scorecardresearch

বড় খবর

পায়ের চোটে স্বপ্নভঙ্গ! দু-বছর পরে সানিয়ার প্রত্যাবর্তনে সঙ্গী ফের দুঃসময়

অনুশীলনের সময়ে সানিয়া চোট পেয়েছিলেন। অনুশীলনের সময়ে পিছলে পড়ে গিয়েছিলেন। সেখানেই কাফ মাসলে আঘাত লাগে।সেই চোট নিয়েই খেলতে নেমেছিলেন সানিয়া।

পায়ের চোটে স্বপ্নভঙ্গ! দু-বছর পরে সানিয়ার প্রত্যাবর্তনে সঙ্গী ফের দুঃসময়
চোট পেলেন সানিয়া (টুইটার)

টানা দু-বছর বাইরে ছিলেন। অন্তঃস্বত্ত্বা অবস্থায় খেলতে পারেননি দীর্ঘদিন। তবে চলতি মরশুমেই টেনিস সার্কিটে কামব্যাক করেছিলেন সানিয়া মির্জা। তবে কাফ মাসলে চোট পেয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শুরুর ডাবলস ম্যাচেই ছিটকে যেতে হল টেনিস সুন্দরীকে।

গ্র্যান্ড স্ল্যামে সানিয়া-নাদিয়া কিচোনেক জুটি খেলতে নেমেছিলেন হোবার্ট ইন্টারন্যাশানাল ট্রফি জিতে। প্রথম রাউন্ডের ডাবলসে সানিয়াদের খেলা ছিল চিনা জুটি জুয়ান হ্যান-লিন ঝু-র বিপক্ষে। ম্যাচে সানিয়ারা ২-৬, ০-১ এ পিছিয়ে ছিলেন একসময়ে। সেই সময়েই চোট পেয়ে কোর্ট ছাড়তে হল সানিয়াকে।

আরও পড়ুন টেনিস খেলতে বারণ করা হয়েছিল সানিয়াকে, কেন জেনে নিন

জানা গিয়েছে, অনুশীলনের সময়ে সানিয়া চোট পেয়েছিলেন। অনুশীলনের সময়ে পিছলে পড়ে গিয়েছিলেন। সেখানেই কাফ মাসলে আঘাত লাগে। কোর্টে খেলতে নেমে নড়াচড়া করতেই সমস্যায় পড়ছিলেন। চোট সানিয়ার সার্ভিসেও প্রভাব ফেলছিল। পরিচিত সার্ভ করতে পারছিলেন না তিনি।

তার আগে প্রথম সেটেই সানিয়া একবার মেডিকেল টাইম আউট নিয়েছিলেন। তারপরে স্বভাব পরিচিত ছন্দে খেলতে না পারায় প্রথম সেটেই বিশ্রীভাবে হারতে হয় ইন্দো-ইউক্রেনিয়ান জুটিকে। তবে দ্বিতীয় সেট চলাকালীন সানিয়া বুঝতে পারেন, আর টানতে পারবেন না। সেই সময়েই খেলা থামিয়ে কোর্ট ছাড়েন তিনি।

আরও পড়ুন চেনা স্প্যানিশ কোচ বাছল ইস্টবেঙ্গল, পুরোনো কোচেই আস্থা

মহিলাদের ডাবলসের পাশাপাশি অস্ট্রেলিয়া ওপেনের মিক্সড ডাবলস থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। তাঁর সতীর্থ ছিলেন রোহন বোপান্না। তবে বোপান্নাকে হতাশ হতে হচ্ছে না। সানিয়ার ডাবলস পার্টনার কিচোনেকের সঙ্গে মিক্সড ডাবলসে নামবেন বোপান্না। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে লিয়েন্ডার পেজ এবার খেলছেন ২০১৭-র ফরাসি ওপেন জয়ী জেলেনা ওস্তাপেঙ্কোকে পার্টনার করে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Sania mirza ruled out of australian open with calf injury