IND vs WI 3rd ODI: শিবম দুবের সঙ্গে টেবিল টেনিসে টক্কর নিলেন জেসন হোল্ডার

কটকের বারাবটি স্টেডিয়ামে ফাইনাল ও তৃতীয় ওয়ানডে খেলার আগে ভারত-ওয়েস্ট ইন্ডিজের লড়াই ছিল টেবিল টেনিসের ময়দানে। ভারতের অলরাউন্ডার শিবম দুবের সঙ্গে খেললেন ক্য়ারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার।

কটকের বারাবটি স্টেডিয়ামে ফাইনাল ও তৃতীয় ওয়ানডে খেলার আগে ভারত-ওয়েস্ট ইন্ডিজের লড়াই ছিল টেবিল টেনিসের ময়দানে। ভারতের অলরাউন্ডার শিবম দুবের সঙ্গে খেললেন ক্য়ারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার।

author-image
IE Bangla Web Desk
New Update
Shivam Dube Takes On Jason Holder In Table Tennis

শিবম দুবের সঙ্গে টেবিল টেনিসে টক্কর নিলেন জেসন হোল্ডার

কটকের বারাবটি স্টেডিয়ামে ফাইনাল ও তৃতীয় ওয়ানডে খেলার আগে ভারত-ওয়েস্ট ইন্ডিজের লড়াই ছিল টেবিল টেনিসের ময়দানে। ভারতের অলরাউন্ডার শিবম দুবের সঙ্গে খেললেন ক্য়ারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার।

Advertisment

ভুবনেশ্বরের টিম হোটেলেই দুবে-হোল্ডার মাতলেন টেবিল টেনিসে। আর দর্শক আসনে ছিলেন ভারতের মিডল অর্ডার ব্য়াটসম্য়ান শ্রেয়াস আয়ার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের ইনস্টাগ্রাম অ্য়াকাউন্টে সেই ভিডিও পোস্ট করে লিখল মাঠে ও মাঠের বাইরে লড়াই অব্য়াহত।

আরও পড়ুন-IND vs WI 3rd ODI: কটকে ওয়ানডে অভিষেক করলেন নভদীপ সাইনি

Advertisment

আরও পড়ুন-কোহলি কি পারবেন কটক কাঁটা পেরিয়ে বর্ডার-কালিসকে টপকাতে?

রবিবার  টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। মহম্মদ শামি, শার্দূল ঠাকুরের সঙ্গে তৃতীয় পেসার হিসাবে প্রথম একাদশে জায়গা করে নিলেন নভদীপ সাইনি। দীপক চাহার চোটের জন্য় ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে দলে এসেছেন সাইনি। এদিন ওয়ানডে অভিষেক হলো তাঁর।

সিরিজের প্রথম ম্য়াচে আট উইকেটে জিতে পোলার্ডরা সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিলেন। গত ম্য়াচে কেএল রাহুল ও রোহিত শর্মার সেঞ্চুরিতে দুরন্ত ভাবে সিরিজে প্রত্যাবর্তন করে ভারত। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে উইন্ডিজকে ১০৭ রানে হারিয়ে সিরিজ ১-১ করেছে টিম ইন্ডিয়া। ফলে এদিন যে জিতবে সিরিজ তার দখলে।

West Indies India c