/indian-express-bangla/media/media_files/2025/10/05/rohit-sharma-3-2025-10-05-13-02-24.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা
Rohit Sharma: চলতি মাসেই অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেকারণে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট স্কোয়াড (Indian Cricket Team) ঘোষণা করেছে বিসিসিআই। টি-২০ ক্রিকেট দলের ব্যাটন সূর্যকুমার যাদবের হাতে থাকলেও, ওয়ানডে ক্রিকেটের নেতৃত্ব রোহিত শর্মার থেকে কার্যত কেড়ে নেওয়া হল। এবার থেকে একদিনের ক্রিকেটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন শুভমান গিল (Shubman Gill)। তবে রোহিতের সঙ্গে এমন 'আচরণ' একেবারেই মেনে নিতে পারেননি ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ (Mohammed Kaif)। এমন সিদ্ধান্তের পর তিনি কার্যত হতাশায় ভেঙে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন নিজের মনের কথা।
রোহিত শর্মার থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়ায় হতাশ মহম্মদ কাইফ
রোহিত শর্মার জায়গায় শুভমান গিলকে অধিনায়ক হিসেবে নির্বাচন করতেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন। অন্যদিকে, BCCI-এর এই সিদ্ধান্তে রীতিমতো হতাশা জাহির করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছেন, 'ভারতীয় ক্রিকেটকে ১৬ বছর দিয়েছেন রোহিত শর্মা। আর আমরা তাঁকে আর একটা বছর সময় দিতে পারলাম না? অধিনায়ক হিসেবে রোহিত ১৬ আইসিসি ইভেন্টে মোট ১৫ ম্য়াচ জয় করেছেন। একমাত্র ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালেই পরাস্ত হয়েছিলেন তিনি। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রোহিতের কেরিয়ারে শেষ ম্য়াচ ছিল। ফাইনালে ওঁকেই প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচন করা হয়। এমনকী, ট্রফিও জিতেছিলেন তিনি।'
Rohit Sharma ODI Captain: বড়সড় ধাক্কা খেলেন রোহিত শর্মা, কেড়ে নেওয়া হল ওয়ানডে ক্যাপ্টেন্সি
সঙ্গে কাইফ আরও যোগ করেছেন, 'যে অধিনায়ক গত ৮ মাসের মধ্যে আমাদের জোড়া আইসিসি ট্রফি দিয়েছে, এবার তাঁর সিংহাসনেই বসতে চলেছেন শুভমান গিল। শুভমানের বয়স কম। ভাল অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করতেই পারেন। কিন্তু, প্রত্যেকটা ব্যাপারে এত তাড়াহুড়ো করাও ঠিক নয়। গিলেরও সময় আসবে। কিন্তু, আপাতত সময়টা রোহিত শর্মার ছিল। আরও একটা বছর ওঁকে দেওয়াই যেত।'
Rohit Sharma ODI Captaincy: রোহিত শর্মাকে নিয়ে চরম দুঃসংবাদ! ওয়ানডে সিরিজের আগে অধিনায়কত্বে কোপ?
২০২৪ বিশ্বকাপের পর টি-২০ ক্রিকেট থেকে অবসর
রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল ২০২৪ টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছিল। কিন্তু, এরপর তিনি নিজেই দেশের তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন। অন্যদিকে, বর্ডার-গাভাসকার ট্রফিতে খুব একটা ভাল পারফরম্য়ান্স করতে পারেননি রোহিত শর্মা। এরপর টেস্ট ক্রিকেট থেকেও তিনি অবসর গ্রহণ করেন। টেস্ট ক্রিকেটেও রোহিত শর্মার পর অধিনায়কত্ব শুভমান গিলের হাতে তুলে দেওয়া হয়েছে।