/indian-express-bangla/media/media_files/2025/04/28/OYXCx1osGFwWRl9FSVcY.jpg)
পাকিস্তানের ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত সরকার
Pahalgam Terror Attack: পহেলগাঁও হামলার পর এবার অ্যাকশন মোডে নেমেছে ভারত। ইতিমধ্যে পাকিস্তানের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই তালিকায় নাম রয়েছে ৪ পাক ক্রিকেটারের। অভিযোগ, এই ইউটিউব চ্যানেলগুলো ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করছে এবং সাম্প্রদায়িক অসহিষ্ণুতা বাড়ানোর চেষ্টা করছে।
ব্যান করা হল শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল
এই নিষিদ্ধ হওয়া ইউটিউব চ্যানেলের তালিকায় নাম রয়েছে পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতারেরও (Shoaib Akhtar)। ভারতে শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল (ShoaibAkhtar100mph) বেশ জনপ্রিয়। এই চ্যানেলে কয়েক কোটি ভারতীয় ফলোয়ার্স রয়েছে।
Pahalgam Attack Babar Azam: পহেলগাঁও হামলায় এবার জড়াল বাবর আজমের নাম! ঘটনাটা কী জানেন?
আর সেকারণে পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার মোটা অঙ্কের অর্থ উপার্জন করে থাকেন। আপাতত ভারত থেকে শোয়েব আখতারের এই ইউটিউব চ্যানেল আর দেখতে পাওয়া যাচ্ছে না। এই চ্যানেলে ক্লিক করলে একটি বিশেষ বার্তা দেখতে পাওয়া যাচ্ছে। বার্তাটি হল, 'কেন্দ্রীয় সরকারের আদেশ অনুসারে জাতীয় নিরাপত্তার কারণে এই চ্যানলের সম্প্রচার আপাতত বন্ধ রাখা হয়েছে।'
তালিকায় রয়েছে আরও ইউটিউব চ্যানেল
তবে একা শোয়েব আখতারই নন, আরও কয়েকজন পাক ক্রিকেটারের ইউটিউব চ্যানেলে ভারতে ব্যান করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে বাসিত আলি শো (@BasitAliShow), কট বিহাইন্ড (Caught Behind) এবং তনভীর সেইজ (@Tanveer Says)। পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বাসিত আলি @BasitAliShow নামে একটি ইউটিউব চ্যানেল চালান।
পাকিস্তানের অপর একজন প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ এবং সিনিয়র সাংবাদিক নোমান নিয়াজ যৌথভাবে ইউটিউব চ্যানেল 'কট বিহাইন্ড' চালান। অন্যদিকে, পাকিস্তানের প্রাক্তন পেস বোলার তনভীর আহমেদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। এর পাশাপাশি পাকিস্তান ক্রিকেট দলের পরাজয় নিয়ে কটাক্ষ করা ইউটিউবার 'ওয়াসি এবং ইফ্ফি'র ইউটিউব চ্যানেল 'ওয়াসি হাবিব' (@WasayHabib)-ও বন্ধ করে দেওয়া হয়েছে।
ছাড় পেয়েছেন দানিশ কানেরিয়া
এর পাশাপাশি ভিভিএন স্পোর্টস, সামা স্পোর্টস এবং রফতার স্পোর্টসের মতো চ্যানেলগুলোও আর ভারত থেকে দেখতে পাওয়া যাবে না। যদিও পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন লেগ স্পিনার দানিশ কানেরিয়ার চ্যানেল এখনও পর্যন্ত ভারত থেকে দেখা যাচ্ছে। পাকিস্তানের হয়ে খেললেও দানিশ একজন হিন্দু ক্রিকেটার। তিনি হামেশাই পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের নিয়ে সমালোচনা করেন। পহেলগাঁও জঙ্গি হামলার পরও কানেরিয়া পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করেছিলেন।