IND vs ENG Weather Update: বৃষ্টিতে ধুয়ে যাবে এজবাস্টন জয়ের স্বপ্ন? কী বলছে ওয়েদার আপডেট?

India vs England Weather: এজবাস্টন জয়ের পথে বৃষ্টিই কি কাঁটা হয়ে দাঁড়াবে ভারতীয় ক্রিকেট দলের সামনে? এমন প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে উঁকি দিতে শুরু করেছে।

India vs England Weather: এজবাস্টন জয়ের পথে বৃষ্টিই কি কাঁটা হয়ে দাঁড়াবে ভারতীয় ক্রিকেট দলের সামনে? এমন প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে উঁকি দিতে শুরু করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Edgbaston weather July 6

এজবাস্টনে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা

IND vs ENG 2nd Test Match: শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) এক নয়া ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। আজ পর্যন্ত টিম ইন্ডিয়া কোনওদিন এজবাস্টনে টেস্ট ম্য়াচ জিততে পারেনি। তবে এবারের ছবিটা একেবারে আলাদা। আর ৭ উইকেট শিকার করতে পারলেই রেকর্ডবুকে নাম লেখাবে গিল অ্য়ান্ড কোম্পানি। রবিবার (৬ জুলাই) বার্মিংহাম টেস্ট ম্য়াচ অন্তিম দিনে পা রেখেছে। ইংল্যান্ড যে বেশ খানিকটা ব্যাকফুটে রয়েছে, তা বলা যেতেই পারে। কারণ, ব্রিটিশদের এই ম্য়াচ জিততে হলে ৭ উইকেটে ৫৩৬ রান করতে হবে।

Advertisment

অন্যদিকে, ভারতের জন্য এই ম্য়াচে সবকিছু পিকচার পারফেক্ট হয়েছে। দাপটের সঙ্গে তারা ব্যাট হাতে রান করেছে। ৪২৭ রানে যখন তারা দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করল, সেইসময় ইংল্যান্ডের থেকে ৬০৮ রানে এগিয়ে ছিল। চতুর্থ দিনের শেষবেলায় ইংল্যান্ডের টপ অর্ডার প্যাভিলিয়নে ফিরে গিয়েছে। রানের খাতা খুলতে পারেননি জ্যাক ক্রলি। অন্যদিকে, বেন ডাকেটও বেশিক্ষণ উইকেটে সময় কাটাতে পারেনি। তবে জো রুট ফিরতেই ইংল্যান্ড সবথেকে বড় ধাক্কা খায়। ভারতীয় বোলিং ডিপার্টমেন্টের হয়ে নজর কাড়লেন মহম্মদ সিরাজ এবং আকাশ দীপ।

IND vs ENG Match Report: দরকার আর ৭ উইকেট, বার্মিংহাম মিথ ভাঙতে চায় টিম ইন্ডিয়া

ব্যাট হাতে টিম ইন্ডিয়াকে জয়ের সরণীতে এগিয়ে দেন গিল। প্রথম ইনিংসে ২৬৯ করার পর দ্বিতীয় ইনিংসেও ১৬১ রানের ধামাকাদার ইনিংস উপহার দেন। এই ম্যাচে সিরাজ ৬ উইকেট শিকার করেছেন। অন্যদিকে, জসপ্রীত বুমরাহের পরিবর্তে আকাশ দীপকে কেন টিম ইন্ডিয়ায় সুযোগ দেওয়া হয়েছে, সেটাও তিনি প্রমাণ করেছেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট শিকার করে তিনি টিম ইন্ডিয়াকে এক্সট্রা অ্যাডভান্টেজ এনে দিয়েছেন।

Advertisment

Shubman Gill Century: শুভমানের সেঞ্চুরিতে 'বধ' ইংরেজরা, অনন্য রেকর্ড গড়লেন ক্যাপ্টেন গিল

এজবাস্টন টেস্টে ভারত আপাতত চালকের আসনে বসে রয়েছে। এই সিরিজে ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও, আশা করা হচ্ছে টিম ইন্ডিয়া হয়ত ১-১ ব্যবধানে সমতা ফেরাতে পারবে। কিন্তু, বাদ সাধছে বার্মিংহামের ওয়েদার। আশঙ্কা করা হচ্ছে, ম্য়াচের শেষদিন হয়ত বৃষ্টিপাত হতে পারে।

Rishabh Pant Dismissal: সেঞ্চুরি তো আসবে-যাবে! দলের স্বার্থেই আউট ঋষভ? ভাসছেন প্রশংসার বন্যায়

ভারত বনাম ইংল্যান্ড, এজবাস্টন টেস্ট: পঞ্চম দিনে বৃষ্টির আশঙ্কা

এজবাস্টনে বরুণদেবের আশীর্বাদ যে বর্ষিত হতে পারে, এমন আশঙ্কা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিবিসি এবং অ্যাকুওয়েদার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, পঞ্চম দিনের শুরুতেই বৃষ্টিপাত হতে পারে। স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ ৭৯ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সময় যত এগোবে, বৃষ্টির পরিমাণ ততই কমবে বলে জানা গিয়েছে। বেলা ১টা নাগাদ ২২ শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Indian Cricket Team Shubman Gill IND vs ENG 2nd Test Match