/indian-express-bangla/media/media_files/2025/10/08/rohit-sharma-5-2025-10-08-03-53-09.jpg)
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা
Rohit Sharma: অস্ট্রেলিয়া সফরের জন্য় ইতিমধ্যে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) স্কোয়াড ঘোষণা করা হয়ে গিয়েছে। এই সফরে একদিনের ক্রিকেটে রোহিত শর্মা আর টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন না। তাঁর হাত থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে। টিম ইন্ডিয়াকে ২ আইসিসি ট্রফি জেতানোর পরও তাঁর সঙ্গে এমন ব্যবহার করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে এহেন ব্যবহার করা হয়েছে। অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। অজিত আগরকরের নেতৃত্বে নির্বাচক কমিটি এমন সিদ্ধান্ত গ্রহণ করার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রোহিত শর্মা। পাশাপাশি অধিনায়কত্ব হারানোর পর এই প্রথমবার তিনি কোনও স্টেটমেন্ট দিলেন।
Rohit Sharma Big News: ক্যাপ্টেন্সি হারিয়েছেন আগেই, এবার রোহিতের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ!
অস্ট্রেলিয়া সফর নিয়ে কী বললেন রোহিত শর্মা?
গতবার ভারতীয় ক্রিকেট দল যখন ওয়ানডে ক্রিকেট খেলতে নেমেছিল, সেইসময় টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। তার থেকেও বড় কথা, রোহিতের নেতৃত্বে ভারত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছিল। এরপর অস্ট্রেলিয়া সফরের আগে রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল। অধিনায়কত্ব হাতছাড়া হওয়ার পর রোহিত মঙ্গলবার (৭ অক্টোবর) একটি অ্যাওয়ার্ড ফাংশনে এসেছিলেন। সেখানে আসন্ন অস্ট্রেলিয়া সফর সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হয়। জবাবে রোহিত বললেন, 'আমি অস্ট্রেলিয়ায় যেতে এবং ওদের বিরুদ্ধে খেলতে খুব ভালবাসি। অস্ট্রেলিয়ার মানুষজনও ক্রিকেট খেলাটাকে যথেষ্ট উপভোগ করেন।' উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হিটম্য়ানের রেকর্ড সত্যিই খুব ভাল।
Rohit Sharma News Update: রোহিত শর্মাকে নিয়ে বড় খবর, টিম ইন্ডিয়ায় রাজনীতির শিকার 'হিটম্য়ান'?
সম্মান দেওয়া হল রোহিত শর্মা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কারণে টিম ইন্ডিয়াকে সম্মানিত করতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকার এই পুরস্কার রোহিত শর্মার হাতে তুলে দেন। গত কয়েকমাসে রোহিত শর্মা নিজের ফিটনেসের উপর যথেষ্ট পরিশ্রম করেছেন। আগের তুলনায় তাঁর ওজনও অনেকটাই কমে গিয়েছে। সেন্টার অফ এক্সিলেন্সে রোহিত অনেকটাই সময় কাটান। দীর্ঘ উচ্চতাবিশিষ্ট পেস বোলারদের সঙ্গে তিনি অনেকটাই সময় কাটান। যদি রোহিতকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলতে হয়, তাহলে ব্যাটে রানের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।