দিল্লিতে বিধানসভা নির্বাচন আর কয়েকদিন বাকি! এর মধ্যেই চমকে দিল কেন্দ্রীয় শাসক দল। সাইনা নেহাওয়াল বিজেপিতে যোগ দিলেন। দিল্লিতে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে সাইনা নেহওয়ালের বিজেপিতে যোগদানের খবর জানানো হয়। হায়দরাবাদের হলেও জন্মসূত্রে সাইনা হরিয়ানার ভূমি-কন্যা। গোটা দেশেই সাইনার বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে। সেদিকে লক্ষ্য রেখেই বিজেপি সাইনাকে নিজেদের দলে স্বাগত জানাল।
সাইনার সঙ্গে দিদি চন্দ্রাংশু নেহওয়ালও বিজেপিতে যোগ দিলেন। সাইনা সংবাদ সম্মেলনে জানান, "আজকে এমন একটা দলে যোগদান করলাম যাঁরা দেশের জন্য অনেক কিছু করেছে। আমিও ভাল কিছু করব, এমন আশা করছি।" পাশাপাশি তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করার জন্যও তিনি মুখিয়ে।
ক্রিকেটার গৌতম গম্ভীরের সঙ্গে বিজেপিতে ক্রীড়াবিদ হিসেবে নাম লিখিয়েছিলেন কুস্তিগীড় ববিতা ফোগত। গম্ভীর লোকসভা নির্বাচনে উত্তর দিল্লি কেন্দ্র থেকে জিতলেও ববিতা ফোগত হেরে গিয়েছিলেন হরিয়ানায়।
বিশ্ব ব্য়াডমিন্টনের প্রথমসারির তারকা সাইনা। এর আগে দেশের সর্বোচ্চ স্তরের ক্রীড়াসম্মান রাজীব গান্ধী খেলরত্ন ও অর্জুন পুরস্কারের সম্মানিত হয়েছিলেন। অলিম্পিক ও কমনওয়েলথের পদক আগেই জিতেছিলেন তিনি। ২৯ বছরের সুপারস্টার প্রথম ভারতীয় হিসেবে ব্যাডমিন্টনের ক্রমতালিকায় শীর্ষে পৌঁছেছিলেন। বর্তমানে তিনি যদিও ৯ নম্বরে রয়েছেন।
বিজেপিতে যোগ দেওয়ার বহু আগেই সাইনা নরেন্দ্র মোদির নিয়মিত প্রশংসা করতেন। কেন্দ্রের একাধিক প্রকল্পের তিনি খোলাখুলি সমর্থন করেছিলেন। দিওয়ালিতে মহিলাদের ক্ষমতায়ন প্রসঙ্গে খুল্লমখুল্লা প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রীর। এনআরসি, সিএএ ইস্যুতেই তিনি মোদি সরকারের পাশে দাঁড়িয়েছেন। ২০১৯ সালে কেন্দ্রে পুনরায় মোদি নির্বাচিত হয়ে আসার পরে সাইনা টুইটও করেছিলেন, "ফির একবার মোদি সরকার।"
ডিসেম্বরে নিজের অ্যাকাউন্ট থেকে মোদির প্রশংসা করে আইডেন্টটিকাল টুইট করে যদিও সমালোচিতও হয়েছেন।