সানিয়ার সংসারে বিপদ! কোটি কোটি টাকা লোকসানের মুখে মিঁয়া-বিবি

গ্রুপ পর্ব থেকে পাকিস্তান ছিটকে যাওয়ার পরে একদিনের ক্রিকেট থেকে অবসরই নিয়ে ফেলেছিলেন শোয়েব মালিক। টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন চার বছর আগে। ঠিক ছিল, তিনি কেবলমাত্র টি টোয়েন্টি ক্রিকেটে ফোকাস করবেন।

গ্রুপ পর্ব থেকে পাকিস্তান ছিটকে যাওয়ার পরে একদিনের ক্রিকেট থেকে অবসরই নিয়ে ফেলেছিলেন শোয়েব মালিক। টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন চার বছর আগে। ঠিক ছিল, তিনি কেবলমাত্র টি টোয়েন্টি ক্রিকেটে ফোকাস করবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
sania mirza and shoaib malik

স্বামী শোয়েব বাদ পড়ছেন পিসিবির কন্ট্র্যাক্ট থেকে (টুইটার)

সানিয়া-শোয়েবের সংসারে দুঃসংবাদ। বিশ্বকাপের মাঝেই জাতীয় দলের প্রথম একাদশ থেকে বাদ পড়তে হয়েছিল। তারপরে গ্রুপ পর্ব থেকে পাকিস্তান ছিটকে যাওয়ার পরে একদিনের ক্রিকেট থেকে অবসরই নিয়ে ফেলেছিলেন শোয়েব মালিক। টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন চার বছর আগে। ঠিক ছিল, তিনি কেবলমাত্র টি টোয়েন্টি ক্রিকেটে ফোকাস করবেন। তবে বিশ্বকাপের ধাক্কা সামলানোর আগেই খারাপ খবর ক্রিকেটারের জন্য়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন শোয়েব মালিক।

Advertisment

অবশ্য শুধু শোয়েব মালিকই নন, জুনেইদ খান, মহম্মদ হাফিজ-ও বাদ পড়ার এই তালিকায় রয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে জানিয়েছেন, "একটা বিষয় পরিষ্কার যে পিসিবি আর আগের মতো ৩০-৩৩ ক্রিকেটারের সঙ্গে চুক্তি করবে না। কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকবে খুব বেশি হলে ১৮-২০ জন।"

আরও পড়ুন কোহলির জন্যই হার ভারতের! টিম ইন্ডিয়ার কোচের আঙুল সরাসরি ক্যাপ্টেনের দিকে

Advertisment

সম্পর্কে আবদ্ধ হওয়ার মুখে আজাহার-সানিয়া! বিয়ের সানাই বেজেই গেল

রাতে শোয়েবদের সঙ্গে সানিয়ার ‘কুকীর্তি’, ছবি ফাঁস হতেই বিস্ফোরণ সুন্দরীর

কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সংখ্যা কমানো হলেও ক্রিকেটারদের ম্যাচ ফি, মাসিক বেতন বাড়ানো হতে পারে। তবে সূত্রের খবর, গত বছর ভাল পারফর্ম করা এবং ভবিষ্যতের উঠতি তারকাদেরই কেবলমাত্র পিসিবি আর্থিক সুযোগ সুবিধা দেবে। পিসিবি-র সেই কর্তাই স্পষ্ট করে দিয়েছেন, "শোয়েব মালিক, হাফিজ, জুনেইদ সহ একাধিক সিনিয়র ক্রিকেটারকে এবার কন্ট্র্যাক্ট থেকে বাদ দেওয়া হবে। শোয়েব মালিক অবসর নিয়ে ফেলেছেন। হাফিজের মধ্যেও বেশি ক্রিকেট বেঁচে নেই। আর জুনেইদ খানের ফিটনেস নিয়ে বরাবরই সমস্যা রয়েছে।"

মহম্মদ আমির গত সপ্তাহেই অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে। তাঁকেও সম্ভবত পিসিবি বাতিলের খাতায় ফেলে দিচ্ছে।

cricket pakistan