ইস্টবেঙ্গল তারকাকে ফ্রি-তে ছিনিয়ে নিল বেঙ্গালুরু! ডামাডোলে ছত্রভঙ্গ লাল হলুদ শিবির

ইস্টবেঙ্গলের ডামাডোলে ফের একবার তারকা উইঙ্গার হরমনপ্রীত সিং বেঙ্গালুরুতে সই করলেন। ফ্রি ট্রান্সফার হিসাবে যোগ দিচ্ছেন দক্ষিণী ক্লাবে।

ইস্টবেঙ্গলের ডামাডোলে ফের একবার তারকা উইঙ্গার হরমনপ্রীত সিং বেঙ্গালুরুতে সই করলেন। ফ্রি ট্রান্সফার হিসাবে যোগ দিচ্ছেন দক্ষিণী ক্লাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গত বছরই ইস্টবেঙ্গলে নাম লিখিয়েছিলেন উঠতি তারকা। অনুশীলনে কোচ ফাউলারকে প্রভাবিতও করেছিলেন। সেই কারণেই মাত্র ১৯ বছরেই আইএসএলে অভিষেক ঘটিয়ে ফেলেন হরমনপ্রীত সিং। তবে ইস্টবেঙ্গল নয়। আসন্ন আইএসএলে হরমনপ্রীতের ঠিকানা বেঙ্গালুরু এফসি।

Advertisment

এক বছরের চুক্তিতে ইন্ডিয়ান এরোজ থেকে উঠে আসা এই প্রতিভাবান উইঙ্গার সই করেছিলেন লাল হলুদে। তবে মার্চে চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে ইস্টবেঙ্গল কার্যত যোগাযোগ রাখেনি তাঁর সঙ্গে। ইস্টবেঙ্গলের জন্য বেশ কিছুদিন অপেক্ষা করেও বুঝে যান, ক্লাবের অভ্যন্তরীণ সমস্যা এখনি মেটার নয়। তাই বেঙ্গালুরুর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন সুনীল ছেত্রীদের ক্লাবে। ফ্রি ট্রান্সফারে দু বছরের চুক্তিতে হরমনপ্রীত গেলেন দক্ষিণী ক্লাবে।

আরো পড়ুন: বিদেশি বাছাই প্রায় চূড়ান্ত করেও অথৈ জলে শ্রী সিমেন্ট! চরম সঙ্কটে দীর্ঘশ্বাস লাল হলুদে

Advertisment

এএফসি কাপের প্লে অফে ঈগলস এফসির বিপক্ষে কিছুদিনের মধ্যেই নামতে হবে ব্লুজ-দের। তার আগেই উঠতি উইঙ্গারকে সই করিয়ে চমক তাঁদের। এর আগে ইস্টবেঙ্গল থেকে সার্থক গলুইও সই করেন বেঙ্গালুরু এফসিতে।

আরো পড়ুন: আরো ভাঙল ইস্টবেঙ্গল স্কোয়াড, চলে গেলেন বাঙালি তারকা! ধোঁয়াশা জিইয়ে রাখলেন ফাউলার

ইস্টবেঙ্গলে আসার আগে হরমনপ্রীত ইন্ডিয়ান এরোজের হয়ে চুটিয়ে আইলিগ খেলেছেন। তারপরে ইস্টবেঙ্গলে সই করেও পর্যাপ্ত ম্যাচ টাইম পেয়েছেন তিনি। সাতবার নেমেছেন লাল হলুদ জার্সিতে। ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলের অভিষেক ম্যাচে প্রতিপক্ষ ছিল ওড়িশা এফসি। সেই ম্যাচে ফাউলারের দল ৩-১ ব্যবধানে জিতেছিল।

আরো পড়ুন: বিনিয়োগ করলেও মেধাস্বত্ত্বের অর্থ কোথায়! এক্সিট ক্লজ নিয়ে শ্রী সিমেন্টকে তোপ ইস্টবেঙ্গলের

উইঙ্গার হলেও ফাইনাল থার্ডে যেকোনো পজিশনে খেলতে পারেন তিনি। বাবা সাতনাম সিং পাঞ্জাব পুলিশের ফুটবল হয়ে খেলতেন। কাকা আবার জেসিটির হয়ে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জিতেছেন। এমনই বিখ্যাত ফুটবল পরিবার থেকে উঠে এসেছেন তিনি।

আরো পড়ুন: কলকাতা লিগে না খেললে কড়া শাস্তির মুখে ইস্টবেঙ্গল, এবার হুমকি আইএফএ-র

বেঙ্গালুরুতে যোগ দিয়েই তিনি ক্লাবের মিডিয়াকে বলে দিয়েছেন, সুনীল ছেত্রী এবং গুরপ্রীত সিংয়ের মত অভিজ্ঞ তারকাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চান। বেঙ্গালুরুকে ট্রফি জেতাতে চান বলেও জানিয়েছেন। তাঁকে ক্লাবে স্বাগত জানিয়েছেন বেঙ্গালুরুর জার্মান কোচ মার্কো পিজ্জাউলিও।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

East Bengal Kolkata Football Indian Football ISL Sports News