Saina Nehwal Net Worth: ব্যাডমিন্টন না খেলেও কোটি কোটি টাকা আয়! সাইনার মোট সম্পত্তি কত জানেন?

Saina Nehwal Divorce News: সাইনা ব্যাডমিন্টন ছাড়াও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং প্রোমোশনের মাধ্যমে মোটা টাকা রোজগার করেন। বর্তমানে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর।

Saina Nehwal Divorce News: সাইনা ব্যাডমিন্টন ছাড়াও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং প্রোমোশনের মাধ্যমে মোটা টাকা রোজগার করেন। বর্তমানে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর।

author-image
IE Bangla Sports Desk
New Update
Saina Nehwal Net Worth: কোটি কোটি টাকা রোজগার কীভাবে করেন সাইনা নেহওয়াল?

Saina Nehwal Net Worth: কোটি কোটি টাকা রোজগার কীভাবে করেন সাইনা নেহওয়াল?

Saina Nehwal Net Worth: পারুপল্লি কাশ্যপের (Parupalli Kashyap) সঙ্গে বিয়ের ৭ বছর পর বিচ্ছেদ ঘোষণা করলেন সাইনা নেহওয়াল (Saina Nehwal)। ব্যাডমিন্টন তারকা একটি ইনস্টা স্টোরি পোস্ট করে বিচ্ছেদের কথা জানিয়েছেন। ২০১৮ সালে তাঁরা দুজনে বিয়ে করেছিলেন। আর তার ৭ বছর পর বিচ্ছেদের পথে হাঁটলেন দুজনে। আচমকা সাইনার ডিভোর্সের খবরে তোলপাড় ভারতের ক্রীড়ামহল। এই পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক কত সম্পত্তির মালিক ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার গার্ল সাইনা।

Advertisment

সাইনা ব্যাডমিন্টন ছাড়াও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং প্রোমোশনের মাধ্যমে মোটা টাকা রোজগার করেন (Saina Nehwal Net Worth)। বর্তমানে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। জেনে নিন তাঁর অভিজাত বাড়ি, বিলাসবহুল গাড়ির কালেকশন সম্পর্কে। সাইনার কাছে কী কী আছে জানলে অবাক হয়ে যাবেন-

আরও পড়ুন আচমকা কেন সাইনা-কাশ্যপের ডিভোর্স, এটাই আসল কারণ তারকা দম্পতির বিচ্ছেদের!

Advertisment

রবিবার নিজের ইনস্টা স্টোরিতে কাশ্যপের থেকে বিচ্ছেদের কথা ঘোষণা করেন সাইনা। তিনি যা লিখেছেন, তা থেকে যেটা বোঝা যাচ্ছে সাইনা শান্তি, নিজের উন্নতি এবং নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য বিচ্ছেদের পথে হাঁটলেন। তিনি লিখেছেন, 'জীবন অনেকবার আমাদের অন্য দিশায় নিয়ে যায়। অনেক ভাবনা-চিন্তার পর কাশ্যপ আর আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা শান্তি, উন্নতি এবং হিলিংকে বেছে নিয়েছে। নিজেদের জন্য। স্মৃতির জন্য অনেক কৃতজ্ঞ এবং এগিয়ে যাওয়ার জন্য অনেক শুভেচ্ছা। এই কঠিন সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য অনেক ধন্যবাদ।'

সাইনার মোট সম্পত্তি কত?

ব্যাডমিন্টন তারকা সাইনার নামের পাশে অনেক খেতাব রয়েছে। বহুবার তিনি দেশকে সাফল্য এনে দিয়েছেন। সাইনা নেহওয়াল পদ্মশ্রী এবং পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। ক্রীড়াজগতে অসামান্য অবদানের জন্য অর্জুন পুরস্কার পান। খেলাধুলা ছাড়াও আরও অনেক ভাবে মোটা টাকা রোজগার করেন সাইনা। টাইমস নাও-এর রিপোর্ট অনুযায়ী, সাইনা নেহওয়ালের নেট ওয়ার্থ প্রায় ৪২-৪৫ কোটি টাকা। মাসে তিনি (Saina Nehwal Monthly Income) অন্তত ৩৫-৪০ লক্ষ টাকা রোজগার করেন। ব্যাডমিন্টন ছাড়াও তাঁর রোজগারের সিংহভাগ বিজ্ঞাপন এবং তাবড় কোম্পানির ব্র্যান্ড এনডোর্সমেন্টের মাধ্যমে আসে।

আরও পড়ুন সাইনার সুখের সংসারে ভাঙন! কাশ্যপের সঙ্গে ডিভোর্সের ঘোষণা তারকা শাটলারের

ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে রোজগার

সাইনা নেহওয়াল ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের তালিকায় অনেক সংস্থা রয়েছে। লাইফস্টাইল ব্র্যান্ড থেকে শুরু করে গয়না, স্কিনকেয়ার, জুতো, ব্যাংক, জীবনবিমার মতো সংস্থা রয়েছে। বিজ্ঞাপন থেকেই মোটা টাকা আয় হয় তাঁর। তারকা ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে দামিদের তালিকায় রয়েছেন সাইনা। তাঁর ব্র্যান্ডের তালিকায় রয়েছে SkinSpired, Heal Your Sole, Yonex, Max Life, Edelweiss, Kellogg's, Indian Overseas Bank, Savlon, Rasna-র মতো সংস্থা। টাইমস নাও-এর রিপোর্ট অনুযায়ী, এক একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য ৭৫ লক্ষ থেকে ১ কোটি টাকা চার্জ করেন সাইনা।

কোটি টাকার বাড়ি, বিলাসবহুল গাড়ির সম্ভার

কোটি কোটি টাকার সম্পত্তির পাশাপাশি বিলাসবহুল জীবনযাপনও করেন সাইনা। হায়দরাবাদে অভিজাত এলাকায় তাঁর বাড়ি রয়েছে। আনুমানিক ৪ কোটি টাকার বেশি দামি বাড়িতে থাকেন তিনি। টাইমস নাও-এর রিপোর্ট অনুযায়ী, সাইনার গ্যারাজে মিনি কুপার, বিএমডব্লিউ এবং মার্সেডিজের মতো বিলাসবহুল গাড়ির সংগ্রহ রয়েছে। 

Saina Nehwal