অবসরের জন্য শুভেচ্ছা জানিয়েছি এবং ভবিষ্যতের নতুন যাত্রার জন্য শুভকামনা জানাই।”
It was great to welcome, meet and interact with Indian cricketer Rohit Sharma at my official residence Varsha. I extended my best wishes to him on his retirement from Test cricket and for continued success in the next chapter of his journey!@ImRo45#Maharashtra#Mumbai… pic.twitter.com/G0pdzj6gQy
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) May 13, 2025
৭ মে টেস্ট থেকে অবসর
রোহিত শর্মা গত ৭ মে আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন, যার ফলে তাঁর টেস্ট ভবিষ্যৎ নিয়ে চলা সমস্ত জল্পনার অবসান ঘটে। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার কেরিয়ারের দ্বিতীয় পর্যায়ে ভারতের অন্যতম সফল টেস্ট ব্যাটার হয়ে উঠেছিলেন।
আরও পড়ুননা রোহিত, না বিরাট! বিদায়ী ম্য়াচের সামান্য সম্মানও প্রাপ্য ছিল না কিংবদন্তীদের?
এমন ছিল রোহিতের টেস্ট কেরিয়ার
রোহিত শর্মা ৬৭টি টেস্ট ম্যাচে ১২টি শতরান ও ১৮টি অর্ধশতরানের সাহায্যে ৪০.৫৭ গড় নিয়ে মোট ৪৩০১ রান করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তিনি ভারতের অধিনায়ক ছিলেন। এছাড়াও ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর সিরিজে অধিনায়ক হিসেবে তাঁর পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। এখন ইংল্যান্ড সফরের আগে ভারতীয় টেস্ট দলের জন্য একজন নতুন অধিনায়ক খুঁজছে BCCI।