/indian-express-bangla/media/media_files/2025/06/04/FeAl71a8LC8FyLP1IQKx.jpg)
চোখধাঁধানো ক্যাচ ধরলেন ফিল সল্ট
Phil Salt catch IPL 2025: আইপিএল টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচে আরসিবি এবং পঞ্জাবের (RCB vs PBKS) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। এই খেলায় প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি (Royal Challengers Bengaluru) ব্রিগেড ১৯০ রানের স্কোর খাড়া করেছিল। জবাবে পঞ্জাব কিংসও দুর্দান্ত ব্যাটিংয়ের 'নজরানা' পেশ করে। তবে এই ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার ফিল সল্ট একটি অবিশ্বাস্য ক্যাচ তালুবন্দি করেছে। আর এটাই গোটা ম্য়াচের রং বদলে দিয়েছে।
ফিল সল্টের ক্যাচই বদলে দিল ম্য়াচ
২০২৫ আইপিএল টুর্নামেন্টের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শুরুটা বেশ জমকালো হয়েছিল। আর ফিল সল্টের অসাধারণ ফিল্ডিংয়ের কারণেই এমন শুরুয়াত সম্ভব হয়েছে। তিনি বাউন্ডারি লাইনে একটি অবিশ্বাস্য ক্যচ ধরে পঞ্জাব কিংস দলের ওপেনার ফিল সল্টকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন।
Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান
এই ম্যাচে পঞ্জাব কিংস ১৯১ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল। শুরু থেকেই ফিল সল্টকে বেশ বিধ্বংসী মেজাজে দেখতে পাওয়া যায়। কিন্তু, সল্টের দুরন্ত ক্যাচ এক লহমায় গোটা ম্য়াচের রং বদলে দেয়। জস হ্যাজেলউডের বলে আর্য বড় শট মারতে গিয়েছিলেন। কিন্তু, সল্ট সুদক্ষ কৌশলে সেই বলটা তালুবন্দি করলেন। এই ক্যাচই RCB-কে সাফল্য এনে দিল। লড়াইয়ে ফিরল গোটা দল।
IPL 2025 Award Winners List: শেষ হল আইপিএল উৎসব, কে কোন পুরস্কার পেলেন? দেখে নিন তালিকা
দেখে নিন সেই ভিডিও:
Brilliant catch by Phil Salt! Sprinting from fine leg, he takes a stunning running catch, nearly crossing the ropes. With incredible awareness, he flicks the ball back into play mid-air, re-enters the field, and completes the catch on the second attempt.
— Get Essentials (@pvprakash) June 3, 2025
pic.twitter.com/DFTN3uZiTk
ঝড়ের গতিতে শুরু করেছিল পঞ্জাব কিংস
১৯১ রানের টার্গেট তাড়া করতে নেমে পঞ্জাব কিংস ব্যাটারদের শুরু থেকেই বেশ মারমুখী মেজাজে দেখতে পাওয়া যায়। ১৯ বলে ২৪ রান করে প্রিয়াংশ আর্য শুরুটা বেশ ভাল করেছিলেন। তাঁর ব্যাট থেকে ৪ চার বেরিয়ে আসে। একটা সময় মনে হচ্ছিল যে তিনিই এই দলটাকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবেন। ঠিক সেইসময় জস হ্যাজেলউড একটি শর্ট পিচ ডেলিভারি করেন। এই বলটা প্রিয়াংশ আর্য ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের দিকে পুল করার চেষ্টা করেন।
আর ঠিক ওখানেই ফিল্ডিং করছিলেন ফিল সল্ট। এই ব্রিটিশ ক্রিকেটার প্রথমে কিছুটা দৌড়ে ক্যাচটা তালুবন্দি করেন। কিন্তু, সল্ট খুব ভাল করেই জানতেন যে তিনি বাউন্ডারি লাইনের বাইরে চলে যেতে পারেন। সেকারণে সঙ্গে সঙ্গে তিনি বলটা আবার উপরের দিকে ছুঁড়ে দেন। এরপর কয়েক সেকেন্ডের জন্য তিনি বাউন্ডারি লাইনের বাইরে চলে গেলেও, ফিরে এসে বলটা ফের তালুবন্দি করেন। এটা দেখে স্টেডিয়ামে উপস্থিত ৯০,৮৭১ দর্শক কার্যত হাঁ হয়ে যান। সল্ট অসাধারণ একটি ফিল্ডিংয়ের নজির কায়েম করলেন।
Virat Kohli RCB: ১৮ বছর পর এসেছে সাফল্য, আইপিএল জিতেই অবসর নিচ্ছেন বিরাট কোহলি?
এক হাতেই ক্যাচ ধরলেন সল্ট
এই ম্য়াচে সল্ট ডিপ অঞ্চলে ফিল্ডিং করছিলেন। তাঁর হাতে গ্লাভসও ছিল না। তবে দুর্দান্ত অ্যাথলেটিক্স এবং উপস্থিত বুদ্ধির পরিচয় দিলেন এই ইংরেজ ক্রিকেটার। আরসিবি প্রথম আইপিএল ট্রফি জয়ের লক্ষ্যেই মঙ্গলবার মাঠে নেমেছিল। এই দলটার একটা ধাক্কা দরকার ছিল। আর সেই ধাক্কাটাই দিয়েছেন ফিল সল্ট।