Advertisment

Sam Konstas on Usman Khawaja's wicket: বুমরাকে রাগানোটাই ছিল মস্ত ভুল, খাজাকে হারিয়ে ভেঙে পড়েছেন অজি তারকা

Konstas accepts mistake: বর্ডার-গাভাসকার ট্রফি জিতেও বুমরা আতঙ্ক কাটছে না অস্ট্রেলিয়ার। বুমরা কতটা আতঙ্ক তৈরি করেছেন অজিদের মনে, ফের তা সামনে আনলেন তারকা ক্রিকেটার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Cricket Australia announces refunds for Gabba Test spectators

Ind-Aus: বর্ডার-গাভাসকর ট্রফির ম্যাচের দৃশ্য। (ফাইল ছবি)

Konstas accepts mistake: সিডনিতে পঞ্চম টেস্টের ২য় দিনে জসপ্রীত বুমরাকে বিরক্ত করে তিনি যে বিরাট ভুল করেছিলেন, তা স্বীকার করে নিলেন অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাস। সদ্যসমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজেই অভিষেক হয়েছে কনস্টাসের। অভিষেক সিরিজে তিনি দুর্দান্ত খেলে দর্শকদের মন জয় করে নিয়েছেন। কিন্তু, তারই মধ্যে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে মাঠে কনস্টাসের বিবাদ সকলের নজর কেড়েছে।

Advertisment

সেই কনস্টাস জানিয়েছেন, তিনি জসপ্রীত বুমরাকে রাগিয়ে দেওয়ার জন্যই উসমান খাজাকে উইকেট হারাতে হয়েছে। এই ব্যাপারে কনস্টাস বলেন, 'ওটা আমারই দোষ ছিল।' ১৯ বছর বয়সি ক্রিকেটার কনস্টাস, সিডনিতে ৫ম টেস্টের ২য় দিনে বুমরাকে রাগিয়ে দিয়েছিলেন। যার ফলে দিনের শেষে উসমান খাজার উইকেট হারায় অস্ট্রেলিয়া। 

এই সিরিজের দর্শকসংখ্যা রেকর্ড করেছে। কনস্টাস অর্ধশতক পূর্ণ করার পর সেই দর্শকরা গ্যালারিতে রীতিমতো উল্লাস করেছেন। এটা সদ্যসমাপ্ত সিরিজে কনস্টাসের কাছে বড় প্রাপ্তি। ক্রিজে বুমরাকেও বেধড়ক ঠেকিয়েছেন তরুণ অজি ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই সেরা ক্রিকেটারদের এভাবে ঠেকানো দর্শকদের নজর কেড়েছে। কনস্টাসের খেলায় তাঁরা খুশি হয়েছেন। 

তারই মধ্যে অভিষেক ম্যাচে বিরাট কোহলি ক্রিজের মধ্যেই কনস্টাসকে ধাক্কা মারেন। এতে কোহলির ডিমেরিট পয়েন্ট বেড়েছে। তাঁর ২০% আর্থিক জরিমানা হয়েছে। কিন্তু, সেই শাস্তিতে খুশি হননি অনেকেই। তাঁরা কোহলির আরও বড় শাস্তি চেয়েছিলেন। কনস্টাস অবশ্য এসব দেখে ঘাবড়ে যাননি। এরপরও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) তাঁকে আউট করে বুমরা কার্যত এই তরুণ ক্রিকেটারকে ভেঙিয়েছেন বলে অভিযোগ উঠেছে। যার পরবর্তী অধ্যায়ের সাক্ষী হয়েছে সিডনি।  

Advertisment

সিডনিতে খেলার যখন দিনের মত মাত্র ১৫ মিনিট বাকি, সেই সময় অস্ট্রেলিয়ার ওপেনার খাজা ও কনস্টাসের সঙ্গে বুমরার একটি ঘটনা সকলের নজর কাড়ে। ভারতীয় পেসার যখন পঞ্চম বল করতে যাচ্ছেন, সেই সময় বুমরাহকে খাজা থামান। বুমরা পালটা বুঝিয়ে দেন, এটা ঠিক হচ্ছে না। তিনি খাজাকে তৈরি থাকতে বলেন। সেই সময় নন-স্ট্রাইকার প্রান্ত থেকে কনস্টাস বুমরার দিকে যান। আর, তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আম্পায়ার ব্যাপারটা বাড়তে দেননি। 

আরও পড়ুন- কেমন হতে চলেছে ইংল্যান্ড সিরিজের ভারতীয় দল, জেনে নিন ভিতরের খবর

বুমরা এরপর ৫ম বলটি লেংথ রেখে অফ স্ট্যাম্পের বাইরে করেন। খাজা সেটা কিছু করেননি। কিন্তু, এরপর বুমরার ৬ষ্ঠ বলে বাঁ হাতি খাজা স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। এই আউটের জন্যই এখনও অনুতাপ করছেন কনস্টাস। তিনি বলেন, 'উজি (উসমান খাজা) আউট হয়ে গেল। ও একটু সময় নষ্ট করার চেষ্টা করছিল। দোষটা সম্ভবত আমারই ছিল। বুমরাকে কৃতিত্ব দিতেই হয়, কারণ ও উইকেট পেয়েছে। তবে, এটা ক্রিকেট। এখানে এরকম হয়ই। তবে, আমাদের দল খুব ভালো খেলেছে।'

cricket Cricket Australia Team India Team-India Cricket News Border-Gavaskar Trophy Jasprit Bumrah Test cricket Sam Konstas Indian Cricket Team Australia Cricket Team
Advertisment