Sarfaraz Khan weight loss: ১৭ কেজি ওজন ঝরিয়ে ছিপছিপে সরফরাজ, 'কেউ এটা পৃথ্বীকে দেখা', খোঁচা ব্রিটিশ তারকার

Kevin Pietersen on Sarfaraz Khan: আগামী ঘরোয়া মরশুম শুরুর আগেই সরফরাজ নাকি প্রায় ১৭ কেজি ওজন কমিয়ে দিয়েছেন। আগের তুলনায় এখন অনেকটাই ফিট, ছিপছিপে এবং সুগঠিত দেহে নজর কাড়ছেন তিনি।

Kevin Pietersen on Sarfaraz Khan: আগামী ঘরোয়া মরশুম শুরুর আগেই সরফরাজ নাকি প্রায় ১৭ কেজি ওজন কমিয়ে দিয়েছেন। আগের তুলনায় এখন অনেকটাই ফিট, ছিপছিপে এবং সুগঠিত দেহে নজর কাড়ছেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sarfaraz-Prithvi: সরফরাজ খানের তুলনা টেনে পৃথ্বী শ'কে কটাক্ষ কেভিন পিটারসেনের

Sarfaraz-Prithvi: সরফরাজ খানের তুলনা টেনে পৃথ্বী শ'কে কটাক্ষ কেভিন পিটারসেনের

Kevin Pietersen on Sarfaraz Khan Transformation: ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন (Kevin Pietersen) ভারতীয় ব্যাটার সরফরাজ খানের (Sarfaraz Khan) ওজন ধরানো চেহারা দেখে মুগ্ধ। আগামী ঘরোয়া মরশুম শুরুর আগেই সরফরাজ নাকি প্রায় ১৭ কেজি ওজন কমিয়ে দিয়েছেন। আগের তুলনায় এখন অনেকটাই ফিট, ছিপছিপে এবং সুগঠিত দেহে নজর কাড়ছেন তিনি। গত কয়েক বছর ধরেই তিনি দেশের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন, কিন্তু তবুও ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের দলে জায়গা হয়নি তাঁর। ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠায় আগেও সমালোচনার মুখে পড়েছেন সরফরাজ। তবে এবার তাঁর ট্রান্সফরমেশন দেখে খুশি কেভিন পিটারসেন।

Advertisment

পিটারসেন এমনকি ভারতের আরেক প্রতিভাবান ক্রিকেটার পৃথ্বী শ'কে (Prithvi Shaw) সরফরাজের থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, পৃথ্বীও দীর্ঘদিন ধরে ফিটনেস সমস্যার কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন।

আরও পড়ুন বারবার শরীর নিয়ে খোঁটা, এই ডায়েটেই ওজন কমিয়ে বাজিমাত টিম ইন্ডিয়ার ব্যাটারের

Advertisment

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল সরফরাজ খানের। তবে এখনও পর্যন্ত ভারতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি তিনি। পিটারসেন সরফরাজের নতুন ছবি দেখে ইনস্টাগ্রামে লেখেন, "দারুণ প্রচেষ্টা, যুবক! অনেক অভিনন্দন। এই রূপান্তর তোমাকে মাঠে আরও ধারাবাহিক ও শক্তিশালী পারফরম্যান্স দিতে সাহায্য করবে বলে আমি নিশ্চিত। তুমি নিজের অগ্রাধিকারের তালিকা নতুন করে সাজালে, এটা খুবই প্রশংসনীয়! কেউ কি পৃথ্বীকেও এটা দেখাতে পারে? এটা সম্ভব! শক্ত দেহ, শক্ত মন।"

আরও পড়ুন সরফরাজের কেরিয়ার ধ্বংস করতে উঠেপড়ে লেগেছেন গম্ভীর-রোহিত! বিস্ফোরক অভিযোগ ভাসালেন এবার মঞ্জরেকর

‘আমি শুধু এটুকুই বলব…’

সরফরাজ খান যখন তাঁর জিম সেশন ও ফিটনেস ট্রান্সফরমেশন নিয়ে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তখন নেটিজেনরা তাঁর জেদ আর নিষ্ঠা দেখে মুগ্ধ হয়ে যান। এর আগে ভারতীয় দলের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং বলেছিলেন, "সরফরাজকে ইংল্যান্ড টেস্ট স্কোয়াডে না দেখে আমি হতবাক হয়েছিলাম। এটা খুবই দুর্ভাগ্যজনক। তবে আমি নিশ্চিত, ও দুর্দান্তভাবে ফিরে আসবে। ওঁর মধ্যে সেই জেদ আছে। আমি এটুকুই বলব, হতাশ হয়ো না, তুমি তোমার প্রাপ্য সুযোগ অবশ্যই পাবে। আজ না হোক কাল।"

আরও পড়ুন ক্রিকেট যাক চুলোয়, গার্লফ্রেন্ডের জন্মদিন নিয়ে ব্যস্ত পৃথ্বী!

মহারাষ্ট্রের হয়ে খেলবেন পৃথ্বী শ

এদিকে, ভারতীয় দলে দীর্ঘদিন ধরে অনুপস্থিত পৃথ্বী শ আগামী ঘরোয়া মরশুমে মহারাষ্ট্রের হয়ে খেলবেন। একসময় দুর্দান্ত পারফরম্যান্স করা এই ব্যাটসম্যান জুন মাসে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে এনওসি চেয়ে আবেদন করেন, যা মাসের শেষে তাঁকে দিয়ে দেওয়া হয়।

মোট কথা, সরফরাজের এই ট্রান্সফরমেশন শুধু প্রশংসনীয় নয়, বরং ভারতের তরুণ ক্রিকেটারদের জন্য একটা দৃষ্টান্ত, ফিটনেসই ভবিষ্যতের চাবিকাঠি।

আরও পড়ুন গোটা রাত বাইরে, হোটেলে ঢোকে সন্ধ্যে ৬ টায়! পৃথ্বীকে নিয়ে বড় কেলেঙ্কারি ফাঁস মুম্বই ক্রিকেট

Prithvi Shaw Sarfaraz Khan Kevin Pietersen