Advertisment

Shikhar Dhawan retirement: শনিবারই বজ্রপাত, খেলা ছাড়লেন দু-দুবার গোল্ডেন ব্যাটজয়ী ভারতীয়! সোনার ক্রিকেটারকে হারাল টিম ইন্ডিয়া

Shikhar Dhawan retires: শিখর ধাওয়ান অবসরকালীন বার্তায় বলেছেন যে তিনি দুঃখিত নন যে তিনি আবার ভারতের প্রতিনিধিত্ব করতে পারবেন না। তবে তিনি খুশি যে তিনি এত দিন ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shikhar Dhawan

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা শিখর ধাওয়ান। (ফাইল)

Shikhar Dhawan announces retirement from Cricket: সুদীর্ঘ ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন শিখর ধাওয়ান। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই ঘরোয়া ক্রিকেটেও আর দেখা যাবে না ধাওয়ানকে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ৩৮ বছরের তারকা বলে দিয়েছেন, "আজ যখন পিছন ফিরে তাকাই, তখন কেবল সুখের স্মৃতি গুলোই ভেসে বেড়ায়। আমার একটাই স্বপ্ন ছিল, তা হল ভারতের হয়ে খেলার। আমি সেটা অর্জনও করেছি। যাঁরা আমার জার্নিতে অবদান রেখেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। সর্বপ্রথম আমার পরিবার এবং শৈশবের কোচ প্রয়াত তারক সিনহা এবং মদন শর্মা, যাঁর কাছে ক্রিকেটের বেসিক বিষয়গুলো আয়ত্ত করেছিলাম।"

Advertisment

"সেই দলকেও ধন্যবাদ জানাতে চাই, যাঁদের সঙ্গে এতদিন ধরে ক্রিকেট খেলেছি। আমি আরও একটা পরিবার পেয়েছিলাম। নাম, অর্থ, যশ, প্রতিপত্তি, সমর্থকদের ভালবাসা- সমস্ত কিছুই পেয়েছি।"

আরও পড়ুন: বাবা টিম ইন্ডিয়ার তারকা, ছেলে মাঠে নামল ইংল্যান্ডের জার্সিতে! বেনজির দৃশ্য ক্রিকেট দুনিয়ায়

"কথাতেই আছে, পুরো গল্প পড়ার জন্য পাতা ওল্টাতে হয়। আমি সেটাই করতে চলেছি। আমি আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম।"

"কোনও অপ্রাপ্তি নিয়ে অবসর ঘোষণা করছি না। কারণ দেশের হয়ে প্রচুর ম্যাচ খেলেছি। বিসিসিআই এবং দিল্লি ক্রিকেট সংস্থাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। যাঁরা আমাকে এতদিন ভালবাসায় মুড়ে দিয়েছে তাঁদেরও ধন্যবাদ জানাতে চাই।"

জাতীয় দলের হয়ে শিখর ধাওয়ান ৩৪ টেস্ট ১৬৭ টি ওয়ানডে এবং ৬৮টি টি২০ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। ২০০৪ সালে প্ৰথম শ্রেণির ক্রিকেটে আবির্ভাবের পর দু দশক পর অবসরের ঘোষণা করলেন তারকা। ওয়ানডে ফরম্যাটে একসময় টিম ইন্ডিয়ার অপরিহার্য ছিলেন তিনি। ৪৪.১১ গড়ে ৬৭৯৩ রান করেছেন। টেস্টে ৪০.৬১ গড়ে করেছেন ২৩১৫ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে ২৪ শতরানের পাশাপাশি ৫৫টি হাফসেঞ্চুরিও রয়েছে তাঁর। ঘরোয়া ক্রিকেটে অবসরের অর্থ আইপিএলেও আর দেখা যাবে না তারকাকে।

ধাওয়ানের আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ কিছু অর্জন

চ্যাম্পিয়ন্স ট্রফি (২০১৩)- গোল্ডেন ব্যাট

চ্যাম্পিয়ন্স ট্রফি (২০১৩)- সর্বাধিক রান

চ্যাম্পিয়ন্স ট্রফি (২০১৭)- গোল্ডেন ব্যাট

চ্যাম্পিয়ন্স ট্রফি (২০১৭)- সর্বাধিক রান

বিশ্বকাপ (২০১৫)- ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান

আইসিসি ইভেন্টে দ্রুততম ১০০০ রান

এশিয়া কাপ (২০১৩)- সর্বাধিক রান

এশিয়া কাপ (২০১৮)- সর্বাধিক রান

Team India Indian Cricket Team Indian Team Shikhar Dhawan
Advertisment