India Test Squad: একা নন সামি, এই ৬ ক্রিকেটারও 'বাদের খাতায়'! দেখে নিন তালিকা

India Test squad announcement: ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট ক্রিকেট স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে। আগামী ২০ জুন থেকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে।

India Test squad announcement: ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট ক্রিকেট স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে। আগামী ২০ জুন থেকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে।

author-image
Koushik Biswas
New Update
Indian Cricketers Dropped from IND vs ENG Test Squad

এই ৭ ক্রিকেটারকে বাদ দেওয়া হল ভারতীয় টেস্ট স্কোয়াড থেকে

Indian Cricket Team: ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট ক্রিকেট স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে। আগামী ২০ জুন থেকে ভারত এবং ইংল্যান্ডের (India vs England) মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে এটাই প্রথম সিরিজ হতে চলেছে। শনিবার (২৪ মে) ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচক অজিত আগরকর একটি সাংবাদিক বৈঠক করে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন। এই স্কোয়াডের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে শুভমান গিলের (Shubman Gill) হাতে। অন্য়দিকে, শুভমানের ডেপুটি হিসেবে নিযুক্ত হয়েছেন ঋযভ পন্থ। এই স্কোয়াডে বেশ কয়েকজন নতুন ক্রিকেটার দেখতে পাওয়া গিয়েছে। পাশাপাশি বাদ পড়েছেন বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার।

Advertisment

বাদের খাতায় এই ৭ ক্রিকেটার

ইংল্যান্ড সফরের জন্য অজিত আগরকর নেতৃত্বাধীন নির্বাচন কমিটি একটি 'তরুণ' টিম ইন্ডিয়া ঘোষণা করেছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর গ্রহণ করার পর ভারতীয় টেস্ট ক্রিকেট দলে একাধিক পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়ার যে স্কোয়াড ঘোষিত হয়েছে, সেখানে একাধিক নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে। এই তালিকায় নাম রয়েছে সাই সুদর্শন, করুণ নায়ার এবং আর্শদীপ সিংয়ের মতো ক্রিকেটারদের। অন্যদিকে, বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে একেবারে বাদ দেওয়া হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), মহম্মদ সামি (Mohammed Shami), সরফরাজ খান, অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), হর্ষিত রানা এবং দেবদত্ত পাডিক্কলের।

এখানে দেখার বিষয় এটাই যে সরফরাজ খান, দেবদত্ত পাডিক্কল এবং হর্ষিত রানা কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত ২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফিতে টিম ইন্ডিয়ার স্কোয়াডে ছিলেন। কিন্তু, ইংল্যান্ড সফরে তাঁদের বাদ দেওয়া হল। অন্যদিকে, চোটের কারণে এই সিরিজ খেলতে পারছেন না মহম্মদ সামি। আগরকর স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে চিকিৎসকরা সামিকে আনফিট ঘোষণা করেছেন। এর পাশাপাশি, শ্রেয়স আইয়ার আরও একবার ভারতীয় টেস্ট স্কোয়াডে নিজের জায়গা তৈরি করতে ব্যর্থ হলেন।

Advertisment

Shubman Gill Test Captain: কেন শুভমানকেই অধিনায়ক বাছলেন আগরকর? সামনে এল আসল কারণ

একনজরে পূর্ণাঙ্গ ভারতীয় টেস্ট স্কোয়াড:

শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শন, করুণ নায়ার, নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।

Mohammed Shami Dropped: সামি কি এবার 'বাতিল খুচরো'? ইংল্যান্ড সফরে ঠাঁই হল না ভারতীয় পেস তারকার

কবে-কোথায় টেস্ট ম্য়াচ খেলবে ভারত

  • প্রথম টেস্ট ম্য়াচ: ২০-২৪ জুন, হেডিংলে
  • দ্বিতীয় টেস্ট ম্য়াচ: ২-৬ জুলাই, এজবাস্টন
  • তৃতীয় টেস্ট ম্য়াচ: ১০-১৪ জুলাই, লর্ডস ক্রিকেট গ্রাউন্ড
  • চতুর্থ টেস্ট ম্য়াচ: ২৩-২৭ জুলাই, ওল্ড ট্রাফোর্ড
  • পঞ্চম টেস্ট ম্য়াচ: ৩১ জুলাই-৪ অগাস্ট, দ্য ওভাল

Indian Cricket Team: ব্রিটিশ বধের লক্ষ্যে ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, কে হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক?

২০০৭ সালে শেষবার ইংল্যান্ডের মাটিতে জিতেছিল সিরিজ

ভারতীয় ক্রিকেট দল শেষবার ২০০৭ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয় করেছিল। সেইসময় রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছিল। এরপর ভারত বেশ কয়েকবার ইংল্যান্ড সফরে গিয়েছে। এরমধ্যে তিনবার তারা হেরে বাড়ি ফিরেছে। আর একবার সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়েছিল।

Virat Kohli Retirement: চরম অপমানেই 'অবসর' কিং কোহলির? সত্যিটা ফাঁস করলেন সেহওয়াগ

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে ১৯ টেস্ট সিরিজ খেলেছে। এরমধ্যে মাত্র তিনটে সিরিজই টিম ইন্ডিয়া জিততে পেরেছে। ইংল্যান্ড ১৩ সিরিজে জয়লাভ করেছে। বাকি তিনটে সিরিজ ড্র হয়েছে। ২০২১-২২ মরশুমে ভারত এবং ইংল্য়ান্ডের মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজটি ২-২ ব্যবধানে ড্র হয়ে যায়।

Shubman Gill Mohammed Shami Cheteshwar Pujara Ajinkya Rahane India vs England Indian Cricket Team