জোফ্রা আর্চারের বিষাক্ত বাউন্সারে মাটিতে লুটিয়ে পড়েছিলেন স্টিভ স্মিথ। কনকাশনের জেরে চলতি অ্যাশেজের তৃতীয় টেস্টে মাঠেই নামতে পারেননি বিশ্বের এক নম্বর টেস্ট ব্য়াটসম্য়ান। কিন্তু ম্য়াঞ্চেস্টারের ওল্ড ট্র্য়াফোর্ডে ফিরলেন স্মিথ। অ্যাশেজের চতুর্থ টেস্টে শুধুই তিনি প্রত্য়াবর্তন করলেন না, হাঁকালেন ডাবল সেঞ্চুরিও।
After 319 balls at the crease, trust Steve Smith to still be thinking about the loose one that got him out #Ashes pic.twitter.com/OOAlF6b1yH
— cricket.com.au (@cricketcomau) September 6, 2019
৩১৯ বলে ২১১ রানের ইনিংস খেলে স্মিথ আবারও বুঝিয়ে দিলেন তিনি এই প্রজন্মের শ্রেষ্ঠ টেস্ট ক্রিকেটার। তাঁর ব্য়াটে ভর করেই অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৯৭/৮ রান তুলে ডিক্লেয়ার করেছে। জবাবে ইংল্য়ান্ড দ্বিতীয় দিনের শেষে এক উইকেট হারিয়ে ২৩ রান তুলেছে।
আরও পড়ুন: আইসিসি ট্রোল করল ডেভিড ওয়ার্নারকে, কিন্তু কেন?
COMPLICATED TECHNIQUE but an ORGANIZED MINDSET is what sets @stevesmith49 apart. Incredible comeback!#ENGvsAUS pic.twitter.com/02MNGkYQ7y
— Sachin Tendulkar (@sachin_rt) September 5, 2019
SMITH what have u been eating @stevesmith49 scoring 100s like Boss.. what a PLAYER #Ashes2019
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 5, 2019
Steve Smith missed Test cricket.
But Test cricket missed him a lot more. He’s back and how. Double Ton. Legend. #TheAshes— Aakash Chopra (@cricketaakash) September 5, 2019
Another day, another 200 @stevesmith49 on ???? a great example of some players being very superstitious- that’s why I feel the stem guards should be attached/fixed to the helmet ⛑ #compulsory https://t.co/FGmj8Gw39Q
— Michael Clarke (@MClarke23) September 6, 2019
A pleasure to watch .. Hate saying that about an Aussie but you can only admire a player with so much skill,discipline,concentration & ridiculous hand eye coordination !!! @stevesmith49 you are a Freak .. #Ashes #200
— Michael Vaughan (@MichaelVaughan) September 5, 2019
স্টিভের দেশের মিডিয়া তাঁকে আধুনিক ডন ব্র্য়াডম্য়ান বলেই ডাকতে শুরু করে দিয়েছে। স্মিথের দু'শো রানের ইনিংসে মুগ্ধ বাইশ গজ। টুইটারে শুভেচ্ছায় ভরে গিয়েছেন তিনি। শচীন তেন্ডুলকর থেকে শুরু মাইকেল ক্লার্ক ও মাইকেল ভনরা তাঁর ভূয়সী প্রশংসা করলেন। শচীন বলছেন, জটিল টেকনিক আর গোছানো মানসিকতাই তৈরি করেছে স্মিথকে। অবিশ্বাস্য় ইনিংসে মুগ্ধ মাস্টার ব্লাস্টার।
আরও পড়ুন: অ্যাশেজের আগুনে ‘স্যান্ডপেপার’ জ্বালাল ম্য়াঞ্চেস্টারের ট্রাফিক বোর্ড
অ্যাশেজে সর্বোচ্চ সেঞ্চুরিকারীদের তালিকায় স্মিথ রয়েছেন তিন নম্বরে। সবার আগে রয়েছেন ডন ব্র্য়াডম্য়ান (১৯), দুয়ে ইংল্য়ান্ডের জ্য়াক হবস (১২)। স্মিথের ঝুলিতে এখন ১১টি অ্যাশেজ শতরান রয়েছে। তিনি টপকে গেলেন স্টিভ ওয়াকে। স্টিভের ছিল ১০টি অ্যাশেজ শতরান। ব্র্য়াডম্য়ানের কেরিয়ারে পাঁচটি অ্যাশেজ দ্বি-শতরান রয়েছে। স্মিথ ঠিক তাঁর পরেই। তিনি করলেন তিনটি।