Asia Cup Final 2025: শেষ হচ্ছে ৪১ বছরের খরা, প্রথমবার এমন ঘটনার সাক্ষী হচ্ছে এশিয়া কাপ!

Asia Cup 2025 Final: ২০২৫ এশিয়া কাপে দুই ফাইনালিস্টের নাম ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে।

Asia Cup 2025 Final: ২০২৫ এশিয়া কাপে দুই ফাইনালিস্টের নাম ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে।

author-image
Koushik Biswas
New Update
Asia Cup 2025 Final

২০২৫ এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি ভারত এবং পাকিস্তান

Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপে দুই ফাইনালিস্টের নাম ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত এবং পাকিস্তানের (India vs Pakistan) মধ্যে এই ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। এশিয়া কাপ ইতিহাসে এই প্রথমবার ভারত এবং পাকিস্তানের মধ্যে ফাইনাল ম্য়াচের আয়োজন করা হচ্ছে। এই মহারণের জন্য দুই দেশের ক্রিকেট সমর্থকরা গত ৪১ বছর ধরে অপেক্ষা করেছেন। টিম ইন্ডিয়া (Indian Cricket Team) টানা ৫ ম্য়াচে জয়লাভ করে ফাইনালে এন্ট্রি নিয়েছে। অন্যদিকে, ৬ ম্য়াচের মধ্যে চারটেয় জিতে ফাইনালে উঠতে পেরেছে। উল্লেখ্য, সুপার ফোর পর্বে বাংলাদেশকে ১১ রানে হারাতেই পাকিস্তানের (Pakistan Cricket Team) সামনে ফাইনালের দরজা খুলে যায়। 

Advertisment

India vs Pakistan: বাংলাদেশকে হারিয়েই 'লম্ফঝম্প', ভারতকে হারানোর দিবাস্বপ্ন দেখছে পাকিস্তান!

২০২৫ এশিয়া কাপে মোট ৮ দল অংশগ্রহণ করেছিল। এরমধ্যে চারটে দল গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল। বাকি ৪ দলের মধ্যে সুপার ফোর পর্বে লড়াই হয়। এই তালিকায় নাম ছিল ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং পাকিস্তানের। এই রাউন্ডের পয়েন্ট তালিকায় শীর্ষ ২ স্থানে রয়েছে ভারত এবং পাকিস্তান। সেকারণে তাদের মধ্যেই ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। গ্রুপ পর্ব থেকে টিম ইন্ডিয়া অপরাজেয় গতিতে এগিয়ে চলেছে। এখনও পর্যন্ত তারা ৫ ম্য়াচে জয়লাভ করেছে। অন্য়দিকে, পারিস্তান ৬-এর মধ্যে ৪ ম্য়াচে জয়লাভ করেছে। আশা করা হচ্ছে, ফাইনাল ম্য়াচে দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই ম্য়াচের দিকে আপাতত তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। 

Advertisment

India vs Pakistan Records: একটা-দুটো নয়, ভারত-পাকিস্তান ম্য়াচে ১০ 'ধুন্ধুমার' রেকর্ড! দেখে নিন এখনই

প্রথমবার এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তান

প্রসঙ্গত, ১৯৮৪ সালে এশিয়া কাপের সূচনা হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে একাধিক রোমাঞ্চকর ম্য়াচ দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু, ভারত-পাকিস্তান কখনও এই টুর্নামেন্টের ফাইনালে খেলতে নামেনি। ৪১ বছর পর এই খরা কাটতে চলেছে।

India vs Pakistan: 'এটাকে আর লড়াই বলবেন না...', পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে সূর্যের

হাতে গোনা কয়েকটা টুর্নামেন্টেই ভারত এবং পাকিস্তান ফাইনাল ম্য়াচ খেলতে নেমেছে। ২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস রচনা করেছিল ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান আবার টিম ইন্ডিয়াকে হারিয়ে বড়সড় ধাক্কা দেয়। এবার দুটো দল আরও একবার ফাইনাল ম্য়াচে মুখোমুখি হচ্ছে। টিম ইন্ডিয়া যেখানে নবম এশিয়া কাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে, সেখানে পাকিস্তানের নজর থাকবে তৃতীয় ট্রফির উপরে।\

India vs Pakistan Asia Cup 2025 Highlights: ২২ গজে সার্জিক্যাল স্ট্রাইক ভারতের, গুঁড়িয়ে গেল পাকিস্তান

এখনও পর্যন্ত দুটো দলের মধ্যে ১২ ফাইনাল ম্য়াচ

আন্তর্জাতিক ক্রিকেটে যদি ভারত বনাম পাকিস্তান ফাইনাল ম্য়াচের ব্যাপারে আমরা আলোচনা করি, তাহলে দেখা যাবে যে এই দুটো দল মোট ১২ বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। এই নিয়ে ১৩ বার তারা কোনও টুর্নামেন্ট কিংবা ট্রাই সিরিজের ফাইনালে খেলতে নামছে। ইতিপূর্বে ১২ বারের মধ্যে আটবারই পাকিস্তান ফাইনাল যুদ্ধে জয়লাভ করেছে। আর ভারত বাজিমাত করেছে মাত্র ৪ বার। ২০১৭ সালে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শেষবার এই দুটো দল খেতাবি লড়াইয়ে নেমেছিল। সেবারও জয়লাভ করেছিল পাকিস্তান। এবার টিম ইন্ডিয়া অবশ্যই ভাগ্যের চাকা বদলাতে চাইবে।

Pakistan Cricket Team Indian Cricket Team India vs Pakistan Asia Cup 2025