আইপিএলে বড়সড় আপডেট। সবকিছু ঠিকঠাক থাকলে দিল্লি ক্যাপিটালস সংসার ছাড়তে চলেছেন শ্রেয়স আইয়ার। ২০১৫ সালে আইপিএলে দিল্লির জার্সিতে অভিষেকের পরে ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা তারকা হয়ে উঠেছিলেন। শুধু ক্রিকেটার হিসাবেই নয়, ক্যাপ্টেন হিসেবেও ফ্র্যাঞ্চাইজির জার্সিতে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন।
২০১৮ মরশুমের মাঝপথে গৌতম গম্ভীরের থেকে নেতৃত্বের ব্যাটন নিয়েছিলেন আইয়ার। তারপরে তরুণ নেতা পরপর দুবার দলকে প্লে অফে তোলেন। এর মধ্যে ২০২০-তে শ্রেয়সের নেতৃত্বে দিল্লি ফাইনালেও পৌঁছয়।
আরও পড়ুন: নিলামের আগেই হার্দিককে ছাড়ছে মুম্বই! বিশ্বকাপের ভরা মঞ্চে বিশাল দুঃসংবাদে বিধ্বস্ত তারকা
তবে ২০২১ মরশুম শ্রেয়সের জন্য দুঃসংবাদ বয়ে আনে। চোটের কারণে আইপিএলের প্ৰথম পর্বে বাইরে চলে যেতে হয় আইয়ারকে। শ্রেয়সের জায়গায় দিল্লি ক্যাপ্টেন করে ঋষভ পন্থকে। দ্বিতীয় পর্বে শ্রেয়স ফিরলেও পন্থকেই ক্যাপ্টেন ধরে রাখে দিল্লি ম্যানেজমেন্ট। পন্থের নেতৃত্বেও দিল্লি প্লে অফ পর্বে পৌঁছয়।
আগামী মরশুমেও দিল্লির অধিনায়কের তখতে শ্রেয়সের প্রত্যাবর্তনের সম্ভবনা ক্ষীণ। নিজের ভবিষ্যৎ বুঝতে পেরেই এবার দিল্লি ছাড়তে চাইছেন শ্রেয়স আইয়ার। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নেতৃত্বে ফেরার বাসনাতেই তারকা ক্রিকেটার নিজেকে নিলামের টেবিলে তুলতে চাইছেন।
আরও পড়ুন: অবসরের পথে ১৬.২৫ কোটির IPL সুপারস্টার! বিশ্বকাপের মঞ্চেই বোমা ফাটালেন সরাসরি
যদিও এর আগে তিনি জানিয়ে দিয়েছিলেন, পন্থকে নেতৃত্বে রেখে দেওয়ার সিদ্ধান্তকে তিনি পূর্ণ সম্মান জানান। সেই সময় আইয়ার বলেছিলেন, "টিম ম্যানেজমেন্ট পন্থকে নেতৃত্ব ধরে রেখে যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমার সম্পূর্ণ সম্মান রয়েছে। শুরু থেকে নেতৃত্বের দায়িত্ব সামাল দেওয়ায় পন্থকেই মরশুমের শেষ পর্যন্ত অধিনায়ক করা হয়েছে।"
আইপিএলের আসন্ন মেগা নিলামে এবার অংশগ্রহণ করবে দশ দল। নতুন দুই ফ্র্যাঞ্চাইজি ছাড়াও পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর মত ফ্র্যাঞ্চাইজি নতুন অধিনায়কের সন্ধানে থাকবে। আইপিএলে এর আগে নিজের নেতৃত্বের দক্ষতার প্রমাণ দেওয়া আইয়ারকে দলে নিতে উদ্যোগী হবে একাধিক দল।
টি২০ বিশ্বকাপে জাতীয় দলের হয়ে রিজার্ভ প্লেয়ার হিসাবে শ্রেয়স আইয়ার আপাতত আমিরশাহিতে। বিশ্বকাপ শেষের পরেই ভারত দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে। সেই সিরিজে দুর্দান্ত পারফর্ম করে শ্রেয়স আইয়ার আইপিএলের নিলামের আগে নিজের দর বাড়িয়ে রাখতে চান।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন