Lucknow Super Giants: IPL ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস (LSG) তাদের নতুন বোলিং কোচ হিসেবে ভারতের অভিজ্ঞ কোচ ভরত অরুণের নাম ঘোষণা করেছে। দীর্ঘদিন ভারতীয় জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা অরুণ, সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের (KKR) সঙ্গে সফল সময় কাটানোর পর এলএসজিতে নতুন দায়িত্ব গ্রহণ করলেন।
৬২ বছর বয়সি অরুণ এক বিবৃতিতে বলেছেন, “লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মতো পেশাদার, উচ্চাকাঙ্ক্ষী ও ভবিষ্যতমুখী ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। ড. সঞ্জীব গোয়েনকা (Sanjiv Goenka) এবং ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ছিল। তাঁরা তরুণ ভারতীয় প্রতিভায় বিনিয়োগ করে একটি দীর্ঘমেয়াদি উত্তরাধিকার গড়ে তোলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও যোগ করেন, “আমার কাছে সবচেয়ে বড় উৎসাহের বিষয় হল এলএসজি-র তরুণ পেস আক্রমণ। আকাশ দীপ, আবেশ খান, মায়াঙ্ক যাদব, প্রিন্স যাদব, মহসিন খান এবং আকাশ সিং, এঁদের প্রত্যেকের মধ্যেই অসাধারণ সম্ভাবনা রয়েছে। আমার লক্ষ্য হবে এদের একত্রিত করে এমন একটি সাহসী, দক্ষ ও কৌশলনির্ভর পেস ইউনিট তৈরি করা, যাঁরা বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপকে চ্যালেঞ্জ জানাতে পারবে।”
আরও পড়ুন সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে 'পারফেক্ট বদলা' নিলেন রাহুল, জীবনেও ভুলবেন না LSG মালিক
ভরত অরুণ ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত রবি শাস্ত্রীর নেতৃত্বে ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন। তাঁর কোচিংয়ে ভারতীয় বোলিং ইউনিট বিশ্বমানের হয়ে ওঠে, এবং বিদেশের মাটিতে বড় জয় সম্ভব হয়। পরবর্তীতে শাহরুখ খানের (Shah Rukh Khan) কেকেআরের (KKR) সঙ্গেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ২০২৪ সালের আইপিএলে এক দশকের মধ্যে কেকেআরকে তাদের তৃতীয় ট্রফি এনে দিতে কোচিং স্টাফের অংশ ছিলেন অরুণ। তবে, গত মরশুমে দুর্বল পারফরম্যান্স করে অষ্টম স্থানে শেষ করে কেকেআর। সেই ব্যর্থতার পর কেকেআর কোচিং স্টাফে রদবদল শুরু করে, এবং অভিষেক নায়ার ও ডোয়েন ব্রাভোকে দলে নেওয়ায় চন্দ্রকান্ত পণ্ডিত ও ভরত অরুণ বিদায় নেন।
এদিকে, এলএসজি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি যে জাহির খান ও জাস্টিন ল্যাঙ্গারকে পরবর্তী মরশুমেও যথাক্রমে মেন্টর ও হেড কোচ হিসেবে রাখা হবে কিনা। দুই অভিজ্ঞ কোচের বর্তমান চুক্তি ২০২৬ মরশুম শুরুর আগেই শেষ হওয়ার কথা।
আরও পড়ুন নিজের ব্যাটে রান নেই! IPL থেকে ছিটকে গিয়ে টিমের ঘাড়ে দোষ চাপালেন পন্থ
এখন দেখার বিষয়, ভরত অরুণের অধীনে এলএসজির তরুণ বোলিং ইউনিট কতটা উন্নতি করতে পারে এবং আইপিএলে নিজেদের আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করতে পারে কি না।