/indian-express-bangla/media/media_files/2025/05/09/q13RjhWbajvUzlOqgp69.jpg)
টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন রোহিত শর্মা
Rohit Sharma Debut Test: টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসর একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে এই ব্যাপারে কোনও চাপ দেওয়া হয়নি। বৃহস্পতিবার অন্তত এমনটাই জানালেন বিসিসিআই (BCCI) ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। আগামী ২০ জুন থেকে ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। এই সফরের আগে রোহিত শর্মার এমন চাঞ্চল্যকর সিদ্ধান্ত গোটা দেশকেই স্তম্ভিত করেছে।
একটি সংবাদ সংস্থাকে রাজীব শুক্লা বললেন, 'টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসর প্রসঙ্গে আমি একটাই কথা বলতে পারি যে এটা একেবারেই ওর ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। আমরা কখনই কোনও ক্রিকেটারকে অবসর নেওয়ার জন্য চাপ দিই না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এটাই নীতি। এমনকী, অবসর গ্রহণের প্রস্তাবও দিই না। আসলে, এই ব্যাপারে আমরা কখনই কোনও ক্রিকেটারের সঙ্গে আলোচনা করি না।'
সাদা বলে রোহিত শর্মা যে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম শক্তিশালী স্তম্ভ, তা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। তবে একথাও সত্যি যে কেরিয়ারের ৬৭ টেস্ট ম্য়াচে তিনি সেই দাপট দেখাতে পারেননি। যদিও টেস্ট ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য।
রাজীব শুক্লা আরও বললেন, 'ওর প্রশংসা যতই করি না কেন, সেটা কম বলেই মনে হবে। রোহিত একজন অসাধারণ ব্যাটার। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাাপার হল, ও এখনও পর্যন্ত ক্রিকেটকে বিদায় জানায়নি। অন্তত ওয়ানডে ফরম্য়াটে ওকে খেলতে দেখা যাবে। ফলে ওর অভিজ্ঞতা এবং প্রতিভা থেকে আশা করছি, আমরা আরও অ্যাডভান্টেজ গ্রহণ করতে পারব।'
Rohit Sharma Retirement: অস্ট্রেলিয়াই খেয়ে নিল কেরিয়ার! দ্রাবিড়-লক্ষ্মণদের মতোই হাল হল রোহিতের?
টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা অবসর গ্রহণ করার পর থেকে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার আগামী অধিনায়ক কে হবেন? জল্পনায় মোটামুটিভাবে তিনটে নাম ভেসে উঠছে - জসপ্রীত বুমরাহ, কেএল রাহুল এবং শুভমান গিল।
Rohit Sharma Test career: রোহিত শর্মার টেস্ট কেরিয়ারের ৫টি স্মরণীয় ইনিংস, দেখুন তো মনে আছে কি না?
এই প্রসঙ্গে রাজীব শুক্লা বললেন, 'এই ব্যাপারে কোনও জল্পনা করারই দরকার নেই। কারণ নির্বাচকরা যাঁকে সঠিক বলে মনে করবেন, তাঁর হাতেই এই দায়িত্ব তুলে দেওয়া হবে। নির্দিষ্ট সময়েই জানিয়ে দেওয়া হবে যে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের আগামী অধিনায়ক কে হবেন? এটা সম্পূর্ণভাবে নির্বাচকদের সিদ্ধান্তই হবে।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০০৭ সালে রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করেছিলেন। কিন্তু, ৬ বছর পর অর্থাৎ ২০১৩ সালে তিনি টেস্ট ক্যাপ পেয়েছিলেন। রোহিতের ডেবিউ টেস্ট ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজন করা হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্য়াচে তিনি ১৭৭ রানের একটি স্মরণীয় ইনিংস খেলেছিলেন। উল্লেখ্য, রোহিতের ব্যাট থেকে বেরিয়ে এসেছে মোট ৪,৩০১ রান। গড় ৪০.৫৭। এরমধ্যে ১২ শতরান এবং ১৮ হাফসেঞ্চুরি রয়েছে।