/indian-express-bangla/media/media_files/2025/04/23/ii1rA9iKaWtlPNmIn32c.jpg)
কেএল রাহুল এবং সঞ্জীব গোয়েঙ্কা
KL Rahul IPL 2025: গত আইপিএল মরশুমে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) যে প্রকাশ্য ঝামেলা হয়েছিল, সেকথা আজ আর কারোর কাছেই অজানা নয়। এরপর ২০২৫ আইপিএল টুর্নামেন্টে মেগা নিলামের আগেই রাহুল জানিয়ে দিয়েছিলেন যে লখনউয়ের হয়ে তিনি আর খেলতে চান না। এই দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) তাঁকে সাগ্রহে নিজেদের দলে টেনে নেয়। আর সেকারণেই মঙ্গলবার (২২ এপ্রিল) দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্য়াচে সকলের নজর কেএল রাহুলের উপরেই ছিল।
আর লখনউয়ের বিরুদ্ধে কার্যত জ্বলে উঠলেন রাহুল। দিল্লি ক্যাপিটালস দল এবং ম্য়ানেজমেন্টের ভরসার যোগ্য দাম দিলেন তিনি। অপরাজিত ৫৭ রানের একটি ম্য়াচজয়ী ইনিংস খেলার পর খুব স্বাভাবিকভাবে প্রাক্তন লখনউ অধিনায়ক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। এই ইনিংসে রাহুল ৩ চার এবং তিন ছক্কা হাঁকিয়েছেন।
Sanjiv Goenka: কেন ডাকা হল না ক্রীড়ামন্ত্রীকে? ফাইনালের পর 'জবাব' সঞ্জীব গোয়েঙ্কার
এই ম্য়াচে রাহুল শুধুমাত্র দিল্লিকে জেতাতেই সাহায্য করলেন না, পাশাপাশি লখনউয়ের প্লে-অফে ওঠার দরজাও কার্যত বন্ধ করে দিলেন। ম্যাচের পর সঞ্জীব গোয়েঙ্কা হাসিমুখে রাহুলের দিকে এগিয়ে আসেন এবং করমর্দন করেন। কিন্তু, রাহুলকে দেখে স্পষ্টই বোঝা গেল যে তিনি প্রাক্তন মালিকের ব্যবহার আজও ভুলতে পারেননি। আর সেকারণেই সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথাও বলতে চাইলেন না তিনি। হনহন করে এগিয়ে চলে যান তিনি। এই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
দেখে নিন সেই ভাইরল ভিডিও:
KL Rahul AND Sanjiv Goenka 🤔🤔 pic.twitter.com/4Dtudn34G8
— Gyanu Gautam (@gyanudatt8) April 22, 2025
রাহুলের ম্য়াচ জেতানোর পর ভাইরাল গোয়েঙ্কার রিঅ্যাকশন
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিশাল একটা ছক্কা হাঁকিয়ে ম্য়াচ জেতান কেএল রাহুল। ঠিক সেইসময় টেলিভিশন ক্যামেরায় ফুটে ওঠে সঞ্জীব গোয়েঙ্কার প্রতিক্রিয়া। রাহুলকে ছেড়ে দিয়ে তিনি যে কত বড় ভুল করেছেন, সেটা যেন হাড়ে-হাড়ে টের পাচ্ছিলেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রাহুলের নেতৃত্বেই লখনউ ২ বার প্লে-অফের যোগ্যতা অর্জন করেছিল। কিন্তু, মালিক এবং অধিনায়কের সম্পর্কে ফাটল ধরার পর ২০২৫ আইপিএল মেগা নিলামের আগে রাহুল দল ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এলএসজি তাদের নতুন অধিনায়ক হিসেবে ঋষভ পন্থকে বেছে নেয়। কিন্তু, এই মরশুমে ঋষভ একেবারেই নজর কাড়তে পারেননি।