/indian-express-bangla/media/media_files/2025/04/29/Kpio3HsW0egXi8J2eYtF.png)
রাহুল দ্রাবিড় এবং বৈভব সূর্যবংশী
IPL 2025: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগেই পায়ে চোট পেয়েছিলেন রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) দলের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। সেকারণে তিনি যেখানেই যান না কেন, সঙ্গে সবসময় একটি হুইল চেয়ার থাকে।
কিন্তু, সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) শতরান দেখার পর আর নিজেকে আটকে রাখতে পারেননি তিনি। মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলেন যে তাঁর পায়ে কোনও চোট রয়েছে। আর সেকারণেই হুইল চেয়ার ছেড়ে লাফ দিয়ে ওঠেন তিনি। চিৎকার করে উদযাপন করেন বৈভবের শতরান।
Vaibhav Suryavanshi Records: সেঞ্চুরি তো সামান্য ব্যাপার, কী কী রেকর্ড গড়লেন বৈভব?
দেখে নিন সেই ভিডিও:
Vaibhav Suryavanshi's knock made Rahul Dravid stand up from the wheelchair🫡
— Indian Cricket Team (@incricketteam) April 28, 2025
14 Year old Vaibhav Suryavanshi scores the fastest 100 by an Indian in IPL 🥶#RRvsGT | #VaibhavSuryavanshi | #GTvsRRpic.twitter.com/fpJyffKelA
সোমবার (২৮ এপ্রিল) গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। টানা ৫ ম্য়াচ হারার পর একটা দল যে এভাবে ঘুরে দাঁড়াতে পারবে, সেটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। জয়ের জন্য ২১০ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল রাজস্থান রয়্যালস। আর রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন বিহারের ১৪ বছর বয়সি ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এই বাঁ-হাতি ব্যাটার মাত্র ৩৫ বলে বিধ্বংসী একটি শতরান রাজস্থানকে উপহার দিলেন। ইতিপূর্বে, ১৭ বলে হাফসেঞ্চুরি করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন তিনি। দশম ওভারে রশিদ খানের একটি ডেলিভারি ডিপ মিড উইকেটের উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন। আর সেইসঙ্গে তাঁর শতরান পূরণ হয়।
বৈভব এই মাইলফলক অর্জন করার পর দ্রাবিড়, রাজস্থান রয়্যালসের সাপোর্ট স্টাফ এবং দলের সতীর্থ ক্রিকেটাররা দাঁড়িয়ে কুর্নিশ জানান। সম্প্রতি বেঙ্গালুরুতে ক্রিকেট খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছেন দ্রাবিড়। কিন্তু, রাজস্থান রয়্যালসের সঙ্গে গোটা দেশেই ট্রাভেল করছেন তিনি।
নয়া রেকর্ড কায়েম করলেন বৈভব সূর্যবংশী
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইপিএল টুর্নামেন্টে তিনি দ্রুততম শতরানও হাঁকিয়ে ফেললেন। অল্পের জন্য ভাঙতে পারলেন না ক্রিস গেইলের রেকর্ড। প্রসঙ্গত, আইপিএল টুর্নামেন্টে দ্রুততম শতরানের রেকর্ড ক্রিস গেইলের দখলে রয়েছেন। তিনি মাত্র ৩০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেখানে বৈভব তিন অঙ্কের রান করতে ৩৫ বল খেলেন। যদিও ইউসুফ পাঠানের রেকর্ড ভেঙে ফেলেন তিনি। আইপিএল টুর্নামেন্টে ইউসুফ ৩৭ বলে হাফসেঞ্চুরি করেন। ডেভিড মিলার ৩৮ বলে শতরান করেছিলেন।
Hardik Pandya: হার্দিক পান্ডিয়ার এক একটা জামার দাম কত জানেন? শুনলেই মাথা ঘুরবে
শেষপর্যন্ত বৈভব ৩৮ বলে ১০১ রান করে আউট হন। তিনি এই ঐতিহাসিক ইনিংসটা সাতটি বাউন্ডারি এবং ১১ ছক্কায় সাজিয়েছিলেন। পাশাপাশি প্রথম উইকেটে তিনি যশস্বী জয়সওয়ালের সঙ্গে তিনি ১৬৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। শেষপর্যন্ত প্রসিদ্ধ কৃষ্ণার বলে তাঁকে আউট হয়ে ফেরত যেতে হয়।
RR vs GT Highlights, IPL Match Today: বৈভবের ঐতিহাসিক শতরানে জয় রাজস্থান রয়্যালসের
তবে রয়্যালস ব্রিগেড এই ম্য়াচটা ৮ উইকেটে জয়লাভ করে। সেটাও আবার ২৫ বল বাকি থাকতে। যশস্বী ৪০ বলে অপরাজিত ৭০ রান করেন। তার থেকেও বড় কথা, রান তাড়া করার ক্ষেত্রে বৈভবকে তিনি ক্রমাগত সাপোর্ট দিয়ে যান।