Saina-Kashyap Divorce: 'লাগে না জিয়া তুই ছাড়া!', বিচ্ছেদের ১৯ দিনেই মনখারাপ সাইনার, ছুটলেন স্বামী কাশ্যপের কাছে

Saina Nehwal Divorce: স্বামী পারুপল্লি কাশ্যপের সঙ্গে সাইনা ফের চেষ্টা করতে চলেছেন একসঙ্গে পথচলার। তিনি লিখেছেন, “কখনও কখনও দূরত্বই আপনাকে উপস্থিতির প্রকৃত মূল্য শেখায়। আমরা আবার চেষ্টা করছি।”

Saina Nehwal Divorce: স্বামী পারুপল্লি কাশ্যপের সঙ্গে সাইনা ফের চেষ্টা করতে চলেছেন একসঙ্গে পথচলার। তিনি লিখেছেন, “কখনও কখনও দূরত্বই আপনাকে উপস্থিতির প্রকৃত মূল্য শেখায়। আমরা আবার চেষ্টা করছি।”

author-image
IE Bangla Sports Desk
New Update
Saina Nehwal Net Worth: কোটি কোটি টাকা রোজগার কীভাবে করেন সাইনা নেহওয়াল?

Saina Nehwal-Parupalli Kashyap: স্বামী কাশ্যপ পারুপল্লির সঙ্গে সাইনা ফের চেষ্টা করতে চলেছেন একসঙ্গে পথচলার

Saina Nehwal announces she’s ‘trying again’ with husband Parupalli Kashyap: মাত্র ২ সপ্তাহ আগেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ (Celebrity Divorce) ঘোষণা করেছিলেন। ১৯ দিন পর আবার ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করলেন ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার গার্ল সাইনা নেহওয়াল (Saina Nehwal)। শনিবার ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি জানালেন, স্বামী পারুপল্লি কাশ্যপের (Parupalli Kashyap) সঙ্গে তিনি ফের চেষ্টা করতে চলেছেন একসঙ্গে পথচলার। সাইনা লিখেছেন, “কখনও কখনও দূরত্বই আপনাকে উপস্থিতির প্রকৃত মূল্য শেখায়। আমরা আবার চেষ্টা করছি।”

Advertisment

সাইনা ও কাশ্যপের এই সম্পর্কের সূচনা হয়েছিল হায়দরাবাদের পুল্লেলা গোপীচাঁদ ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে প্রশিক্ষণের সময়। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ২০১৪ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই ব্যাডমিন্টন জুটি। যদিও সাইনা এখনও আনুষ্ঠানিকভাবে খেলা থেকে অবসর নেননি, তবে তাঁর স্বামী কাশ্যপ এখন অ্যাকাডেমিতে ফুলটাইম কোচিংয়ের দায়িত্বে রয়েছেন। তিনি বর্তমানে গুরু সাই দত্তের মতো শাটলারদের গাইড করছেন। এক সময় বিশ্বের সেরা দশে থাকা কাশ্যপ ২০১৪ কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জিতেছিলেন।

অন্যদিকে, সাইনা ভারতের সর্বকালের সেরা মহিলা ক্রীড়াবিদদের একজন। এমন এক সময় আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা পাকা করেছিলেন, যখন ব্যাডমিন্টনে চিনের আধিপত্য ছিল একচেটিয়া। ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতে তিনি ইতিহাস গড়েছিলেন, ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসে প্রথম অলিম্পিক পদক জয়। এরপর BWF বিশ্ব র‍্যাঙ্কিংয়ে উঠে যান বিশ্বের এক নম্বরে। বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ জয়, সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল, তাঁর ঝুলিতে রয়েছে একাধিক খেতাব।

Advertisment

আরও পড়ুন ব্যাডমিন্টন না খেলেও কোটি কোটি টাকা আয়! সাইনার মোট সম্পত্তি কত জানেন?

গত বছর জুলাইতে ইনস্টাগ্রাম স্টোরিতে সাইনা লেখেন, “জীবন আমাদের কখনও কখনও আলাদা পথে নিয়ে যায়। বহু চিন্তা-ভাবনার পর কাশ্যপ ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা নিজেদের ও একে অপরের জন্য শান্তি, অগ্রগতি এবং যন্ত্রণা নিরাময়ের পথ বেছে নিয়েছি।”

২০২৩ সালের জুনে সিঙ্গাপুর ওপেনের প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার পর আর প্রতিযোগিতামূলক কোর্টে দেখা যায়নি সাইনাকে। কেরিয়ারের শেষ দিকে বারবার চোটের কারণে ছন্দ হারান তিনি।

তবে তাঁর প্রভাব ভারতের ক্রীড়াক্ষেত্রে সীমাহীন। এ বছরের শুরুতে প্রখ্যাত ব্যাডমিন্টন ভাষ্যকার এবং প্রাক্তন ডাবলস খেলোয়াড় গিল ক্লার্ক সাইনার ক্রীড়াকীর্তিকে “অসাধারণ” বলে বর্ণনা করেন। তিনি লেখেন, “সাইনা ভারতে ব্যাডমিন্টন বিপ্লবের অনুপ্রেরণা। তিনি যেমনভাবে নিজের ফলাফলের মাধ্যমে অনুপ্রেরণা জুগিয়েছেন, তেমনই দেখিয়ে দিয়েছেন যে বিশ্বমঞ্চে সাফল্য সম্ভব, শুধু মহিলাদের জন্য নয়, পুরুষদের ক্ষেত্রেও।”

আরও পড়ুন আচমকা কেন সাইনা-কাশ্যপের ডিভোর্স, এটাই আসল কারণ তারকা দম্পতির বিচ্ছেদের!

ক্লার্ক আরও লেখেন, “যেভাবে বিলি জিন কিং বিশ্বব্যাপী মহিলাদের খেলাধুলায় দিকনির্দেশনা দিয়েছিলেন, ভারতে সেই রকম পরিবর্তন এনেছিলেন সাইনা, কর্ণম মালেশ্বরী ও মেরি কমের মতো ক্রীড়াবিদরা। তাঁরা বদলে দিয়েছেন ভারতের মহিলাদের খেলাধুলার চেহারা ও চেতনা।”

আজকের এই ‘আবার শুরু’-র বার্তা শুধু সাইনা ও কাশ্যপের সম্পর্কের ক্ষেত্রে নয়, তাঁর বহু অনুগামীর কাছেও এক আশাব্যঞ্জক ইঙ্গিত, কখনও শেষ মানেই শেষ নয়, আবার শুরু করাও সম্ভব।

Saina Nehwal Parupalli Kashyap Celebrity Divorce