Rohit Sharma Big News: ক্যাপ্টেন্সি হারিয়েছেন আগেই, এবার রোহিতের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ!

Rohit Sharma Captaincy: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মা এবং বিরাট কোহলি কেমন পারফরম্য়ান্স করেন, সেটা বিচার করেই আগামী সিরিজে তাঁদের নাকি সুযোগ দেওয়া হবে। খারাপ পারফরম্যান্স করলে বাদও পড়তে পারেন।

Rohit Sharma Captaincy: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মা এবং বিরাট কোহলি কেমন পারফরম্য়ান্স করেন, সেটা বিচার করেই আগামী সিরিজে তাঁদের নাকি সুযোগ দেওয়া হবে। খারাপ পারফরম্যান্স করলে বাদও পড়তে পারেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma (4)

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা

Rohit Sharma: শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলছে। এরপর টিম ইন্ডিয়া সাদা বলের ফরম্য়াটে সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়া (India vs Australia) সফরে যাবে। এই সফরের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে। এই সিরিজে ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কত্ব শুভমান গিলের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে, টি-২০ ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি রোহিত শর্মার হাত থেকে কেন যে ওয়ানডে ক্যাপ্টেন্সি কেড়ে নিল, সেটাই কারোর বোধগম্য হচ্ছে না। সম্প্রতি একটি রিপোর্টে তো রোহিতের অধিনায়কত্ব নিয়ে আবার চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে। বলা হচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে রোহিত নাকি দলের বাকি সদস্যদের কথায় কর্ণপাত করতেন না। যেহেতু রোহিত বর্তমানে একটাই ফরম্য়াটে ক্রিকেট খেলেন, সেক্ষেত্রে দলের সংস্কৃতি খারাপ হতে পারে। আর সেকারণেই তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

Advertisment

Rohit Sharma News Update: রোহিত শর্মাকে নিয়ে বড় খবর, টিম ইন্ডিয়ায় রাজনীতির শিকার 'হিটম্য়ান'?

পারফরম্য়ান্স করতে না পারলেই 'বাদ'?

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছর রোহিত এবং বিরাট চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। আর সেকারণেই আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তাঁর নাম নির্বাচন করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁরা কেমন পারফরম্য়ান্স করেন, সেটা বিচার করেই আগামী সিরিজে তাঁদের নাকি সুযোগ দেওয়া হবে। খারাপ পারফরম্যান্স করলে বাদও পড়তে পারেন। 

Advertisment

Rohit Sharma ODI Captain: বড়সড় ধাক্কা খেলেন রোহিত শর্মা, কেড়ে নেওয়া হল ওয়ানডে ক্যাপ্টেন্সি

রোহিতের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার ব্যাপারে ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচক অজিত আগরকর আগেই জানিয়েছেন, তিনটে আলাদা ফরম্য়াটে তিনজন অধিনায়ক রাখা একেবারেই সম্ভব নয়। সেকারণেই শুভমানের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে। ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, 'গম্ভীর এবং আগরকর দুজনেই এই ব্যাপারে সহমত পোষন করেছেন, রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি কেউই আগামী ২ বছর পর নিজেদের সর্বোচ্চ ফর্ম ধরে রাখতে পারবেন না। আপাতত দুজনের বয়সই ৪০-এর দোরগোড়ায় পৌঁছে যাবে। সেক্ষেত্রে ফর্ম যে খারাপ হবে, সেটাই স্বাভাবিক। সেক্ষেত্রে দলের অধিনায়কত্বে প্রভাব পড়তে পারে। পাশাপাশি দুজনেই ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার কয়েকদিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন। এটাও একটা কারণ হতে পারে।'

Rohit Sharma ODI Captaincy: রোহিত শর্মাকে নিয়ে চরম দুঃসংবাদ! ওয়ানডে সিরিজের আগে অধিনায়কত্বে কোপ?

গম্ভীরের সিদ্ধান্তেই ক্যাপ্টেন্সির হাত-বদল?

বিসিসিআই আপাতত শুভমানকেই তিনটে ফরম্য়াটের অধিনায়ক হিসেবে দেখতে চাইছে। এই পরিস্থিতিতে রোহিত শর্মা যদিও ওয়ানডে অধিনায়ক হিসেবে থাকেন, তাহলে দলের মধ্যে একটা ফাটল দেখা যেতে পারে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, 'রোহিতের মতো একজন সিনিয়র ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে রেখে দেওয়ার অর্থ হল, ড্রেসিংরুমে ও নিজের কর্তৃত্ব ফলানোর চেষ্টা করবে। কিন্তু, বর্তমানে রোহিত শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটই খেলছে। বর্তমানে গোটা ক্রিকেট বিশ্বে এই ফরম্য়াটে সবথেকে কম ক্রিকেট খেলা হয়। সেক্ষেত্রে রোহিতের সিদ্ধান্ত দলের সংস্কৃতিতে প্রভাব ফেলতে পারে। ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রথম ৬ মাস গম্ভীর ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে যথেষ্ট ব্যাকসিটে ছিলেন। কিন্তু, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয়ের পর তিনি অধিনায়ক বদলের কথা চিন্তাভাবনা করেন।'

Indian Cricket Team India vs Australia Shubman Gill Rohit Sharma