Vaibhav Suryavanshi Father: ছেলের স্বপ্নপূরণই লক্ষ্য, বিক্রি করেছিলেন সম্পত্তিও! কী করেন বৈভবের বাবা?

Vaibhav Suryavanshi IPL Match: রাতারাতি গোটা দেশের সেনসেশন হয়ে উঠেছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে ধামাকাদার একটি শতরান হাঁকিয়ে তাক লাগিয়ে দিয়েছেন।

Vaibhav Suryavanshi IPL Match: রাতারাতি গোটা দেশের সেনসেশন হয়ে উঠেছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে ধামাকাদার একটি শতরান হাঁকিয়ে তাক লাগিয়ে দিয়েছেন।

author-image
Koushik Biswas
New Update
Vaibhav Suryavanshi Father

বাবা সঞ্জীব সূর্যবংশীর কোলে ছোট্ট বৈভব

Vaibhav Suryavanshi: রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী মাত্র ১৪ বছর বয়সে আইপিএল টুর্নামেন্টে শতরান করেছেন। পাশাপাশি কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে তিনি এই রেকর্ড কায়েম করেছেন। সোমবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বৈভব ৩৮ বলে ১০১ রান করেন। এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি দ্রুততম শতরানও করে ফেলেছেন। অন্যদিকে, আইপিএল টুর্নামেন্টে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ডেবিউ করেন তিনি। প্রসঙ্গত, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অভিষেক হয়েছিল বৈভবের। আইপিএল কেরিয়ারের প্রথম বলটা তাঁকে শার্দূল ঠাকুর করেছিলেন। আর প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে গোটা বিশ্বের সামনে নিজের প্রতিভা তুলে ধরেছিলেন।

Advertisment

আর এবার বিশ্বের অন্যতম সেরা স্পিনার তথা আফগান ক্রিকেটার রশিদ খানকে ছক্কা হাঁকিয়ে নিজের শতরান পূরণ করেন তিনি। বুঝিয়ে দেন যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ একেবারে নিরাপদ হাতেই রয়েছে। তবে বৈভবের (vaibhav suryavanshi ipl match) এই যাত্রাপথ একেবারে সহজ ছিল না। বৈভব এবং তাঁর পরিবারকে প্রতিদিন যথেষ্ট লড়াই করতে হয়েছে। এমনকী, তাঁর ক্রিকেট কেরিয়ার সুরক্ষিত করার জন্য বৈভবের বাবা নিজের জমি-জায়গা এবং সম্পত্তি পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। ইতিপূর্বে, বৈভবের বয়স নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু, এই তরুণ ক্রিকেটারের দৃঢ় সংকল্প যাবতীয় বিতর্ক ফুৎকারে উড়িয়ে দেয়। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক...

Vaibhav Suryavanshi Records: সেঞ্চুরি তো সামান্য ব্যাপার, কী কী রেকর্ড গড়লেন বৈভব?

পাঁচ বছর কঠোর অনুশীলনের ফল পেলেন হাতেনাতে

Advertisment

কথায় আছে যে কোন বৃক্ষ মহীরূহ হবে, তা চারাগাছ দেখেই বুঝতে পারা যায়। আইপিএল টুর্নামেন্টে ডেবিউ ইনিংসে বৈভব ২০ বলে ৩৪ রান করে নিজের যোগ্যতা বুঝিয়ে দিয়েছিলেন। অবশেষে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শতরান করে সেই যোগ্যতার প্রতি সুবিচার করলেন তিনি। শার্দূল ঠাকুর, আভেশ খান, সিরাজ, ইশান্ত শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান এবং করিম জানাতের মতো বোলারদের পিটিয়ে কার্যত ছাতু করে নেন। সঙ্গে এও বার্তা দেন যে তাঁকে কেউ ছোট বাচ্চা মনে করলে ভুল করবে। তাঁর প্রত্যেকটা শটেই ছিল অসীম শক্তি এবং নিখুঁতভাবে তা বাউন্ডারির বাইরে আছড়ে পড়ছিল। প্রশ্ন উঠতেই পারে যে একজন ১৪ বছর বয়সি ক্রিকেটারের শটে এতটা জোর কীভাবে আসে?  বিশ্বের তারকা বোলারদের একবার কিংবা দু'বার নয়, বেশ কয়েকবার স্ট্যান্ডে পাঠিয়েছেন। সোমবার গুজরাটের বিরুদ্ধে বৈভব মোট ৭ চার এবং ১১ ছক্কা মেরে সবাইকে চমকে দিয়েছেন। 

Vaibhav Suryavanshi Century: 'এটা তোমার জন্য...', নিজের শতরান কাকে উৎসর্গ করলেন বৈভব?

