Advertisment

তালিবানি আতঙ্কে দিশেহারা! আফগানিস্তান ছেড়ে ভারতেই কোচিং বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলীয়র

অস্ট্রেলিয়ার হয়ে তিনটে টেস্ট, ৩৫টি ওয়ানডে এবং ২১টি টি২০ খেলা তারকা আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পুদুচ্চেরির বোলিং কোচ হিসেবে এবার যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ান প্রাক্তন স্পিডস্টার শন টেট। পুদুচ্চেরি ক্রিকেট সংস্থা সূত্রে খবর এমনটাই। হেড কোচ কাম ফিল্ডিং কোচ দিশান্ত যাগ্নিক, স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ কল্পেন্দ্র ঝা-য়ের সঙ্গেই কোচিং ইউনিটে নয়া সংযোজন শন টেট।

Advertisment

কয়েকদিন আগেই আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন শন টেট। পাঁচ মাসের জন্য। তবে বর্তমান তালিবানি শাসনে ক্রিকেট পুরোটাই অনিশ্চিত। এমন পরিস্থিতিতে টেট পাড়ি দিলেন ভারতে, পুদুচ্চেরিতে কোচিং করাতে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া-ভারতে কি খেলতে আসবে আফগানিস্তান, স্পষ্ট বার্তা দিল তালিবান

পুদুচ্চেরি ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসের শেষের দিকে দলে যোগ দেবেন টেট। সূত্রের বক্তব্য, "টেট চলতি মাসের শেষের দিকে দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এর মধ্যে যদি আফগানিস্তানে কোচিং করানোর ডাক আসে, তাহলে উনি আফগানিস্তানে চলে যেতে পারেন। পরের দিকে পুদুচ্চেরিতে যোগ দিতে পারেন।"

publive-image

সূত্রের খবর, পুদুচ্চেরির ক্রিকেট একাডেমির মেন্টর হিসেবেও তাঁকে দেখা যেতে পারে। পুদুচ্চেরির ক্রিকেট একাডেমি দেশের অন্যতম সেরা। একটি মাত্র ক্যাম্পাসেই আটটা ট্রেনিং গ্রাউন্ডের সঙ্গে ইন্ডোর পরিকাঠামোও রয়েছে।

আরও পড়ুন: আফগান ক্রিকেট দফতরে তালিবান হানা, দখল হয়ে গেল রশিদদের হেডকোয়ার্টার্স

অস্ট্রেলিয়ার হয়ে তিনটে টেস্ট, ৩৫টি ওয়ানডে এবং ২১টি টি২০ খেলা তারকা আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। ২০০৭ সালে অস্ট্রেলিয়াকে বিশ্বচ্যাম্পিয়ন করার ক্ষেত্রে টেটের অবদান অনস্বীকার্য। গোটা টুর্নামেন্টে ২৩ উইকেট দখল করেছিলেন তিনি।

আসন্ন ঘরোয়া ক্রিকেটে পুদুচ্চেরির দলকে নেতৃত্ব দেবেন ডি রোহিত। রঞ্জি ট্রফির এলিট ক্যাটাগরিতে খেলার পাশাপাশি সৈয়দ মুস্তাক আলি ট্রফি, বিজয় হাজারে ট্রফিতেও খেলবে পুদুচ্চেরি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Cricket Australia Puducherry Afghanistan Taliban Cricket News Rashid Khan
Advertisment