ইস্টবেঙ্গলে কোচিং করানোর সুযোগ পেয়েও ভাগ্য সঙ্গ দেয়নি। কোচের পদে নিযুক্ত হয়েও অনুশীলনে এসে পা ভেঙে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছিল। তারপরে আর ইস্টবেঙ্গলে কোচিং করাতে ডাকা হয়নি মৃদুল বন্দ্যোপাধ্যায়কে।
সেই মৃদুল বন্দ্যোপাধ্যায়ের ইস্টবেঙ্গলে প্রত্যাবর্তন ঘটল নাটকীয়ভাবে। মঙ্গলবার ক্লাব জানিয়ে দিল, মৃদুল বন্দ্যোপাধ্যায় আসন্ন মরশুমে দলের ম্যানেজারের ভূমিকা পালন করবেন।
আরও পড়ুন: মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে! বেঞ্চারিফার স্টাফ যোগ দিলেন লাল-হলুদে
দলের ম্যানেজারের পাশাপাশি মৃদুল বন্দ্যোপাধ্যায় সহকারী কোচের ভূমিকাও পালন করবেন। দলের প্রথম ভারতীয় সহকারী কোচ রেনেডি সিং। দ্বিতীয় হিসাবে যোগ দিলেন মৃদুল বন্দ্যোপাধ্যায়। তিন দশকের কোচিং অভিজ্ঞতা। ইস্টবেঙ্গলের সঙ্গেই কোচ হিসেবে দেখা গিয়েছে মোহনবাগান, মহামেডান, ইন্ডিয়ান এরোজ, ভারতীয় বয়সভিত্তিক যুব দলেও। আইএসএলে সহকারী কোচ ছিলেন দিল্লি ডায়নামোজ দলেও।
মৃদুল বন্দ্যোপাধ্যায় চেনা ক্লাবে ফিরে এসে জানিয়েছেন, "ইস্টবেঙ্গলের সঙ্গে জড়িত হতে পারা সবসময়েই গর্বের। নতুন ভূমিকায় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। একাধিক ভারতীয় ক্লাবে কোচিংয়ের সূত্রে অভিজ্ঞতা রয়েছে। সেই সূত্রেই ম্যানেজারের দায়িত্ব পালন করতে পারব আশা করি। মাঠ এবং মাঠের বাইরে দলকে পরিচালনা করা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ। সবকিছু যাতে ঠিকঠাক থাকে, তা আমার নজরে থাকবে।"
আরও পড়ুন: ডেল বস্কি-বেনিতেজের ‘বন্ধু’, ভিয়া-সিলভাদের কোচকে সহকারী বাছল ইস্টবেঙ্গল
এএফসি-এ লাইসেন্স থাকা মৃদুল রাজ্যের যুব ফুটবল দলকে পরপর দু বছর চ্যাম্পিয়নশিপে তুলেছেন। ২০১৬-য় কলকাতা প্রিমিয়ার লিগে মহামেডানকে দ্বিতীয় করেন। খেলোয়াড়ি জীবনে মৃদুল বন্দ্যোপাধ্যায় বড় দল সহ একাধিক প্রিমিয়ার ডিভিশনের ক্লাবে খেলেছেন।
মৃদুলবাবু আরও জানিয়েছেন, "নিজের অর্জিত অভিজ্ঞতা থেকে দলকে কোচিংয়েও সাহায্য করব। প্রতিদিনই যাতে উন্নতি করতে পারে, সেদিকেও নজর রাখব। সমর্থকদের চাওয়া পাওয়া নিয়ে ভালোই ওয়াকিবহাল আমি। এমন পরিবেশেই ফুটবলার হিসাবে সমৃদ্ধ হয়েছি। মাঠে নামার জন্য তর সইছে না।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন