/indian-express-bangla/media/media_files/2025/07/12/shubman-gill-2-2025-07-12-23-59-22.jpg)
মাথা গরম করে ফেললেন শুভমান গিল
Shubman Gill: লর্ডস টেস্টের তৃতীয় দিনের (IND vs ENG 3rd Test Match) খেলা ইতিমধ্যে শেয হয়ে গিয়েছে। তবে ম্য়াচের একেবারে গোধূলি লগ্নে হাওয়া বেশ গরম হয়ে উঠল। অভদ্র আচরণ করে ভারতীয় ক্রিকেটারদের (Indian Cricket Team) উপর চাপ তৈরি করতে চেয়েছিল ইংল্য়ান্ডের দুই ওপেনার। কিন্তু, ছাড়ার পাত্র নয় ভারতও! ইংরেজদের 'অওকাত' যে কতটুকু, সেটা কার্যত চোখে চোখ রেখে বুঝিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। কী হয়েছে ঘটনাটি, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
লর্ডস টেস্টে (Lord's Cricket Ground) তৃতীয় দিনের স্টাম্প ঘোষণা হওয়ার আগে আর মাত্র ১ ওভার বাকি ছিল। ব্যাট করছিলেন জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। এমন সময় ইংরেজ ক্রিকেটাররা ঠিক করেন যে তাঁরা যেভাবেই হোক, সময় নষ্ট করার চেষ্টা করবেন। কপটের তো আর ছলের অভাব হয় না! কিন্তু, জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) তাঁর রান-আপ শেষ করার পরই আচমকা স্টাম্প থেকে সরে যান ক্রলি। ভারতীয় ফিল্ডাররা এই ব্যাপারটাকে ভালভাবে গ্রহণ করেননি।
IND vs ENG 3rd Test: শুভমানদের পাতে 'গোমাংস'? লর্ডস টেস্টের মেন্যু দেখে তুলকালাম ভারতীয়দের
তৃতীয় ইনিংসে ইংল্যান্ড তখন সবেমাত্র ব্যাট করতে নেমেছে। দিনের খেলা শেষ হতে আর মাত্র ৫ মিনিট সময় বাকি ছিল। ভারতীয় ক্রিকেট দল জসপ্রীত বুমরাহের হাতে বলটা তুলে দেয়। আশা করা হয়েছিল, কাট-অফ টাইমের (ভারতীয় সময় অনুসারে রাত ১১টা) আগেই তিনি ওভারটা শেষ করতে পারবেন। ততক্ষণে অবশ্য ব্রিটিশ ওপেনাররা যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছেন। স্ট্রাইকে ছিলেন জ্যাক ক্রলি। তিনি বারংবার মার্কের বাইরে বেরিয়ে আসছিলেন এবং বুমরাহকে বল করতে বাধা দিচ্ছিলেন।
দেখে নিন ভাইরাল ভিডিও:
Shubman Gill & Co. didn’t come to be played around, 𝙠𝙮𝙪𝙣𝙠𝙞 𝙔𝙚 𝙨𝙚𝙚𝙠𝙝𝙣𝙚 𝙣𝙖𝙝𝙞, 𝙨𝙞𝙠𝙝𝙖𝙣𝙚 𝙖𝙖𝙮𝙚 𝙝𝙖𝙞𝙣!#ENGvIND 👉 3rd TEST, DAY 4 | SUN 13th JULY, 2:30 PM | Streaming on JioHotstar pic.twitter.com/ix13r7vtja
— Star Sports (@StarSportsIndia) July 12, 2025
বারবার এই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় শুভমান গিলের মাথা গরম হয়ে যায়। তিনি ইংল্যান্ডের দুই ওপেনারকে প্রথমে কিছু একটা বলেন। কিন্তু, ক্রলি যখন চতুর্থবার ইচ্ছাকৃতভাবে একই ঘটনা ঘটায়, তখন পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায়। করুণ নায়ার এবং মহম্মদ সিরাজকে দেখেও স্পষ্ট বুঝতে পারা যায় যে তাঁরাও রীতিমতো খেপে গিয়েছেন। ওভারের পঞ্চম বলটা ক্রলির আঙুলে এসে লাগে। সঙ্গে সঙ্গে এই ডানহাতি ব্যাটার পিচের বাইরে চলে যান। ডেকে পাঠান ফিজিওকে। গিল শেষপর্যন্ত রেগেমেগে ক্রলির দিকে এগিয়ে আসেন। কটাক্ষ করে হাততালি দিতে শুরু করেন। অন্যদিকে, ক্রলি যতটা সম্ভব নিষ্পাপ শিশুর মতো দাঁড়িয়ে থাকেন।
IND vs ENG 3rd Test Match Highlights: শেষ তৃতীয় দিনের খেলা, কত রানের লিড নিল টিম ইন্ডিয়া?
ইতিমধ্যে ব্যাপারটায় নাক গলান বেন ডাকেট। এরপর আরও বেশ কিছুক্ষণ কথাবার্তা চলে। এরপর বুমরাহ ওভারের শেষ বলটা করতে আসেন। বলটা খেলার পরই ক্রলি সোজা প্যাভিলিয়নের উদ্দেশ্যে হাঁটা দেন। অন্যদিকে, ভারতীয় ক্রিকেটাররা মাঠের মধ্যেই গজগজ করতে থাকেন।