/indian-express-bangla/media/media_files/2025/04/18/1GdRpqN2YQXHH5RiHeF9.jpg)
Sachin Tendulkar: ব্ল্যাঙ্ক চেকের অফার পেয়েও প্রত্যাখ্যান করেন শচীন তেণ্ডুলকর
Sachin Tendulkar: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বিভিন্ন সময়ে এই খেলার একাধিক নিয়ম পরিবর্তন করে থাকে। লক্ষ্য একটাই। যাতে, এই খেলাকে আরও রোমাঞ্চকর করে তোলা যায়। এবার ভারতীয় 'ক্রিকেটের ঈশ্বর' তথা কিংবদন্তী ব্যাটার শচীন তেন্ডুলকর ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ নিয়ম বদলের দাবি তুললেন। রেডিটে ভারতীয় ক্রিকেট সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শচীন। এমন সময়ই মাস্টার ব্লাস্টার ক্রিকেটের একটি নিয়ম পরিবর্তন করার দাবি করেন।
Sachin Tendulkar: সব কাজ ফেলে ছুটে গেলেন আমির, শচীনকে দেখে এ কী করল সবাই? VIDEO VIRAL
এই নিয়মের বদল চান শচীন তেন্ডুলকর
রেডিটে একজন ফ্যান শচীনকে প্রশ্ন করেন, 'আপনাকে যদি ক্রিকেটের কোনও একটা নিয়ম পরিবর্তন করতে বলা হয়, তাহলে কোন নিয়মটা পরিবর্তন করতে চাইবেন?' এই প্রশ্নের জবাব দিতে গিয়ে শচীন বললেন, 'আমি DRS নিয়মটা পরিবর্তন করতে চাই। কারণ ক্রিকেটাররা ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েই DRS-এর সাহায্য নেয় এবং তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্তটা পাঠায়। আমি মনে করি, তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত পাঠানোর রাস্তাটা একেবারে বন্ধ হওয়া উচিত। একজন ক্রিকেটারের খারাপ সময় আসতেই পাারে। তেমনই আম্পায়ারদেরও খারাপ সময় আসে। প্রযুক্তিগত সমস্যা থাকলে ভুলটা হতেই থাকবে।'
২০২০ সালেও এই একই দাবি তুলেছিলেন শচীন
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এটাই প্রথমবার নয় যখন DRS নিয়ে সওয়াল করলেন শচীন তেন্ডুলকর। ইতিপূর্বে, ২০২০ সালেও তিনি 'আম্পায়ার্স কল' বন্ধ করার দাবি তুলেছিলেন।
DRS and the Umpire's call, the talking points that unites and divides cricket fans worldwide.
— 100MB (@100MasterBlastr) October 28, 2023
Here's what @sachin_rt said earlier regarding the DRS rule.#SachinTendulkar#CricketTwitterpic.twitter.com/VQNpsPYmQ3
সেইসময় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার ব্রায়ান লারার সঙ্গে আলোচনা করতে গিয়ে শচীন বলেন, 'আমি এই ব্যাপারে একেবারেই সহমত নই। LBW আউটের ক্ষেত্রে যখন DRS নেওয়া হয়, সেক্ষেত্রে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলের জন্য বলের ৫০ শতাংশ স্টাম্পে লাগা উচিত। ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারে না বলেই ক্রিকেটাররা তৃতীয় আম্পায়ারের কাছে আবেদন করেন। এই পরিস্থিতিতে তৃতীয় আম্পায়ারের কাছে যখন সিদ্ধান্ত যায়, তখন টেকনোলজিকে নিজের কাজ করতে দেওয়া উচিত।'