/indian-express-bangla/media/media_files/2025/08/25/sanju-samson-2025-08-25-10-21-01.jpg)
টিম ইন্ডিয়ার সঙ্গে সঞ্জু স্যামসন
Asia Cup 2025: ভারতীয় নির্বাচকরা ইতিমধ্যে ২০২৫ এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন। এই স্কোয়াডে ঠাঁই মিলেছে টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনেরও (Sanju Samson)। তবে শুভমান গিল (Shubman Gill) এন্ট্রি নেওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রথম একাদশে স্যামসন খেলবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠেছিল। তবে নিন্দুকদের যাবতীয় জবাব নিজের চওড়া ব্যাট দিয়েই দিয়েছেন সঞ্জু। ২০২৫ এশিয়া কাপের আগে সঞ্জু ১৪ বাউন্ডারি এবং ৭ ছক্কার দৌলতে একটি ধামাকাদার শতরান হাঁকালেন। এই সেঞ্চুরির কারণেই তাঁর দল এই রোমাঞ্চকর ম্য়াচে জয়লাভ করে।
Asia Cup 2025: এশিয়া কাপে মাত্র ২ ব্যাটারই হাঁকিয়েছেন সেঞ্চুরি! একজন তো বিরাট, আরেকজন কে?
ঝোড়ো শতরান হাঁকালেন সঞ্জু স্যামসন
২০২৫ কেরালা ক্রিকেট লিগে সঞ্জু স্যামসন কোচি ব্লু টাইগার্স দলের ওপেনার হিসেবে মাঠে নেমেছিলেন। দল ২৩৭ রানের টার্গেট তাড়া করছিল। সেই,সময় সঞ্জু মাত্র ১৬ বলে একটি বিধ্বংসী হাফসেঞ্চুরি হাঁকালেন। এই আগুন ফর্মটা ধরে রেখেই তিনি ৪২ বলে নিজের শতরান পূরণ করেন। ৫১ বলের এই ইনিংসে সঞ্জু ১৪ চার এবং ৭ ছক্কা হাঁকিয়ে ১২১ রান করেছেন। শেষবেলায় মহম্মদ আশিক মাত্র ১৮ বলে ৪৫ রান করেছেন। এই ম্যাচে কোচিকে জিততে হলে ১ বলে ৬ রান দরকার ছিল। সেইসময় আশিক একটি বিশাল ছক্কা হাঁকিয়ে নিজের দলকে জিতিয়ে দেন। স্যামসনের এই ইনিংসের দৌলতেই তাঁর দল ম্য়াচটা জিততে পারে।
Asia Cup 2025: এশিয়া কাপের দল ঘোষণা করল টিম ইন্ডিয়া, বাদ পড়লেন এই ৫ ক্রিকেটার!
গম্ভীর-সূর্যের চিন্তা বাড়ালেন স্যামসন
বিগত কিছু সময় ধরেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে উইকেটকিপার সঞ্জু স্যামসন ওপেনিং ব্যাটারের ভূমিকা পালন করছেন। কিন্তু, শুভমান গিল আচমকা টি-২০ স্কোয়াডে চলে আসায় তাঁর আসনটা বেশ টলমল হয়ে গিয়েছে। অভিষেক শর্মা যে টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে ব্যাট করতে নামবেন, তা একেবারে নিশ্চিত। এবার তাঁর সঙ্গে কে ব্যাট করতে নামবেন, সেটাই এখন দেখার। তবে সঞ্জুর এই সেঞ্চুরির পর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের কপালে যে চিন্তার ভাঁজ গভীরতর হবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। এই পরিস্থিতিতে তিন নম্বরে তিলক বর্মার জায়গায় শুভমান গিলকে দেখা যেতে পারে।