Advertisment

ফের ৫ উইকেট শাহবাজের, সিরিজ জিতল ভারতীয়-এ দল

গতকাল বিনা উইকেটে ৩৭ রানে অপরাজিত ছিল ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। ওপেনার জেরেমি সোলোজানো ২৫২ বলে ৯২ রান করেন। তিন নম্বরে ব্যাট করতে নামা ব্র্যান্ডন কিং আক্রমণাত্মক ৮৪ বলে ৭৭ করে যান।

author-image
IE Bangla Web Desk
New Update
SHAHBAZ NADIM

বল হাতে পাঁচ উইকেট নিলেন নাদিম (এক্সপ্রেস ফোটো)

ভাবা হয়েছিল সহজেই জয় হাসিল করবে ভারত। তবে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার দৃঢ়তায় ড্র করেই ম্যাচ ফিনিশ করতে হল ভারত-এ দলকে। শাহবাজ নাদিম ৫ উইকেট নিলেও ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেটের বেশি নেওয়া সম্ভব হল না। ৩৭৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ গোটা দিন ব্য়াট করে স্কোরবোর্ডে ৩১৪-৬ তুলল। এই টেস্ট ড্র হলেও ভারত-এ দল সিরিজ ২-০ ফলাফলে দখল করল।

Advertisment

গতকাল বিনা উইকেটে ৩৭ রানে অপরাজিত ছিল ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। ওপেনার জেরেমি সোলোজানো ২৫২ বলে ৯২ রান করেন। তিন নম্বরে ব্যাট করতে নামা ব্র্যান্ডন কিং আক্রমণাত্মক ৮৪ বলে ৭৭ করে যান। পাশাপাশি সিনিয়র দলে খেলা সুনীল আমব্রিস ১৪২ বলে ৬৯ রানে ভর করে ভারতীয়-এ দলের বিপক্ষে তৃতীয় টেস্ট ড্র রাখতে সক্ষম হয়।

আরও পড়ুন

শেষবার টেস্ট খেলতে চেয়েছিলেন গেইল, আবেগের মূল্য় দিল না ওয়েস্ট ইন্ডিজ

অবাক বিশ্ব! ভারতের বিরুদ্ধে ‘হেভিয়েস্ট’ ওয়েস্টইন্ডিজ

ব্য়াটিংয়ে যেমন শুভমান গিল উঠে এসেছেন নতুন তারকা হিসেবে। তেমনই বোলিংয়ে উত্থান ঝাড়খণ্ডের স্পিনার শাহবাজ নাদিমের। তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪১ ওভার বল করে ১০৩ রান খরচ করে তুললেন ৫ উইকেট। ঘরোয়া ক্রিকেটে টানা পারফর্ম করে চলেছেন। এ দলের হয়ে চলতি সফরে দুটো টেস্টে অংশ নিলেন। এর মধ্যেই তিন ইনিংসে ৫ উইকেট শিকার করলেন তিনি। সিরিজে তাঁর নামের পাশে ১৫ উইকেট।

পরশ মামব্রে-র প্রশিক্ষণাধীন এই এ দল থেকে ভারতের প্রাপ্তি অনেক। চলতি মাসের শেষেই সিনিয়র দলের হয়ে খেলতে নামবেন হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা এবং মায়াঙ্ক আগারওয়াল। তার আগে তিনজনেই ওয়েস্ট ইন্ডিজ-এ দলের বিরুদ্ধে সফল। হনুমা বিহারী যেমন ১টা শতরান এবং ফিফটি সহ ২২৪ রান করলেন সিরিজে, তেমনই ঋদ্ধিমান ও মায়াঙ্কের নামের পাশে যথাক্রমে ১৩৭ (২টো ফিফটি) এবং ১২৩ রান (১টা ফিফটি)।

উমেশ যাদবের নামের পাশেও উইকেট। সিম বোলিং অলরাউন্ডার হিসেবে বিজয়শঙ্করের পরিবর্তে দ্রুত উঠে আসছেন মুম্বইয়ের শিবম দুবে। চলতি সিরিজেই ১৮০ রান সহ ৫ উইকেট দখল করেছেন।

Read the full article in ENGLISH

cricket West Indies
Advertisment