Advertisment

তিন মাস আগেও ক্যাপ্টেন ছিলেন টিম ইন্ডিয়ার! এখন চিরতরে বাদ পড়ে মুষড়ে পড়লেন সুপারস্টার

টিম ইন্ডিয়া থেকে পুরোপুরি বাদ পড়ে মুষড়ে পড়লেন তারকা

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

অদ্ভুত কান্ড। তিন মাস আগেও তিনি ছিলেন জাতীয় দলের ক্যাপ্টেন। এখন টিম ইন্ডিয়ার সার্কিটের বাইরে চলে গিয়েছেন। চলতি বছরের শেষের দিকে ওয়ার্ল্ড কাপে খেলতে নামছে টিম ইন্ডিয়া। সেই সময় মিরাকল না ঘটলে বাইরে থেকেই বিশ্বকাপ উপভোগ করতে হবে শিখর ধাওয়ানকে।

Advertisment

ওয়ানডেতে ভারতের সর্বকালের সেরা ওপেনার। তবে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচে রান পাননি। রানের খরা চলছিল। আস্থা জোগাতে পারছিলেন না নির্বাচকদেরও। শেষমেশ জাতীয় দল থেকেই বাদ পড়ে যান ৩৭ বছরের তারকা। রোহিত শর্মা এবং কেএল রাহুল না থাকায় গত নভেম্বরেও টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে।

আরও পড়ুন: সবসময় সৌরভের নিন্দা করে বেড়াত কোহলি! স্টিং ভিডিওয় বিষ্ফোরক স্বীকারোক্তি প্রধান নির্বাচকের

ধাওয়ানের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে শুভমান গিলকে। যিনি যথেষ্ট আত্মপ্রত্যয়ের সঙ্গে খেলে চলেছেন। শেষ সাত ওয়ানডে ইনিংসে অপ্রতিরোধ্য গিল। একটা ডাবল সেঞ্চুরি সমেত চারটে শতরান করেছেন।

হায়দরাবাদে ফর্মুলা-ই রেসের উদ্বোধনে এসে ধাওয়ান বলে দিয়েছেন, "উত্থান পতন জীবনের অঙ্গ। সময়ের সঙ্গে অভিজ্ঞতার সঙ্গে শিক্ষা হয় কীভাবে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। আমি এইসব বিষয় থেকে অনেক শক্তি সংগ্রহ করেছি। আমি নিজের সেরাটা দিয়েছি। এখন কেউ যদি আমার থেকেও ভাল করে, তাহলে তো ভালোই। ভাল খেলছে বলেই তো ও ওখানে। আমি আর নেই। নিজেকে নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। নিজেকে শক্তিশালী করার পদ্ধতিতে যাতে কোনও খামতি না থাকে, সেই বিষয়টিই কেবল নিশ্চিত করতে চাই। যে কোনও সময়ে কামব্যাকের সুযোগ তো রয়েইছে।"

আরও পড়ুন: ‘ফিট হতে ইঞ্জেকশন নেয় ভারতীয় তারকারা’, গোপন ক্যামেরায় ডোপিং-বোমা চেতন শর্মার

"যদি ফিরতে পারি ভাল। না ফিরতে পারলেও সমস্যা নেই। আমি অনেক কিছু অর্জন করেছি। সবকিছু নিয়ে আমি সন্তুষ্ট। যা আসার আসবে। কোনও বিষয়েই আজকাল আর মরিয়া হই না।" বলছেন জাতীয় দলের হয়ে ৩৪ টেস্ট, ১৬৭ ওয়ানডে এবং ৬৮টি টি২০ খেলা তারকা।

২০১৮-য় শেষবারের মত টেস্ট খেলেছিলেন। ২০২১-এ খেলেন শেষ টি২০। বাদ পড়ার আগে পর্যন্ত স্রেফ ওয়ানডেতেই খেলতেন তিনি। আপাতত ধাওয়ানের নজরে আইপিএলের নেতৃত্ব। পাঞ্জাব কিংস এবার মায়াঙ্ক আগারওয়ালকও সরিয়ে ক্যাপ্টেন করেছে শিখর ধাওয়ানকে। এনসিএ-এ অনুশীলন করেছেন দিন দশেক। আর একসপ্তাহের মধ্যেই মোহালি চলে যাবেন পাঞ্জাব কিংসের প্রি সিজন ক্যাম্পের জন্য।

সুপারস্টার জানাচ্ছেন, "আমার আইপিএল প্রস্তুতি ভালোই চলছে। ১০ দিন বেঙ্গালুরুতে কাটিয়ে এলাম। ফিটনেসে উন্নতি করাই ছিল পাখির চোখ। সামনেই আইপিএল। ২৪ ফেব্রুয়ারি থেকে মোহালিতে আইপিএল ক্যাম্পে যোগ দেব। মানসিকভাবে বেশ ঝরঝরে রয়েছি। আপাতত সামনে থেকে নেতৃত্ব দিতে চাই।"

Read the full article in ENGLISH

BCCI Shikhar Dhawan Indian Cricket Team
Advertisment