/indian-express-bangla/media/media_files/2025/06/04/zIR2G1yrvxOtdvHgF4IX.jpg)
পঞ্জাব কিংস দলের তারকা ব্যাটার শশাঙ্ক সিং
Shashank Singh Half Century: ১৮ বছর পর পঞ্জাব কিংসের (Punjab Kings) সামনে আইপিএল ট্রফি জয়ের একটি সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু, শেষ রাতে বাজিমাত করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচে ৬ রানের ব্যবধানে জয়লাভ করে রজত পতিদারের দল।
ফাইনাল ম্য়াচে পঞ্জাবের সামনে জয়ের জন্য ১৯১ রানের টার্গেট ছিল। কিন্তু, ৯৮ রানের মধ্যে তারা ৪ উইকেট হারিয়ে ফেলে। এখান থেকেই লড়াই শুরু করেন শশাঙ্ক সিং। তিনি শুধুমাত্র একটা দিক ধরেই ছিলেন না, দ্রুতগতিতে রান করারও চেষ্টা করেন। কিন্তু, দূর্ভাগ্যের বিষয় এটাই যে অপর প্রান্তে রান করার মতো আর কেউ ছিলেন না। সেকারণে শশাঙ্ক হাফসেঞ্চুরি করলেও তাঁর দল শেষপর্যন্ত জিততে পারেনি।
পঞ্জাবের হারের পর কেঁদে ফেললেন শশাঙ্ক সিং
২০২৫ আইপিএল মরশুমে যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছেন শশাঙ্ক সিং। ব্যাট হাতে করেছেন যথেষ্ট রান। পঞ্জাব কিংস দলের 'ফিনিশার' হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ফাইনাল ম্য়াচে যখন তিনি ব্যাট করতে নেমেছিলেন, তখন পঞ্জাব কিংসের অবস্থা খুব একটা ভাল ছিল না। এমন একটা ইনিংসের দরকার ছিল, যা দলকে জেতাতে পারে। সেই চেষ্টাই করেছিলেন শশাঙ্ক। তবে হাফসেঞ্চুরি হাঁকিয়েও তিনি দলকে শেষপর্যন্ত জেতাতে পারলেন না।
Phil Salt Catch Video: উড়ন্ত সল্টের দুরন্ত ক্যাচ! স্তম্ভিত গোটা ক্রিকেট বিশ্ব, দেখুন ভিডিও
ফাইনাল ম্য়াচে শশাঙ্ক ৩০ বল খেলে ৬১ রানের একটা দুর্দান্ত ইনিংস উপহার দেন। এরমধ্যে ৩ চার এবং ৬ ছক্কা ছিল। প্রসঙ্গত, ফাইনাল ম্য়াচে শশাঙ্কই পঞ্জাব কিংসের একমাত্র ব্যাটার যিনি ৫০ রানে চৌকাঠ স্পর্শ করেছিলেন। শেষপর্যন্ত লড়াই করেও পঞ্জাবকে জেতাতে পারেননি শশাঙ্ক। আর তাই ম্য়াচের শেষে কেঁদে ফেললেন তিনি।
Bro I cry for you...Don't be sad, love you❤️#ShashankSinghpic.twitter.com/VIhl2A4O5m
— Abhi (@Abhifromearth1) June 3, 2025
পঞ্জাব কিংসের হয়ে সর্বাধিক রানের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন শশাঙ্ক সিং
২০২৫ আইপিএল টুর্নামেন্টে শশাঙ্ক সিং বেশ ভাল ফর্মে ছিলেন। পঞ্জাব কিংসের হয়ে সর্বাধিক রানের তালিকায় পাঁচ নম্বরে নামও লেখান তিনি। ১৭ ম্য়াচের ১৪ ইনিংসে ব্যাট করতে নেমে শশাঙ্ক ৫০-এর ব্যাটিং গড়ে মোট ৩৫০ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৫৩.৫০। এছাড়া তাঁর ব্যাট থেকে তিনটে হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গিয়েছে। এই মরশুমে শশাঙ্ক মোট ২৩ চার এবং ১৮ ছক্কা হাঁকিয়েছেন।