Sarfaraz Khan: ইংল্যান্ড সিরিজে ঠাঁই মেলেনি টিম ইন্ডিয়ায়, সুযোগ পেয়েই হাঁকালেন সেঞ্চুরি

Buchibabu trophy 2025: বর্তমানে বুচিবাবু ট্রফির আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে ভারতের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার অংশগ্রহণ করেছেন। এই টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে খেলছেন সরফরাজ খান।

Buchibabu trophy 2025: বর্তমানে বুচিবাবু ট্রফির আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে ভারতের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার অংশগ্রহণ করেছেন। এই টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে খেলছেন সরফরাজ খান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sarfaraz Khan

Sarfaraz Khan: সম্প্রতি ভারতীয় ক্রিকেট দল যখন ইংল্যান্ড সফরে গিয়েছিল, সেইসময় পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছিল। এই সিরিজে টিম ইন্ডিয়ার পারফরম্য়ান্স মোটামুটি ছিল। পাশাপাশি আরও একবার সরফরাজ খানকে টিম ইন্ডিয়ায় সুযোগ দেওয়া হল না। তবে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ না পেলেও, সরফরাজ কিন্তু আরও একবার সেঞ্চুরি হাঁকিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করলেন। সেইসঙ্গে টিম ইন্ডিয়ায় ঢোকার দাবি আরও জোরাল করলেন। 

Advertisment

Sarfaraz Khan weight loss: ১৭ কেজি ওজন ঝরিয়ে ছিপছিপে সরফরাজ, 'কেউ এটা পৃথ্বীকে দেখা', খোঁচা ব্রিটিশ তারকার

বুচিবাবু টুর্নামেন্টে সরফরাজের শতরান

বর্তমানে বুচিবাবু ট্রফির আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে ভারতের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার অংশগ্রহণ করেছেন। এই টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে খেলছেন সরফরাজ খান। TNCA-র বিরুদ্ধে ব্যাট করতে নেমে সরফরাজ খান দুর্দান্ত একটি শতরানের ইনিংস খেললেন। পাশাপাশি নিজের দলের ভিতও শক্ত করলেন তিনি। সরফরাজ যখন ব্যাট করতে নামেন, সেইসময় মুম্বই ক্রিকেট দলের অবস্থা খুব একটা ভাল জায়গায় ছিল না। কিন্তু, খান সাহেব ৯২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে যাবতীয় সমস্যা দূর করে দেন।

Advertisment

Sarfaraz Khan (1)

নিজের ফিটনসের উপরেও জোর দিয়েছেন সরফরাজ

সরফরাজ খান যখন ব্যাট করতে নামেন, সেইসময় মুম্বই মাত্র ৯৮ রানে তিন উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল। এমন সময় সরফরাজ আসেন এবং নিজের চেনা ছন্দে ব্যাট করতে শুরু করেন। সরফরাজের ব্যাটিং নিয়ে তো প্রশ্ন কোনওকালেই ছিল না। কিন্তু, গত কয়েকমাস যেভাবে তিনি নিজের ফিটনেসের উপর জোর দিয়েছেন, সেটা স্পষ্টই চোখে পড়ল। শরীরের ওজন অনেকটাই কমিয়ে ফেলেছেন এবং আগের তুলনায় এখন তাঁকে অনেকটাই ফিট দেখাচ্ছে। শোনা যাচ্ছে, মাত্র ২ মাসের মধ্যে তিনি নাকি ১৭ কেজি ওজন কমিয়ে ফেলেছেন।

Sarfaraz Khan Weight Loss: কোন জাদুতে ১৭ কেজি ওজন ঝরালেন সরফরাজ? ফাঁস হল তাঁর ওয়েট লস জার্নি

সুযোগ মেলেনি ইংল্যান্ড সিরিজে

ইংল্যান্ডের বিরুদ্ধে যখন টিম ইন্ডিয়ার ৫ ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে কথা শুরু হয়েছিল, সেইসময় অনেকেই মনে করেছিলেন যে টিম ইন্ডিয়ার স্কোয়াডে হয়ত সরফরাজ খানকে রাখা হবে। কিন্তু, বিসিসিআই যখন স্কোয়াড ঘোষণা করল, সেখানে সরফরাজের নাম ছিল অনুপস্থিত। সেইসময়ই নিজের ফিটনেসের উপর জোর দিয়েছিলেন সরফরাজ। এরপর সুযোগ পেতে না পেতেই সেঞ্চুরি হাঁকিয়ে তিনি সমালোচকদের মুখ বন্ধ করে দেন।

Sarfaraz Khan