পটনায় তাঁর কোচ মণীশ ওঝা বলেছেন, 'ওর শটে যে কতটা শক্তি রয়েছে, তা আপনারা সকলেই দেখেছেন। ওর ব্যাটে যেমন সুইং রয়েছে, তেমনই রয়েছে সঠিক টাইমিং। যদি ছক্কা হাঁকানোর জন্য একমাত্র শক্তিই দরকার হত, তাহলে তো প্রত্যেক পালোয়ানই ক্রিকেটার হতে পারতেন। এটা আসলে গত ৫ বছর ধরে অক্লান্ত পরিশ্রমের ফল। প্রত্যেক দিন বৈভব ৬০০ বল খেলেছে।' যখন ১৪ বছরের কোনও সাধারণ বাচ্চা প্লে-স্টেশন খেলে কিংবা হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত থাাকে, সেইসময় বিহারের সমস্তিপুরে (vaibhav suryavanshi state) এই ছেলেটা বিশ্বের বাঘা-বাঘা বোলারদের ডেলিভারিতে ছক্কা হাঁকাচ্ছেন। প্রত্যেকটা বলই তিনি কার্যত সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে দর্শকদের কাছে পাঠিয়ে দিয়েছেন। কোচ ওঝা এই বিশেষ প্রতিভাকে সঠিকভাবেই চিনেছিলেন। ১০ বছর বয়সি বৈভবকে দেখেই বুঝে গিয়েছিলেন যে এই ছেলেটা আগামীদিনে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হবে।

ছেলের স্বপ্নপূরণ করতে জমি-জায়গা বিক্রি করে দেন বাবা

এমন প্রতিভা তো আর রাতারাতি জন্ম নেয় না। এর পিছনে থাকে এক অক্লান্ত লড়াইয়ের রূপকথা। বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী পেশায় একজন কৃষক। তিনি সেই লড়াইটা লড়তে পেরেছিলেন। ক্রিকেট খেলায় ছেলের স্বপ্নপূরণ করার জন্য নিজের জমি-জায়গা পর্যন্ত বিক্রি করে দেন তিনি। পাশাপাশি ছেলেকে ক্রিকেট ম্য়াচ দেখানোর জন্য একদিন ছাড়াই ১০০ কিলোমিটার ট্রাভেল করতেন তিনি। পাশাপাশি, বৈভবের খাওয়া-দাওয়া নিয়েও যথেষ্ট সতর্ক ছিলেন তাঁর মা। যদি কেউ প্রতিদিন ৬০০ করে বল খেলে, তাহলে এমন প্রতিভার (vaibhav suryavanshi century) জন্ম অস্বাভাবিক কোনও ঘটনা নয়।

Vaibhav Suryavanshi Diet: না খাসির মাংস, না পিৎজা! সাফল্য পেতে কোন কোন খাবার ছাড়তে হয়েছে বৈভবকে?

শুধুমাত্র আইপিএল নয়, ঘরোয়া ক্রিকেটেও ধামাকা করেছিলেন বৈভব

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪ সালের জানুয়ারি মাসে বৈভব সূর্যবংশী প্রথম শ্রেণীর ক্রিকেটে ডেবিউ করেছিলেন। সেইসময় তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর ২৮৪ দিন। গত বছরই চেন্নাইয়ে টিম ইন্ডিয়ার হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ ম্য়াচ খেলেন। সেখানে তিনি ৫৮ বলে শতরান পূরণ করেন। আর সেইসঙ্গে অনূর্ধ্ব-১৯ টেস্ট ক্রিকেটে ভারতীদের মধ্যে দ্রুততম শতরানের রেকর্ড কায়েম করেছিলেন তিনি।

Vaibhav Suryavanshi: রাজস্থানের 'ওয়ান্ডার বয়' বৈভবের গোল্ডেন টাইম শুরু, গ্রহ-নক্ষত্রের চালেই হবেন সেরার সেরা

এই ইনিংসে বৈভব হাঁকিয়েছিলেন ১৪ তার এবং ৪ ছক্কা। শেষপর্যন্ত ৬২ বলে ১০৪ রান করে তিনি আউট হয়ে যান। এরপর ২০২৪ সালে সৈয়দ মুস্তাক ট্রফিতে বিহারের হয়ে টি-২০ ডেবিউ করেন। একটা ম্য়াচ খেলে তিনি অবশ্য খুব বেশি রান করতে পারেননি। এরপর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সবথেকে বেশি রান তাঁর ব্যাট থেকেই বেরিয়ে আসেন। ওই টুর্নামেন্টে পাঁচ ম্য়াচে তিনি ১৭৬ রান করেছিলেন। তাঁর সর্বাধিক স্কোর ছিল অপরাজিত ৭৬ রান।

Vaibhav Suryavanshi