Shikhar Dhawan Girlfriend: বিদেশি প্রেমিকাকে নিয়ে তিতিবিরক্ত ধাওয়ান! Viral Video-তে যা নয় তাই বললেন 'গব্বর'

Shikhar Dhawan Relationship: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন শিখর। সেখানে তাঁর গার্লফ্রেন্ডের হিন্দি উচ্চারণ নিয়ে প্রশ্ন তুলেছেন শিখর। আইরিশ প্রেমিকা সোফি শাইনকে নিয়ে তিতিবিরক্ত হয়ে উঠেছেন তিনি।

Shikhar Dhawan Relationship: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন শিখর। সেখানে তাঁর গার্লফ্রেন্ডের হিন্দি উচ্চারণ নিয়ে প্রশ্ন তুলেছেন শিখর। আইরিশ প্রেমিকা সোফি শাইনকে নিয়ে তিতিবিরক্ত হয়ে উঠেছেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shikhar Dhawan-Sophie Shine: আইরিশ প্রেমিকা সোফি শাইনকে নিয়ে তিতিবিরক্ত হয়ে উঠেছেন শিখর ধাওয়ান

Shikhar Dhawan-Sophie Shine: আইরিশ প্রেমিকা সোফি শাইনকে নিয়ে তিতিবিরক্ত হয়ে উঠেছেন শিখর ধাওয়ান

Shikhar Dhawan Girlfriend Sophie Shine Viral Video: ক্রিকেট থেকে দূরে থাকলেও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান বরাবরই খবরে থাকতে ভালবাসেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদমাধ্যম, সবেতেই তাঁর সদর্পে বিচরণ। বর্তমানে ক্রিকেট নয়, নিজের প্রেমিকাকে নিয়ে চর্চায় 'গব্বর'। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন শিখর। সেখানে তাঁর গার্লফ্রেন্ডের হিন্দি উচ্চারণ নিয়ে প্রশ্ন তুলেছেন শিখর। আইরিশ প্রেমিকা সোফি শাইনকে নিয়ে তিতিবিরক্ত হয়ে উঠেছেন তিনি।

Advertisment

বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও পোস্ট করেছেন। সেখানে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে মজার ভিডিও বানিয়েছেন শিখর। সাদা শার্ট, হাতে বালা আর কানে দূল পরে রয়েছেন ধাওয়ান। চিরাচরিত স্টাইলিশ লুকে রয়েছেন। ওই ভিডিওতে গার্লফ্রেন্ড সোফি শাইনকে তিনি প্রশ্ন করছেন, ‘একটা প্রশ্নের উত্তর ভালবেসে দেবে?’। তাতে সোফি বলছেন, ‘কী প্রশ্ন?’ সেইসময় শিখর সোফির হাত ধরে প্রশ্ন করেন, ‘তোমার নাম কী?’

শিখরের প্রশ্ন শুনেই হাত ছাড়িয়ে উল্টো পথে হাঁটা দেন সোফি। তাতে শিখর চেঁচিয়ে প্রশ্ন করেন, ‘এই মেয়ে নিজের নাম তো বলে যা!’। তখন ধাওয়ানকে সোফি উত্তর দেন, ‘অব্বা-ডব্বা-জব্বা!’। উত্তর শুনে হতবাক এদিক-ওদিক তাকাতে থাকেন শিখর।

আরও পড়ুন বিদেশিনীর প্রেমে ক্লিন বোল্ড 'Gabbar'! ফের কবে সাত পাকে বাঁধা পড়ছেন ধাওয়ান?

Advertisment

ভিডিওটি পোস্ট করে শিখর ধাওয়ান লেখেন, ‘জানি না, কোন হিন্দি শিখে এসেছে!’

ধাওয়ান এই ভিডিওতে সোফি শাইনকেও ট্যাগ করেছেন। সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়েছে এই ভিডিও। ভিডিওতে ভারতের T20 দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কমেন্টও করেছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শিখর ধাওয়ান নিজের অনুরাগীদের জানিয়েছেন, তিনি প্রেম করছেন। সোফি শাইনের সঙ্গে সম্পর্ক ধাওয়ানের জীবনে দ্বিতীয় প্রেম। তিনি ২০২৩ সালে প্রথম স্ত্রী আয়েশা মুখার্জির সঙ্গে বিচ্ছেদ করেছিলেন। তাঁদের একটি ছেলে আছে, যার নাম জোরাবর, এবং সে বর্তমানে অস্ট্রেলিয়ায় মায়ের সঙ্গে থাকে। ধাওয়ান জানিয়েছেন, তাঁর ছেলের সঙ্গে কথা বলা বন্ধ হয়ে গেছে এবং তাঁর ফোন নম্বর ব্লক করা হয়েছে। 

এক রিপোর্ট অনুযায়ী, ১৩ জুন ২০২৩-এ ধাওয়ান প্রথমবার সোফি শাইনের ইনস্টাগ্রাম পোস্টে লাইক দিয়েছিলেন। সূত্রের দাবি অনুযায়ী, ধাওয়ানের সঙ্গে সোফির প্রথম দেখা দুবাইয়ে কয়েক বছর আগে হয়েছিল। সম্পর্কের সূচনা একটি সাধারণ বন্ধুত্ব হিসেবে হলেও পরে গভীর ভালবাসায় পরিণত হয়েছে। 

জানা গেছে, তাঁরা এক বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন। 

Viral Video Shikhar Dhawan