RJ Mahvash-Chahal: চাহালের এই গুণেই ফিদা, প্রেমের গুঞ্জনের মাঝেই খুল্লামখুল্লা বান্ধবী মহবশ

RJ Mahvash on Yuzvendra Chahal: যদিও মহবশ ও চাহাল একে অপরকে সবসময় স্রেফ ভাল বন্ধু বলেই পরিচয় দিয়ে এসেছেন, তবে আরজে মহবশ সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর বন্ধু চাহাল সম্পর্কে খোলাখুলি কথা বলেছেন।

RJ Mahvash on Yuzvendra Chahal: যদিও মহবশ ও চাহাল একে অপরকে সবসময় স্রেফ ভাল বন্ধু বলেই পরিচয় দিয়ে এসেছেন, তবে আরজে মহবশ সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর বন্ধু চাহাল সম্পর্কে খোলাখুলি কথা বলেছেন।

author-image
Subhamay Mandal
New Update
Yuzvendra Chahal and RJ Mahvash

যুজবেন্দ্র চাহাল এবং আরজে মহবশ

RJ Mahvash interview on Yuzvendra Chahal: RJ মহবশ এবং ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের মধ্যে প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলেছে। ফ্যান এবং মিডিয়া, দুই-ই এ নিয়ে বিস্তর চর্চায় মশগুল। যদিও মহবশ ও চাহাল একে অপরকে সবসময় স্রেফ ভাল বন্ধু বলেই পরিচয় দিয়ে এসেছেন, তবে আরজে মহবশ সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর বন্ধু চাহাল সম্পর্কে খোলাখুলি কথা বলেছেন।

Advertisment

সম্প্রতি ইনস্ট্যান্ট বলিউডের সঙ্গে এক সাক্ষাৎকারে মহবশ চাহালের ব্যক্তিত্ব নিয়ে কথা বলেন। যখন তাঁকে জিজ্ঞেস করা হয় যে তিনি চাহালের কোন গুণ নিজের মধ্যে নিতে চাইবেন, তখন তিনি না ভেবে সোজা বলেন, “ওর ভালবাসা আর বিনয়।” তিনি আরও বলেন, “চাহাল সত্যিই সবচেয়ে কেয়ারিং (যত্নশীল) মানুষদের একজন যাঁদের আপনি জীবনে কখনও পাবেন না। তিনি সবসময় নিজের কাছের মানুষদের পাশে থাকেন। আমি নিঃসন্দেহে তাঁর এই গুণটি নিতে চাইব।”

ম্যাচে চাহালকে উৎসাহ দেন মহবশ 

Advertisment

আগেও, পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে চাহালের দল জেতার পর মহবশ একটি আবেগঘন বার্তা পোস্ট করেছিলেন: “নিজের মানুষদের সব পরিস্থিতিতে সমর্থন করার জন্য এবং তাঁদের পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকার জন্য! আমরা সবাই তোমার পাশে আছি।” চাহালও তাতে উষ্ণ প্রতিক্রিয়া জানিয়ে লিখেছিলেন, “তোমরা আমার শক্তি! সবসময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।”

আরও পড়ুন চাহালের হ্যাটট্রিকে আনন্দে আত্মহারা, ভালবাসায় ভরিয়ে কী লিখলেন নতুন বান্ধবী?

চাহালের ডিভোর্সের পর থেকেই প্রেমের গুঞ্জন 

মহবশ ও চাহালের সম্পর্কের গুজব শুরু হয় ধনশ্রী ভার্মার সঙ্গে ডিভোর্সের পর থেকেই। চাহালকে তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকে মহবশের সঙ্গে একাধিকবার দেখা যায়। যদিও মহবশ শুরুতে এই সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন, তবে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল চলাকালীন দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকে এই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

আরও পড়ুন টিম বাসে কী করছে গার্লফ্রেন্ড? মাহভেশকে নিয়ে 'বাড়াবাড়ি' চাহালের! দেখুন VIDEO

এই সময়ে, মহবশ নিজের কেরিয়ারে একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। তিনি সম্প্রতি "প্যায়ার পয়সা প্রফিট" নামের একটি সিরিজ দিয়ে অভিনয়ে পা রেখেছেন, যা দুর্জয় দত্তের বেস্টসেলিং উপন্যাস ‘নাও দ্যাট ইউ আর রিচ… লেট’স ফল ইন লাভ’ অবলম্বনে তৈরি। এই শো-টি অ্যামাজন এমএক্স প্লেয়ারে স্ট্রিম হচ্ছে এবং এতে প্রধান ভূমিকায় রয়েছেন প্রতীক যাদব, মিহির আহুজা, নীল ভূপালম, নীতীশ শর্মা, শিবাঙ্গি খেড়কর এবং আকাশ রাঘব।

Yuzvendra Chahal RJ Mahvash