Sachin Tendulkar: শেষপর্যন্ত ফাঁস শচীন-শিল্পার সম্পর্কের গোপন সত্য! ৩৪ বছর লুকিয়েও চাপা রইল না প্রেমকাহিনি!

Sachin Tendulkar-Shilpa Shirodkar Affair: মিডিয়া রিপোর্ট ও বিশ্বাসযোগ্য সূত্র অনুযায়ী, শচীন তেন্ডুলকরের নাম কখনওই শিল্পা শিরোদকরের সঙ্গে প্রকাশ্যে জড়ায়নি। এ ধরণের প্রেমের গুজব আসলে শুধুই জল্পনা।

Sachin Tendulkar-Shilpa Shirodkar Affair: মিডিয়া রিপোর্ট ও বিশ্বাসযোগ্য সূত্র অনুযায়ী, শচীন তেন্ডুলকরের নাম কখনওই শিল্পা শিরোদকরের সঙ্গে প্রকাশ্যে জড়ায়নি। এ ধরণের প্রেমের গুজব আসলে শুধুই জল্পনা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sachin-Shilpa Affair: সত্যি কি শচীনের সঙ্গে প্রেম হয়েছিল শিল্পার?

Sachin-Shilpa Affair: সত্যি কি শচীনের সঙ্গে প্রেম হয়েছিল শিল্পার?

Sachin Tendulkar and Shilpa Shirodkar Love affair: গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কিছু পুরনো ভিডিও ও পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে নয়ের দশকে ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও বলিউড অভিনেত্রী শিল্পা শিরোদকরের (Shilpa Shirodkar) মধ্যে প্রেমের সম্পর্ক ছিল (Viral Love Story)। প্রশ্ন উঠছে, আবারও কি সোশ্যাল মিডিয়ায় শচীন-শিল্পা সম্পর্কের গুঞ্জন জোরাল হয়ে উঠেছে?

Advertisment

আদৌ কি এই গুঞ্জনে সত্যতা আছে?

মিডিয়া রিপোর্ট ও বিশ্বাসযোগ্য সূত্র অনুযায়ী, শচীন তেন্ডুলকরের নাম কখনওই শিল্পা শিরোদকরের সঙ্গে প্রকাশ্যে জড়ায়নি। এ ধরণের প্রেমের গুজব আসলে শুধুই জল্পনা। একটি পুরনো সাক্ষাৎকারে (রেড এফএম-এ) শিল্পা বলেছিলেন, “১৯৯১ সালে ‘হম’ ছবির শুটিং চলাকালীন শচীনের সঙ্গে আমার দেখা হয়েছিল। শচীন তখন বান্দ্রা ইস্টে তাঁর তুতো ভাইয়ের সঙ্গে ক্রিকেট খেলতেন। তখনই জানা গিয়েছিল, তিনি অঞ্জলির সঙ্গে সম্পর্কে ছিলেন। যদিও ব্যাপারটা প্রকাশ্যে আসেনি। আমরা ছিলাম শুধুই বন্ধু। একজন অভিনেত্রী যদি এমন একজন ক্রিকেটারের সঙ্গে দেখা করেন, যিনি তখন থেকেই প্রচুর জনপ্রিয়, তাহলে লোকে কথা তো বলবেই। কিন্তু আমরা শুধুমাত্র একবারই দেখা করেছি।”

Advertisment

আরও পড়ুন গুলিবিদ্ধ হয়ে নিহত অভিনেত্রী! খবর রটতেই তুলকালাম, ভয়ঙ্কর কাণ্ড...

শচীনও দিয়েছিলেন প্রতিক্রিয়া

শচীন তেন্ডুলকর ১৯৯৫ সালে অঞ্জলি তেন্ডুলকরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একবার তাঁকে শিল্পা শিরোদকরকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ বলেন: “অনেকে বলতেন আমার আর শিল্পার মধ্যে প্রেম চলছে, অথচ আমরা একে অপরকে ভাল করে চিনতামই না।”

আরও পড়ুন তাচ্ছিল্য করা হত নায়িকাকে, উদ্ধার করেছিলেন বাংলার ছেলেই, শিল্পার জীবন বদলে দেন এই সুপারস্টার..

শিল্পার কেরিয়ার ও ব্যক্তিগত জীবন

শিল্পা শিরোদকর নয়ের দশকে 'কিষন কনহাইয়া', 'হম', ও 'আঁখে'-র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন। এরপর ২০০০ সালে তিনি ব্রিটিশ ব্যাঙ্কার অপরেশ রানেকে বিয়ে করেন এবং অভিনয় জগৎ থেকে সরে আসেন।

আরও পড়ুন ৫ বছর গোপন রাখেন প্রেমিকার কথা, বিয়ে করে বিশ্বকে চমকে দেন ক্রিকেট লেজেন্ড

Sachin Tendulkar Viral Love Story Shilpa Shirodkar