Shoaib Akhtar on IND vs PAK: 'ভারতের খারাপ সময় আসন্ন...', ফাইনালের আগে ভুলভাল বকছেন শোয়েব

IND vs PAK Asia Cup 2025 Final: ২০২৫ এশিয়া কাপ ফাইনালে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। আগামী ২৮ সেপ্টেম্বর (রবিবার) এই হাইভোল্টেজ ম্য়াচ আয়োজন করা হচ্ছে।

IND vs PAK Asia Cup 2025 Final: ২০২৫ এশিয়া কাপ ফাইনালে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। আগামী ২৮ সেপ্টেম্বর (রবিবার) এই হাইভোল্টেজ ম্য়াচ আয়োজন করা হচ্ছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shoaib Akhtar on IND vs PAK

টিম ইন্ডিয়াকে অভিশাপ দিলেন শোয়েব আখতার

Shoaib Akhtar: ২০২৫ এশিয়া কাপ ফাইনালে (Asia Cup 2025 Final) ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। আগামী ২৮ সেপ্টেম্বর (রবিবার) এই হাইভোল্টেজ ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এশিয়া কাপ ইতিহাসে প্রথমবার ফাইনালে এই ২ চিরপ্রতিদ্বন্দ্বী দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। ইতিপূর্বে, এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে কখনও এমন ঘটনার সাক্ষী হয়নি গোটা ক্রিকেট বিশ্ব। এবারের এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত ২ বার পাকিস্তানকে পরাস্ত করেছে। এই পরিস্থিতিতে ফাইনাল ম্য়াচেও যে ভারতই জিতবে, তেমন আশা করা যেতেই পারে। কিন্তু, পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন পেস বোলার শোয়েব আখতার এই ফাইনাল ম্য়াচ নিয়ে একটা বড়সড় ভবিষ্যৎবাণী করেছেন। তাঁর সাফ কথা, 'ভারতের খারাপ সময় আসতে চলেছে।'

Advertisment

India vs Pakistan: সূর্যকুমারের সামনে 'সুবর্ণ সুযোগ', স্পর্শ করতে পারেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড!

শোয়েব আখতারের চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী

২০২৫ এশিয়া কাপ পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করছেন শোয়েব আখতার। 'গেম অন'নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে আখতার দাবি করেন, সুপার ফোর পর্বে বাংলাদেশকে যেভাবে হারিয়েছিল পাকিস্তান, ফাইনালে জেতার সেই খিদেটাই দেখাতে হবে। এক না একদিন তো ভারতের খারাপ সময় আসবেই। আর আগামী রবিবারই সেই দিনটা হতে চলেছে।

Advertisment

India vs Pakistan Asia Cup 2025 Final: ভারতের সামনে 'নস্যি' পাকিস্তান! জানেন কতবার জিতেছে এশিয়া কাপ?

পাশাপাশি পাকিস্তানের বোলিং ডিপার্টমেন্ট নিয়েও আলোচনা করলেন শোয়েব আখতার। তাঁর কথায়, প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান হয়ত ২০০ রানের আশপাশে পৌঁছতে পারে। যদি এমনটা পাকিস্তান করতে পারে, তাহলে টিম ইন্ডিয়া নাকি মানসিকভাবে হেরে যাবে। কারণ পাকিস্তানের পেস বোলাররা সহজেই এই রানটা ডিফেন্ড করতে পারবে। শোয়েবের কথায়, 'দলে একজন সত্যিকারের পেস বোলার দরকার। আর যদি সেটা হয়, তাহলে বোলিং ডিপার্টমেন্টে পাকিস্তান কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠবে। কিন্তু, সবকিছু কোচের উপর নির্ভর করছে। আমার মতে, পাকিস্তানের বোলিং ব্রিগেড একেবারে সঠিক পথে এগোচ্ছে। হ্যারিসের গতি ১৪২-১৪৫, অন্যদিকে শাহিনের গতি ১৪৪-১৪০।'

Asia Cup Final 2025: শেষ হচ্ছে ৪১ বছরের খরা, প্রথমবার এমন ঘটনার সাক্ষী হচ্ছে এশিয়া কাপ!

বাংলাদেশকে হারিয়েছিল পাকিস্তান

গত ২৫ সেপ্টেম্বর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে মরণ-বাঁচন ম্য়াচের আয়োজন করা হয়। এই ম্য়াচে পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছিল। এর জবাবে বাংলাদেশ ১২৪ রানেই অলআউট হয়ে যায়। পাকিস্তান কার্যত বোলিং দক্ষতায় এই ম্য়াচটা ১১ রানে জেতে এবং ফাইনালের আসন পাকা করে ফেলে।

Asia Cup 2025 Final India vs Pakistan Shoaib Akhtar