Virat and Rohit ODI Retirement: বিরাট-রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল BCCI, শুনলে চমকে উঠবেন

Virat and Rohit: ভারতের হয়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার ওয়ানডে ম্য়াচ খেলতে নেমেছিলেন। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এই টুর্নামেন্টের খেতাব জয় করেছিল।

Virat and Rohit: ভারতের হয়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার ওয়ানডে ম্য়াচ খেলতে নেমেছিলেন। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এই টুর্নামেন্টের খেতাব জয় করেছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit and Virat

রোহিত শর্মা এবং বিরাট কোহলি

Indian Cricket Team: রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) দুজনেই টেস্ট এবং টি-২০ ফরম্য়াট থেকে অবসর গ্রহণ করে ফেলেছে। সম্প্রতি ভারতের ইংল্যান্ড সফরের আগে দুজনেই টেস্ট ফরম্য়াট থেকে অবসর গ্রহণ করে সবইকে চমকে দিয়েছিলেন। যদিও রোহিত এবং বিরাট টিম ইন্ডিয়ার হয়ে এখনও পর্যন্ত ওয়ানডে ক্রিকেট খেলে যাচ্ছেন। কিন্তু, দুজনেরই ক্রমশ বয়স বাড়ছে। এই পরিস্থিতিতে চারদিকে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে বিসিসিআই-এর একটি সূত্র বড়সড় আপডেট দিয়েছে।

Advertisment

Virat Kohli and Rohit Sharma: ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনাতেই নেই রোহিত-বিরাট! তবে শর্ত একটাই...

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে নজর

Advertisment

চলতি অগাস্ট মাসে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ওয়ানডে সিরিজ আয়োজন হওয়ার কথা ছিল। শোনা যাচ্ছিল, রোহিত এবং বিরাট এই সিরিজে খেলতে নামবেন। কিন্তু, এই সিরিজ আপাতত বাতিল করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ভারত আগামী ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অক্টোবর মাসে খেলবে। অন্যদিকে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে হতে বিরাট কোহলির বয়স দাঁড়াবে ৩৯ বছর। অন্যদিকে, রোহিত শর্মা ৪০ বছর বয়সে পা রাখবেন। এই পরিস্থিতিতে দুজনের বয়সই আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

Rohit Sharma Captain: ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিতই অধিনায়ক? ICC-র পোস্টার ঘিরে বাড়ছে জল্পনা

সংবাদ সংস্থা PTI-কে বিসিসিআই-এর একটি সূত্র জানিয়েছেন, আশা করছি যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই এই ব্যাপারটা নিয়ে ভাবনাচিন্তা করছেন। তাঁরা হয়ত বোর্ডের সঙ্গে আলোচনাও করবেন। ঠিক যেমনটা ইংল্যান্ড সফরের আগে করেছিলেন। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলের দৃষ্টিভঙ্গি থেকে এখন যাবতীয় ফোকাস টি-২০ বিশ্বকাপের উপরই রাখা হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। আইসিসি-র এই টুর্নামেন্টের আগে যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করতে হবে। তবে আপাতত এশিয়া কাপে সর্বশ্রেষ্ঠ দল পাঠানোই আমাদের একমাত্র লক্ষ্য। আশা করা যায়, এই টুর্নামেন্টে প্রত্যেকটা ক্রিকেটার ফিট থাকবেন।

Labubu Doll Rohit Sharma: 'ভুতুড়ে পুতুল কিনে দাও...', মেয়ের আজব বায়না কীভাবে সামলালেন রোহিত?

শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ২ ক্রিকেটারকে দেখা গিয়েছিল

ভারতের হয়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার ওয়ানডে ম্য়াচ খেলতে নেমেছিলেন। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এই টুর্নামেন্টের খেতাব জয় করেছিল। পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি শতরানও করেছিলেন। এরপর এই ২ ক্রিকেটার ২০২৫ আইপিএল টুর্নামেন্টে নিজের নিজের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন। আইপিএল টুর্নামেন্টের পর দুজনকে আর ক্রিকেট মাঠে দেখা যায়নি।

Virat Kohli Rohit Sharma Indian Cricket Team