Sachin Tendulkar: পাকিস্তানের হয়ে টেস্ট ডেবিউ করেছিলেন শচীন, তারপর টিম ইন্ডিয়ায় এন্ট্রি! জেনে নিন ইনসাইড স্টোরি

Sachin Tendulkar Pakistan debut: ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে এবং টেস্ট ফরম্য়াটে ডেবিউ করেছিলেন শচীন তেন্ডুলকর। টেস্ট ডেবিউয়ে তিনি মাত্র ১৫ রান করেছিলেন। আর ওয়ানডে ডেবিউয়ে তো রানের খাতাই খুলতে পারেননি।

Sachin Tendulkar Pakistan debut: ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে এবং টেস্ট ফরম্য়াটে ডেবিউ করেছিলেন শচীন তেন্ডুলকর। টেস্ট ডেবিউয়ে তিনি মাত্র ১৫ রান করেছিলেন। আর ওয়ানডে ডেবিউয়ে তো রানের খাতাই খুলতে পারেননি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Sachin Tendulkar (2)

টেস্ট ডেবিউয়ের আগে পাকিস্তানের হয়ে মাঠে নেমেছিলেন শচীন

Sachin Tendulkar: ভারতীয় ক্রিকেটের গর্ব হলেন শচীন তেন্ডুলকর। সমর্থকরা তাঁকে ভালবেসে 'ক্রিকেটের ঈশ্বর' বলে ডাকেন। আজ যদি শচীনের রেকর্ড এবং পরিসংখ্যান নিয়ে আলোচনা করা হয়, তাহলে পাতার পর পাতা ইতিহাস লেখা হয়ে যাবে। ১০০ শতরানই হোক কিংবা সর্বাধিক আন্তর্জাতিক রান, এইসব বিষয়গুলো তো সকলেই জানেন। কিন্তু, আজ শচীনকে নিয়ে আমরা আপনাদের এমন একটি রোমাঞ্চকর স্টোরি শেয়ার করব, যা হয়ত আপনি আগে কখনও শোনেননি। শচীন তাঁর রাজত্বে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার ত্রাস হয়ে উঠেছিলেন। কিন্তু, আপনারা কী জানেন যে ভারতীয় ক্রিকেটের ঈশ্বর একদা পাকিস্তানের (India vs Pakistan) হয়েও খেলেছিলেন!

Advertisment

Sachin Tendulkar: শেষপর্যন্ত ফাঁস শচীন-শিল্পার সম্পর্কের গোপন সত্য! ৩৪ বছর লুকিয়েও চাপা রইল না প্রেমকাহিনি!

১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে এবং টেস্ট ফরম্য়াটে ডেবিউ করেছিলেন শচীন তেন্ডুলকর। টেস্ট ডেবিউয়ে তিনি মাত্র ১৫ রান করেছিলেন। আর ওয়ানডে ডেবিউয়ে তো রানের খাতাই খুলতে পারেননি। কিন্তু, শচীনের ডেবিউ সম্পর্কিত এমন এক রহস্যময় অধ্যায় রয়েছে, যা হয়ত আপনারা ইতিপূর্বে কখনও শোনেননি। ভারতের হয়ে ডেবিউয়ের আগে পাকিস্তানের হয়ে একটি টেস্ট ম্য়াচ খেলেছিলেন তিনি। সেইসময় শচীনের বয়স ছিল মাত্র ১৩ বছর। খুবই অল্পসংখ্যক ক্রিকেট সমর্থক এই ব্যাপারে জানেন যে ভারতের আগে পাকিস্তান ক্রিকেট দলের হয়ে 'আনোখা' ডেবিউ করেছিলেন শচীন।

Advertisment

Sachin Tendulkar: সব কাজ ফেলে ছুটে গেলেন আমির, শচীনকে দেখে এ কী করল সবাই? VIDEO VIRAL

পাকিস্তানের হয়ে কেন খেলেছিলেন শচীন?

১৯৮৭ সালে শচীনের বয়স ছিল মাত্র ১৩ বছর। সেইসময় তিনি পাকিস্তান ক্রিকেট দলের হয়ে ডেবিউ করেছিলেন। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি অনুশীলন ম্য়াচ খেলা হচ্ছিল। ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার রজত জয়ন্তী উপলক্ষ্যে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। তো, ওই ম্য়াচে পাকিস্তান ক্রিকেট দলের একজন পরিবর্ত ক্রিকেটার হিসেবে ফিল্ডিং করতে নেমেছিলেন শচীন। এটাই হল সেই ম্য়াচ, যেখানে মাস্টার ব্লাস্টার পাকিস্তানের হয়ে খেলতে নেমেছিলেন।\

Sachin Tendulkar on Operation Sindoor: পাকিস্তানের উপর এয়ার স্ট্রাইক ভারতের, খুশিতে গদগদ শচীন! বললেন...

নিজেই খোলসা করেছিলেন শচীন

ভারতের বিরুদ্ধে ওই অনুশীলন ম্য়াচে কোনও একটি কারণে জাভেদ মিয়াঁদাদ এবং আব্দুল কাদিরকে মাঠের বাইরে যেতে হয়েছিল। সেকারণে পাকিস্তান ক্রিকেট দলের একজন ফিল্ডার কম পড়ছিল। এই পরিস্থিতিতে শচীনকে লং অন অঞ্চলে দাঁড় করিয়ে দেওয়া হয়। কপিল দেবের একটি শটও শচীনের হাত থেকে মিস ফিল্ড হয়ে গিয়েছিল। শচীন তাঁর আত্মজীবনী 'প্লেয়িং ইট মাই ওয়ে' বইয়ে উল্লেখ করেছেন। সঙ্গে তিনি আরও যোগ করেন, তাঁকে যদি লং অনের পরিবর্তে মিড অনে দাঁড় করানো হত, তাহলে অনায়াসে কপিল দেবের ক্যাচটা তিনি ধরে ফেলতে পারতেন। 

Sachin Tendulkar India vs Pakistan