/indian-express-bangla/media/media_files/2025/05/13/YN7AAX1KYYjVjTdh2mrI.jpg)
ভারতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা
Rohit Sharma Newxt ODI Match: রোহিত শর্মাকে আবারও কবে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জার্সিতে দেখতে পাওয়া যাবে? এই প্রশ্নটা আপাতত ভারতীয় ক্রিকেট সমর্থকদের মাথায় ঘুরপাক খাচ্ছে। গত বছরই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা। গত ৭ মে টেস্ট ক্রিকেট থেকেও তিনি অবসর গ্রহণ করেছেন। একমাত্র ওয়ানডে ফরম্য়াট ছাড়া ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে আর রোহিত শর্মাকে দেখতে পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেট সিরিজ খেলতে পারেন হিটম্য়ান। এই সিরিজে দুই দলের মধ্যে তিনটে ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হবে। আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হবে এই সিরিজ।
টিম ইন্ডিয়ার হয়ে রোহিত শর্মার পরবর্তী ম্যাচ
তবে তার আগে, আগামী অগাস্ট মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। ভারত এবং বাংলাদেশের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন হওয়ার কথা। কিন্তু বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড এই সফর বাতিল করতে পারে। যদি একান্তই বাংলাদেশ সিরিজ বাতিল হয়ে যায়, তাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মাকে নিশ্চিতভাবে দেখতে পাওয়া যাবে। এই সিরিজটা ভারতীয় ক্রিকেট দলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ এই সিরিজের হাত ধরেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে রোহিতের অভিজ্ঞতাকে অবশ্যই কাজে লাগাতে চাইবে ভারত।
একথা নিঃসন্দেহে বলা যেতে পারে যে ভারতীয় ওয়ানডে ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেন রোহিত শর্মা। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ জয় করেছিল। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ক্ষেত্রেও তাঁর অবদান ছিল অনস্বীকার্য। রোহিতের নেতৃত্বগুণ এবং ব্যাটিং দক্ষতাই তাঁকে ভারতীয় ক্রিকেট দলে অমূল্য সম্পদ করে তুলেছে। আগামী অক্টোবর মাসে তাঁর প্রত্যাবর্তনের দিকে সকলেই তাকিয়ে থাকবেন।
এই অস্ট্রেলিয়া সিরিজের পর বিসিসিআই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করবে। এই সিরিজটা আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে। এই ম্য়াচগুলো রোহিতকে তাঁর ব্যাটিং পারফরম্য়ান্স আরও শানিত করতে সাহায্য করবে। আগামী আইসিসি ইভেন্টে রোহিতকে আবারও বিধ্বংসী মেজাজে দেখা যেতে পারে।