বৃহস্পতিবার প্ৰথম টেস্টেই অভিষেক ঘটছে শ্রেয়স আইয়ারের। ২৪ ঘন্টা আগেই সাংবাদিকদের কাছে কনফার্ম করে দিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ভারত জোড়া টেস্ট খেলবে কিউইদের বিরুদ্ধে। কানপুরে গ্রিন পার্কে প্ৰথম টেস্টের পরে দ্বিতীয় টেস্টের আসর বসবে মুম্বইয়ের ওয়াংখেড়েতে।
বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই বিশ্রামে রয়েছেন। বিরাট কোহলি দ্বিতীয় টেস্টে প্রত্যাবর্তন করছেন। প্ৰথম টেস্টে ভারতের নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন অজিঙ্কা রাহানে। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে অজিঙ্কা রাহানে জানিয়ে দিলেন, "শ্রেয়স আইয়ারের টেস্ট অভিষেক ঘটছে।"
আরও পড়ুন: মুম্বইয়ে ১৭.৫৮ কোটিতে ভিলা বিক্রি ভাজ্জির! অভিজাত সম্পত্তিতে মন উঠল তিন বছরেই
এমনিতে টি২০ সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ পর্যুদস্ত করার আত্মবিশ্বাস নিয়ে ভারত টেস্ট সিরিজে খেলতে নামছে। তবে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং কেএল রাহুলকে ছাড়াই কানপুরে কিউয়িদের মোকাবিলা করতে হবে টিম ইন্ডিয়াকে। কেএল রাহুল একদিন আগেই চোটের কারণে ছিটকে গিয়েছেন। তাঁর বদলে দলে ঢুকেছেন সূর্যকুমার যাদব।
টেস্ট সিরিজে একাধিক তারকাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রামে পাঠানো হয়েছে। এই তালিকায় রয়েছেন ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, মহম্মদ শামির মত তারকারা। এখন দেখার কানপুরে কেমন একাদশ সাজিয়ে ভারত খেলতে নামে। তিন স্পিনার হিসাবে অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা- তিনজনকেই নামানো হতে পারে গ্রিনপার্কে।
আরও পড়ুন: দ্রাবিড় নিজের ঢাক নিজে পেটান না! শাস্ত্রীকে কাছাখুলে আক্রমণ গম্ভীরের
দুই পেসার হিসাবে কোচ দ্রাবিড়ের ফার্স্ট চয়েস হতে পারেন উমেশ যাদব এবং ইশান্ত শর্মা। দুজনের অভিজ্ঞতাই ভারতের পেস বিভাগে বড় অস্ত্র। ম্যাচ যত গড়াবে ততই রিভার্স সুইং খেলায় প্রভাব ফেলতে পারে। সেক্ষেত্রে উমেশ এবং ইশান্ত দুজনেই কার্যকরী ভূমিকা নিতে পারেন। ব্যাটিংয়ে মায়াঙ্ক আগারওয়াল এবং শুভমান গিল সম্ভবত ওপেন করবেন। রাহানে এবং পূজারার ব্যাটিং ফর্মের ওপরে নির্বাচকদের নজর থাকবে।
এদিকে, টি২০ থেকে বিশ্রাম নেওয়ার পরে টেস্ট সিরিজে প্রত্যাবর্তন ঘটছে কিউয়ি নেতা কেন উইলিয়ামসনের। তবে পেসার ট্রেন্ট বোল্টের সার্ভিস পাবে না ব্ল্যাক ক্যাপসরা। নিউজিল্যান্ডের স্কোয়াডে পেসার হিসাবে রয়েছেন কাইল জেমিসন, নীল ওয়াগনার, টিম সাউদির মত তারকারা। ভারতের পিচে ফ্যাক্টর হয়ে উঠতে পারেন স্পিনাররা। সেদিকে মাথায় রেখেই মিচেল স্যান্টনার, রচিন রবীন্দ্র, আজাজ প্যাটেলরা কেমন পারফর্ম করেন, সেদিকেই আপাতত নজর সকলের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন